Diy-হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা কার্ড||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️হ্যাপি নিউ ইয়ার♥️


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। প্রথমেই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। সময় সত্যি অনেক দ্রুত চলে যায়। সময়ের সাথে পাল্লা দিয়ে আমরাও হয়তো ধীরে ধীরে জীবনের একটি বছর অতিবাহিত করে ফেলি। নতুন বছরকে স্বাগত জানাতে আমরা নতুন ভাবে দিনটি উদযাপন করি। তাই আজকে আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা কার্ড তৈরি:

IMG_20230101_143946.jpg
Device-OPPO-A15
IMG_20230101_143018.jpg
Device-OPPO-A15


বিশেষ দিনগুলোতে নিজের তৈরি করা কোন কিছু সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি ভালো লাগে। কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম। একদিকে পরীক্ষা অন্যদিকে বেশ অসুস্থ হয়ে পড়েছি। সবকিছু যেন সামলাতে পারছিলাম না। বিশেষ করে নিজের কাজগুলো করতে পারছিলাম না। খুবই কষ্ট করে রাত জেগে কমিউনিটির কাজগুলো করার চেষ্টা করছিলাম। জানিনা কতটুকু করতে পেরেছি। তবে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করছি। হয়তো ধীরে ধীরে ব্যস্ততা কেটে যাবে কিংবা সুস্থ হয়ে যাব। বছরের এই নতুন দিনে সবাইকে শুভেচ্ছা জানাতে না পেরে মনটা ভীষণ খারাপ লাগছিল। তাই তো ঝটপট এই সুন্দর কার্ড তৈরি করে ফেললাম এবং আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কার্ড তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পুঁথি।
৭. পেন্সিল।

IMG20230101135854.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230101140121.jpg
Device-OPPO-A15


হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে একটি লাল রঙের কাগজ নিয়েছি এবং মাঝা মাঝি অংশে সমান করে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-২

IMG20230101140155.jpg
Device-OPPO-A15
IMG20230101140210.jpg
Device-OPPO-A15


এবার কাগজটি সুন্দর করে কেটে নেওয়ার জন্য পেন্সিল দিয়ে দাগ দিয়েছি।


ধাপ-৩

IMG_20230101_144119.jpg
Device-OPPO-A15
IMG20230101140401.jpg
Device-OPPO-A15


পেন্সিলের দাগ অনুযায়ী সুন্দর করে কাগজটি কেটে নিয়েছি এবং কার্ডের উপরের ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG_20230101_144216.jpg
Device-OPPO-A15
IMG20230101140553.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের ভিতরের অংশে নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা লেখার জন্য সাদা কাগজ নিয়েছি। ভেতরে লাগিয়ে দেওয়ার জন্য কাগজ কেটে নিয়েছি। এবার সুন্দর করে আঠা দিয়ে কাগজটি লাগিয়ে নিয়েছি।


ধাপ-৫

IMG20230101140657.jpg
Device-OPPO-A15
IMG20230101140727.jpg
Device-OPPO-A15


ভেতরের অংশে কাগজ লাগানো হয়ে গেলে এবার উপরের ডিজাইন করার জন্য সাদা কাগজ ছোট ছোট করে কেটে নিয়েছি।


ধাপ-৬

IMG20230101140753.jpg
Device-OPPO-A15
IMG20230101140807.jpg
Device-OPPO-A15


এবার সাদা কাগজ সুন্দরভাবে ফুল তৈরি করার জন্য প্রস্তুত করেছি। এজন্য প্রথমে মাঝে ভাঁজ করে নিয়েছি এবং কয়েকটি ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৭

IMG20230101140826.jpg
Device-OPPO-A15
IMG20230101141242.jpg
Device-OPPO-A15


এবার কাগজ দিয়ে ফুল তৈরি করার জন্য সুন্দর করে সাদা কাগজ কেটে নিয়েছি ও ফুল তৈরি করে নিয়েছি।


