অচেনা ভালোবাসা||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। ভালোবাসা শব্দটি হয়তো খুবই ছোট। কিন্তু এই শব্দটির বিশালতা অনেক বেশি। আসলে ভালোবাসা শব্দটি বড়ই অদ্ভুত। কয়েকটি শব্দের মাঝে সীমাবদ্ধ থাকলেও হৃদয়ে তৈরি ভালোবাসার বিশালতা অনেক বেশি। হয়তো ভালোবাসা উপলব্ধি করা যায় কিন্তু সীমানা তৈরি করা যায় না। আজকে আমি সুন্দর একটি মিষ্টি প্রেমের গল্প লিখে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।


অচেনা ভালোবাসা:

couple-ga51944ab1_1920.jpg

Source


মাঝে মাঝে ভালোবাসা অচেনা হয়ে যায়। চেনা লোকের ভিড়েও ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। চোখের দেখাতেও ভালোবাসা হয় না। মনের মিল দিয়ে হয়তো ভালোবাসার তৈরি হয়। কথায় আছে ভালোবাসা হলো দুটি মনের মিলন। হৃদয় কবিতা আবৃতি করতে ভালোবাসতো। হৃদয়ের কবিতা আবৃতি শুনে সবাই মুগ্ধ হতো। যেমন ভালো কবিতা আবৃতি করতো তেমনি দারুন গান গাইতো। হৃদয়ের কবিতা আবৃতি শুনে সবাই তার প্রেমে পড়ে যেত। আসলে কবিতার ভাষায় কবি তার অনুভূতি গুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করে। যেই কবিতার লাইন গুলোর মাঝে হাজারো প্রেমের ছন্দ লুকিয়ে থাকে। হৃদয়ের কবিতা আবৃতি শুনে সবাই তার অনুসারী হয়ে যেত। হৃদয়ের অসাধারণ কবিতা আবৃত্তির জন্য সবাই তাকে পছন্দ করত। ফেসবুকে হৃদয়ের অনেক অনুসারী ছিল। তাদের সুন্দর মন্তব্য গুলো হৃদয়কে উৎসাহ দিত। হৃদয় এভাবেই হৃদয়ের দিনগুলো কাটাচ্ছিল। একটি মেয়ে হৃদয়কে প্রতিদিন একটি করে কবিতা লিখে পাঠাতো। আর সেই কবিতাটি আবৃতি করার জন্য অনুরোধ করত। হৃদয় মেয়েটির লেখা কবিতা আবৃতি করে সবার কাছেই জনপ্রিয়তা পেয়েছে। হৃদয় বেশ আনন্দ নিয়ে কবিতা আবৃতি করতো।


মেয়েটি প্রতিদিন একটি করে কবিতা লিখে পাঠাতো আর হৃদয় সেই কবিতা আবৃত্তি করে পোস্ট করতো। দুজনের মাঝে তেমন কোন সম্পর্ক নেই। এমনকি কেউ কাউকে চেনেও না। মেয়েটির লিখা কবিতা পড়ে হৃদয় ধীরে ধীরে মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ল। কারো লেখা কবিতা যে এত সুন্দর হতে পারে হৃদয় এটা কখনো কল্পনাও করেনি। হৃদয় মনে মনে ভাবছিল যদি সেই মেয়েটির সাথে কথা বলতে পারত তাহলে বেশ ভালো লাগতো। হৃদয় মনে মনে সিদ্ধান্ত নিল যে করেই হোক সে মেয়েটিকে খুঁজে বের করবে। প্রথমে মেয়েটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। কিন্তু মেয়েটি রিকোয়েস্ট একসেপ্ট করলো না। হৃদয়ের বেশ মন খারাপ হয়ে গেল। হঠাৎ তিনদিন পর হৃদয় লক্ষ্য করল সেই মেয়েটি তাকে মেসেজ পাঠিয়েছে। হৃদয়ের সাথে মেয়েটির বেশ বন্ধুত্ব হয়ে গেল । মেয়েটি কবিতা লিখত আর হৃদয় কবিতাটি আবৃত্তি করত। এভাবেই চলছিল তাদের দিনগুলো। তবে কখন যে হৃদয় মেয়েটির প্রেমে পড়ে গেল সে বুঝতেই পারল না।