ধাপ-৮

IMG20230101141310.jpg
Device-OPPO-A15
IMG20230101141446.jpg
Device-OPPO-A15


ফুলগুলো আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য মাঝের অংশে লাল রঙের পুঁথি লাগিয়েছি।


ধাপ-৯

IMG20230101141501.jpg
Device-OPPO-A15
IMG_20230101_144449.jpg
Device-OPPO-A15


এবার পুঁথিগুলো সুন্দর করে লাগানো হয়ে গেলে ফুলগুলো কার্ডের উপরে লাগানোর চেষ্টা করেছি। আঠা দিয়ে ধীরে ধীরে ফুলগুলো লাগানোর চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230101141654.jpg
Device-OPPO-A15
IMG20230101142015.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে সবগুলো ফুল কার্ডের উপর লাগিয়ে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়।সবকিছু সুন্দরভাবে করা হয়ে গেলে সাদা কাগজের অংশটুকুতে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা লিখে নিয়েছি। এভাবেই এই সুন্দর একটি কার্ড তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230101_142944.jpg
Device-OPPO-A15
IMG_20230101_143915.jpg
Device-OPPO-A15


বছরের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য এই কার্ড তৈরীর চেষ্টা করেছি। আমি অসুস্থতার মাঝেও এই কাজগুলো করার চেষ্টা করেছি। তাই হয়তো খুব একটা ভালো হয়নি। তবুও আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য ক্ষুদ্র প্রচেষ্টায় এই কার্ড তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাইকে আবারো জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা।♥️♥️


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

চমৎকার!
কালার কম্বিনেশনটা একদম পারফেক্ট হয়েছে।আপনারা উপস্থাপনা নিয়ে বলার কিছুই নেই।সবসময় উৎকৃষ্ট হয়😊।
আপনাকেও নিয় ইয়ারের শুভেচ্ছা জানাই।

 2 years ago 

কোন কিছু তৈরি করলে কালার কম্বিনেশন যদি পারফেক্ট না হয় তাহলে দেখতে ভালো লাগে না। তাইতো আমি মাঝে মাঝে চেষ্টা করি কালার কম্বিনেশন সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 2 years ago 

হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। দোয়া করি আপু ধীরে ধীরে ব্যস্ততা কেটে যাক ও সুস্থ হয়ে উঠেন । শত ব্যস্ততার মধ্যে আপনি নিউ ইয়ার শুভেচ্ছা জানিয়েছেন দেখে অনেক ভালো লাগল। প্রতি টি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

দোয়া করবেন আপু আমি যেন একেবারে সুস্থ হয়ে উঠি। তবে আগের তুলনায় এখন অনেকটা ভালো আছি। যাইহোক ব্যস্ততার মাঝেও সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য এই কার্ডটি তৈরি করে শেয়ার করেছি। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনি নতুন বছরকে সামনে রেখে খুব সুন্দর একটি কার্ড আমাদের মাঝে তুলে ধরেছেন, খুব ভাল লাগলো। আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। শত ব্যস্ততার মাঝে ও শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমি চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করে আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। ধন্যবাদ আপু সুন্দর করে মতামত প্রকাশের জন্য।

 2 years ago 

অসুস্থতার মাঝেও খুব সুন্দর একটি কার্ড আমাদের উপহার দিয়েছেন আপু। আপনার সুস্থতা কামনা করি। আপনাকেও হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা আপু। আপনার এই বছর অনেক বেশি ভালো কাটুক এই কামনাই করি। সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন আপু। লাল ও সাদা রংয়ের কম্বিনেশন টা খুব দারুন ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি আপু অসুস্থতার মাঝেও আমি চেষ্টা করেছি সুন্দর একটি কার্ড তৈরি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। যাই হোক হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। আর কালার কম্বিনেশন সুন্দর করে করলে দেখতে ভালো লাগে।