এভাবে ধীরে ধীরে তাদের কথা বলা শুরু হলো। এসএমএসে তাদের কথা হতো। কথা বলতে বলতে একসময় দুজনের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়ে গেল। কিন্তু ভালোবাসি এই কথাটি বলা হলো না। হৃদয় মেয়েটিকে কিছু বলতে পারল না। হৃদয় ভাবলো আর কিছুদিন যাক তারপর না হয় বলবো। কিন্তু হঠাৎ একদিন সবকিছুই এলোমেলো হয়ে গেল। মেয়েটি তাকে আর কবিতা লিখে পাঠাচ্ছে না। এমনকি কোন ভাবেই মেয়েটির সাথে যোগাযোগ করতে পারছে না হৃদয়। মেয়েটির সাথে কথা না বলতে পেরে হৃদয় বেশ ভেঙ্গে পড়েছিল। নাম না জানা অচেনা সেই মেয়েটিকে সে কিভাবে খুঁজবে ভেবেই পাচ্ছি না। যদিও সে মেয়েটিকে ভালোবাসতো কিন্তু কখনো বলতে পারেনি। মেয়েটি ছিল তার অচেনা ভালোবাসা। হৃদয় মেয়েটির জন্য অপেক্ষা করতে লাগল। হৃদয় ভাবলো হয়তো সে আবারও ফিরে আসবে।


দিন যত যেতে লাগলো হৃদয় খুব কষ্ট পেতে লাগলো। মেয়েটির সাথে কথা না বলতে পেরে হৃদয়ের খুবই কষ্ট হচ্ছিল। হৃদয় আজকাল আর কবিতা আবৃতি করে না। কবিতা আবৃত্তি করতে গেলেই সেই মেয়েটির কথা মনে পড়ে যায়। যেই হৃদয় কবিতা আবৃতি করতে এতটা ভালোবাসতো সেই হৃদয় আজ কবিতা আবৃতি করে না। সেই বিষয়টি সবার নজরে আসলো। কিন্তু হৃদয় সবকিছুই উপেক্ষা করে মেয়েটিকে খুঁজতে লাগলো। কারণ সে শুধুমাত্র মেয়েটির লিখা কবিতা নয় মেয়েটিকেও ভালোবেসে ফেলেছে। তাই তো সে তার প্রিয় মানুষটিকে খুঁজে বের করতে চায়। মেয়েটি হয়তো নিজেকে আড়াল করে নিয়েছে। কিন্তু হৃদয় মেয়েটিকে কোনভাবেই হারাতে চায়না। তাই তো সে অনেক চেষ্টা করে মেয়েটিকে অবশেষে খুঁজে বের করল। মেয়েটির ফেসবুক ফ্রেন্ড এর মাধ্যমে মেয়েটির ঠিকানা খুঁজে বের করে হৃদয় সেখানে চলে গেল। সেখানে গিয়ে তার প্রিয় মানুষটিকে খুঁজতে লাগলো। অচেনা সেই মেয়েটিকে কি করে খুঁজবে বুঝতেই পারছিল না। যখন হৃদয় মেয়েটির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তখন ভেতর থেকে ছোট্ট একটি মেয়ে বেরিয়ে এলো। মেয়েটিকে দেখে হৃদয় কাছে গিয়ে দাঁড়ালো। এরপর মেয়েটি কে বলল আমার নাম হৃদয়। মেয়েটির মুখে তখন হাসি ফুটে উঠলো। সে তখন হৃদয়ের হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেল।


হৃদয় যখন ভেতরে গেল তখন দেখল একটি মেয়ে বারান্দায় আনমনে দাঁড়িয়ে আছে আর টেবিলের উপর রাখা ডায়েরির পাতাগুলো এলোমেলো ভাবে উড়ছে। ছোট্ট মেয়েটি দৌড়ে গিয়ে সেই মেয়েটিকে বলল আপু হৃদয় ভাইয়া এসেছে। এই কথাটি শোনা মাত্র মেয়েটি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যখন সে হৃদয়ের দিকে তাকানো তখন তার দুচোখ কান্নায় ছল ছল করছিল। এই বুঝি চোখের পানি গাল বেয়ে নিচে পড়বে। এমন সময় মেয়েটির মা হৃদয়ের পাশে এসে দাঁড়ালো। হৃদয় মেয়েটি মায়ের কাছে জানতে পারল মেয়েটি কথা বলতে পারে না। ছোটবেলা থেকেই মেয়েটির কথা বলার ক্ষমতা নেই। এই কথাগুলো শোনা মাত্রই হৃদয় খুবই কষ্ট পেল। হৃদয় মেয়েটির মাকে বলল আপনি যদি কিছু মনে না করেন আমি কি ওর সাথে কথা বলতে পারি? মেয়েটির মা সম্মতি জানালেন। এরপর হৃদয় মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটি নিজেকে আড়াল করে নিচ্ছিল। হয়তো অচেনা ভয় কিংবা নিজের ভালোবাসা লুকাতে মেয়েটি দূরে সরে গিয়েছিল। যখন হৃদয় মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো তখন মেয়েটির দুচোখের পানি পড়ছিল। এমন সময় হৃদয় মেয়েটিকে বলল তুমি আমার অচেনা ভালোবাসা। আমি তোমাকে সারা জীবনের তরে পেতে চাই। আমি আমার অচেনা ভালবাসাকে পূর্ণতা দিতে চাই। তোমার না বলা কথাগুলো কবিতায় লিখে দিও আমি না হয় আমার কন্ঠে তোমাকে শুনিয়ে দেব। হৃদয়ের মুখে এই কথাগুলো শুনে মেয়েটি আরো জোরে কান্না করতে লাগলো। এরপর হৃদয় হাত বাড়িয়ে মেয়েটির দু চোখের পানি মুছে দিল। এভাবেই অচেনা ভালোবাসা পূর্ণতা পেলো।


আশা করছি আমার লেখা এই গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমার লেখা গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমারও খুবই ভালো লাগবে। চেষ্টা করেছি নিজের মতো করে একটি গল্প লিখে শেয়ার করার জন্য।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

যদি কেউ আমাকে এমন কবিতা লিখে পাঠাতো তাহলে আমিও সেটা স্টিমে পোস্ট করতাম 😜
তবে আমি তো আর হৃদয় না 😔
যাই হোক রোমান্টিক কাহিনি টা বেশ মজার ছিল আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

ভাইয়া আপনি কারো প্রতিক্ষায় থাকুন। হয়তো কোনদিন সে কবিতা লিখে পাঠাব আর আপনি সেই কবিতা আমাদেরকে শোনাবেন। যাইহোক ভাইয়া মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভিন্নধর্মী একটি প্রেমের গল্প পড়লাম।অনেক সুন্দর হয়েছে আপনার গল্পটি।কথা বলতে পারত না জন্যই মেয়েটি হয়ত নিজেকে আড়াল করে নিয়েছিল।তবে আসল ভালবাসার কাছে কোন কিছুই বাধা নয়।ধন্যবাদ আপু সুন্দর ছোট গল্পটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা গল্পটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। যখন পাঠকের কাছে লেখা কিংবা গল্প পড়তে ভালো লাগে তখন লেখার প্রতি আগ্রহ তৈরি হয় ভাইয়া। সত্যি বলতে ভালোবাসা হয়তো এমনই হয়। ভালোবাসার কাছে কোন কিছুই বাধা মানে না।

 2 years ago (edited)

আপু আপনার অনুগল্প গুলো পড়তে বেশ ভালোই লাগে।আপনার গল্পগুলোর মাঝে আনন্দ খুঁজে পাই। হৃদয় মত করে কয়জনই বা ভালোবাসতে পারে।কথা বলতে পারেনা জেনেও সে মেয়েটির কাছ থেকে ভালোবাসার পূর্ণতা পেতে চাই। আসলে এই রকম ভালোবাসা এখন আর দেখতে পাওয়া যায় না।ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

আমার লিখা গল্প গুলো পড়তে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। আসলে আমার লেখা গল্প পড়ে আপনারা আনন্দ পান এটাই আমার সার্থকতা। তবে মাঝে মাঝে ভালোবাসা গুলো পূর্ণতা পেলে ভালোই লাগে।