 2 years ago 

অসুস্থতার মাঝেও আপনি পোষ্টটি নিয়ে উপস্থিত হয়েছেন শুনে ভালো লাগছে। আমিও অসুস্থ হলেও চেষ্টা করি কাজটা ঠিক রাখার। যাই হোক আপনি আপনার পরীক্ষা ও অসুস্থ তা কাটিয়ে উঠুন সেই দোয়া করি। খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য।

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপু

 2 years ago 

সত্যি আপু মাঝে মাঝে অসুস্থ হলেও আপনাদের থেকে দূরে যেতে ইচ্ছা করে না। তাইতো আমি আমার অসুস্থতার মাঝেও কাজ করে যাচ্ছি এবং সুন্দর একটি কার্ড তৈরি করে উপহার দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু।

 2 years ago 

নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা রইল আপু।কার্ড টি অনেক সুন্দর হয়েছে।আগে এই পোস্ট টি শেয়ার করলে বন্ধুবান্ধব দের এই সুন্দর কার্ডটিতে শুভেচ্ছা বার্তা লিখে বন্ধুদের সারপ্রাইজ দেওয়া যেত।খুব খুশি হত এমন সুন্দর কার্ড পেয়ে।অনেক সুন্দর হয়েছে কার্ডটি আপু।ধন্যবাদ সুন্দর ডাই প্রজেক্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি কার্ডটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আগে জানলে আরো আগে শেয়ার করতাম। তবে কয়েকদিন ব্যস্ত থাকার কারণে আগে তৈরি করার সময় পাইনি। সেদিনই তৈরি করেছিলাম। যাইহোক এবার থেকে এভাবে দেখে দেখে পরের বছর আপনার বন্ধু বান্ধবীদেরকে উপহার দিবেন।

 2 years ago 

প্রথমেই আপনাকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনি দেখছি চমৎকার ভাবে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। চমৎকার আইডিয়া ছিলো। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের ডাই প্রজেক্ট গুলো আমার সব সময়ই ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আমার কার্ড দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। আপনিও কিন্তু দারুন কাজ করেন ভাইয়া। আপনার তৈরি করা ডাই প্রজেক্ট গুলোও সুন্দর হয়।

 2 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে কার্ড টি তৈরি করেছেন সেটি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। কালার কম্বিনেশনটা দারুন ছিল। সুন্দর একটি ড্রাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আগের থেকে অনেকটা ভালো আছি ভাইয়া। যাই হোক আমি চেষ্টা করেছি সুন্দর করে একটি কার্ড তৈরি করে উপস্থাপন করার জন্য। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে উৎসাহ দেয় নতুন কিছু করার জন্য।

 2 years ago 

প্রথমেই আমি আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই আপু। আপনার রাত জেগে কাজ করাটা সার্থক বলে আমার কাছে মনে হয়। নতুন বছর উপলক্ষে আপনি দারুন একটা শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দোয়া করি যেন আপনি দ্রুত সুস্থ হয়ে যান।

 2 years ago 

মাঝে মাঝে হয়তো রাত জেগে কাজ করতে হয়। তবে মাঝে মাঝে সব কাজ সারাদিনের মধ্যে করার চেষ্টা করি। সুন্দর করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আপনাকে প্রথমে জানাই নিউ ইয়ার এর শুভেচ্ছা।আপনি যে কোন দিবসে খুব সুন্দর সুন্দর আর্ট করে সবাইকে গিফট করেন দেখতে অনেক সুন্দর হয়।আপনি খুব সুন্দর করে তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন।প্রতিটি ধাপ আমাদের সাথে বেশ সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।আপনার সুস্থতা কামনা করি আপু।

 2 years ago 

যেকোনো দিবসে নতুন কিছু তৈরি করে সবাইকে উপহার দিতে আমার ভালো লাগে। সেই সাথে সবাইকে শুভেচ্ছা জানানো হয়ে যায়। তাইতো চেষ্টা করি। আপনি দোয়া করবেন আপু আমি যেন এভাবেই আপনাদের পাশে থেকে কাজ করতে পারি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58067.54
ETH 2469.39
USDT 1.00
SBD 2.40