 2 years ago 

বাহ! দারুন লিখেছেন আপু গল্পটি ভালোবাসা এমনই হয় যাকে একবার ভালো লেগে যায় সে কেমন সেটা প্রাধান্য পায় না। যদিও মেয়েটি তাকে লুকিয়ে রাখতে চেয়েছিল কিন্তু ছেলেটার ভালোবাসার যে শক্তি যে সাহস সেটা দিয়ে সে তার ভালোবাসাকে জয় করে নিয়েছে। অসংখ্য ধন্যবাদ পড়ে খুব ভালো লাগলো শুভকামনা অবিরাম আপনার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া যাকে ভালো লাগে তাকে হয়তো না দেখেই ভালোবাসা যায়। চোখের দেখা না দেখেও একজন মানুষ আরেকজনকে গভীরভাবে ভালবাসতে পারে। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনার গল্প পড়ে অনেক ভালো লাগল। হৃদয় যেহেতু মেয়েটির কবিতা আবৃত্তি করে অনেক ভালো লাগে। তার পর ভালো লাগা থেকেই হৃদয় মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল। আর মেয়েটি কথা বলতে পারেনা বিদায় হৃদয় থেকে দূরে যেতে চেয়েছিল।কিন্তু হৃদয় মেয়েটিকে ভালোবাসার পূর্ণতা দিল। সত্যি আপু হৃদয়ের মতো মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না।

 2 years ago 

মেয়েটির লেখা কবিতা আবৃত্তি করতে হৃদয় অনেক পছন্দ করত। যাই হোক অবশেষে হৃদয় তাদের ভালোবাসার পূর্ণতা দিয়েছে এটাই সবচেয়ে বড় কথা। আসলে এরকম মানুষ খুঁজে পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। বাস্তবে না হলেও গল্পে হৃদয়ের মত একটি চরিত্র উপস্থাপন করতে পেরে ভালো লেগেছে।

 2 years ago 

অনেক সুন্দর একটি গল্প লিখেছেন। আপনার গল্প গুলোর মধ্যে অন্যরকম একটা ভালো লাগা আছে। আসলে প্রকৃত ভালোবাসা এমনই যার নয়নে যাকে লাগে। এবং শক্তি ও সাহস দিয়ে জয় করে ফেলে তার প্রকৃত ভালবাসাকে।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি গল্প লিখার জন্য। আমার লিখা গল্প আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। সত্যিই আপু আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম।

 2 years ago 

গল্পটি পড়লাম আপু অনেক ভাল লাগলো। শেষে ভালবাসা পূর্ণতা পেলো।অনেক ধন্যবাদ আপু গল্পটি শেয়ার করার জন্য ।

 2 years ago 

সত্যি আপু শেষে এসে ভালোবাসা পূর্ণতা পেল। আসলে ভালোবাসা পূর্ণতা পেলে গল্প সার্থক হয়। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

মেয়েটি যে শেষে হৃদয়ের বুকে ঠাঁই পেয়েছে এটা জেপড়েই ভালো লাগলো। আমি ব্যক্তিগত ভাবে যে কোন প্রেমের কাহিনী পড়লেই মনে মনে প্রার্থনা করি যেন তাদের মিলন হয়। এখানে মিলন দেখে খুব ভালো লাগলো। একটা ভিন্নধর্মী লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। 😊

 2 years ago 

আসলে ভালোবাসার যখন মিলন ঘটে তখন সত্যিই ভালো লাগে। তাইতো আমি আমার এই গল্পের মাধ্যমে ভালোবাসার মিলন ঘটিয়েছি। আমার লেখা আপনার কাছে ভালো লেগেছে এবং মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আসলে আপু প্রেম অন্ধ। তার কোন বিচার বিশ্লেষণ নেই। তাইতো হৃদয়ের কোন বিচার-বিশ্লেষণ ছিল না। হৃদয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। আরটি কথা আপু প্রতিবন্ধীদের সাধারণত জ্ঞান এবং মেধা বেশি থাকে। তাইতো মেয়েটি সুন্দর শুধু কবিতা লিখতে পেরেছি।

 2 years ago 

সত্যি আপু ভালোবাসা অন্ধ। তাই তো হৃদয় মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। মেয়েটি কথা বলতে পারে না জেনেও হৃদয়ের ভালোবাসা থেমে নেই। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66