প্রতিযোগিতা-৩৩||আইসক্রিমের চপ রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মজার একটি চপ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি প্রতিবারের মতো এবারও দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। চপ মানেই বাঙালিদের ভালো লাগার একটি খাবার। চপ খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। এই খাবারগুলো খেতে দারুন লাগে। আর এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা যে যার মত করে ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করেছি। আইসক্রিমের চপ আমার ভীষণ প্রিয়। বিশেষ করে রমজান মাসে আইসক্রিমের চপ খেতে বেশি ভালো লাগে। তাই মাঝে মাঝেই তৈরি করা হয়। আইসক্রিমের চাপ যখন মুখে দেওয়া হয় তখন চোখ বন্ধ করে স্বাদ গ্রহণ করতে ইচ্ছে করে। উপরটা মচমচে আর ভেতরটা ঠান্ডা। আইসক্রিমের চাপ খেলে হৃদয় জুড়িয়ে যায়। তাই আজকে আমি আইসক্রিমের চপ তৈরির রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


আইসক্রিমের চপ রেসিপি :

IMG_20230321_110704.jpg
Device-OPPO-A15
IMG_20230320_213057.jpg
Device-OPPO-A15
IMG_20230320_130208.jpg
Device-OPPO-A15


মজার মজার চপ খেতে আমাদের সবার ভালো লাগে। আর যদি ভিন্ন কিছু হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আইসক্রিম আমাদের সবার কাছে অনেক প্রিয়। তেমনি আইসক্রিমের চপ খেতেও অনেক ভালো লাগে। ভেতরটা ঠান্ডা আর উপরটা মচমচে এই আইসক্রিমের চপ খেতে দারুণ হয়েছিল। মচমচে আইসক্রিমের চপ খাওয়ার মজাই আলাদা। রমজান মাসে আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করার চেষ্টা করি। মাঝে মাঝে যদি খাবারের মাঝে ভিন্নতা আনা যায় তাহলে খেতে যেমন ভালো লাগে তেমনি তৈরি করতেও ভালো লাগে। তাইতো আমি আমার বাংলা ব্লগের চলমান এই দারুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করেছি। আইসক্রিমের চপ খেতে সত্যিই দারুণ হয়েছিল। আজকাল বাজারে গেলেই বিভিন্ন রকমের চাপ বিক্রি করতে দেখে যায়। পাড়ার মোড়ে কিংবা গলির মোড়ে মুখরোচক এই চপের দোকান গুলো সবার কাছেই জনপ্রিয়তা অর্জন করেছে। তবে বাসায় তৈরি করা যেকোন খাবার খেতে বেশি ভালো লাগে। আর স্বাস্থ্যকর হয়। তাইতো আজকে আমি আইসক্রিমের চপ রেসিপি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই আইসক্রিমের চপ রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
ব্রেডএক প্যাকেট
আইসক্রিমপরিমান মত
ডিম২ টি
চিনি১ চামচ
সয়াবিন তেলপরিমান মত

IMG20230320110444.jpg


আইসক্রিমের চপ রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20230320110617.jpg

IMG20230320110654.jpg


আইসক্রিমের চপ রেসিপি তৈরি করার জন্য প্রথমে ব্রেড নিয়েছি। এরপর আইসক্রিম তৈরি করার জন্য দুটি ব্রেড নিয়েছি।


ধাপ-২

IMG20230320110843.jpg

IMG20230320111224.jpg


এবার আইসক্রিমের আকৃতি করার জন্য সুন্দর করে ছুরি দিয়ে সাইডের অংশগুলো কেটে নিয়েছি।


ধাপ-৩

IMG20230320111257.jpg

IMG20230320111605.jpg


এবার কেটে রাখা অংশগুলো সংরক্ষণ করে রেখেছি এগুলো কাজে লাগানোর জন্য। এরপর ব্রেডগুলো সুন্দর করে বড় করে নেওয়ার জন্য রুটি বানানোর বেলনের উপর রেখেছি। এরপর হালকা পানি দিয়েছি। হালকা পানি দিয়ে ব্রাশ করে নিয়েছি।


ধাপ-৪

IMG20230320111727.jpg

IMG20230320111930.jpg


এবার সুন্দর করে ব্রেড গুলো বড় করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে আইসক্রিম ভালোভাবে তৈরি করা যায়।


ধাপ-৫

IMG20230320112035.jpg

IMG20230320112133.jpg


এবার ফ্রিজে রেখে শক্ত করে রাখা আইসক্রিম নিয়েছি। এরপর আইসক্রিমগুলো চামচ দিয়ে ব্রেড গুলোর উপর দিয়েছি।


ধাপ-৬

IMG20230320112205.jpg

IMG20230320112258.jpg


এবার সুন্দর ভাবে দুটি পার্ট একসাথে লাগিয়ে নিয়েছি এবং মাঝের অংশে আইসক্রিম রেখেছি। যাতে করে খুলে না যায় সেজন্য সুন্দর করে লাগিয়ে নিয়েছি। হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230320112331.jpg

IMG20230320112405.jpg


এবার আইসক্রিমের কাঠিগুলো সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যাতে আইসক্রিম গুলো দেখতে সুন্দর হয় এবং আকর্ষণীয় হয়।


ধাপ-৮

IMG20230320112519.jpg


এবার এই আইসক্রিম গুলো একটু শক্ত করে নেওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখেছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230320112621.jpg

IMG20230320112703.jpg


আইসক্রিম গুলো সুন্দরভাবে ডিপ ফ্রিজে রাখার পর এবার ব্রেড কাটার পর যে বাড়তি অংশ ছিল সেগুলো সুন্দর করে ভেজে নেওয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230320112740.jpg

IMG20230320112921.jpg


এবার ব্রেড গুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। যাতে গুঁড়া করতে সুবিধা হয়।


ধাপ-১১

IMG20230320113039.jpg

IMG20230320113330.jpg


যখন ভালোভাবে মচমচে ভাজা হয়েছে তখন ব্রেডগুলো হাত দিয়ে মিক্স করে গুঁড়া করে নিয়েছি। যাতে করে আইসক্রিমের চপ তৈরিতে ব্যবহার করা যায়।


ধাপ-১২

IMG20230320113519.jpg

IMG20230320113613.jpg


এবার একটি বাটির মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে ডিম ভালোভাবে মিক্স করে নিয়েছি। যাতে করে ব্রেডের উপর দিলে খেতে ভালো লাগে।


ধাপ-১৩

IMG20230320113719.jpg

IMG20230320113803.jpg


এবার সবকিছু প্রস্তুত হয়ে গেলে আইসক্রিম গুলো ডিপ ফ্রিজ থেকে বের করেছি এবং ভেজে নেওয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি। এজন্য প্রথমে আইসক্রিমের উপর ডিমের মিশ্রণ দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১৪

IMG20230320113828.jpg

IMG20230320113900.jpg


ডিমের মিশ্রণ দেওয়া হয়ে গেলে এবার ব্রেড দিয়ে তৈরি করে রাখা গুঁড়া গুলো আইসক্রিমের উপর দিয়েছি। এরপর আবারো ডিম দিয়েছি এবং আবারো ব্রেডের গুঁড়ো গুলো দিয়েছি। এভাবে কিছুক্ষণ সময় কোডিং করে নিয়েছি।


ধাপ-১৫

IMG20230320113954.jpg

IMG20230320114233.jpg


এবার ধীরে ধীরে সবগুলো আইসক্রিম সুন্দরভাবে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে আইসক্রিমের চপ খেতে ভালো লাগে।


ধাপ-১৬

IMG20230320114431.jpg

IMG20230320114446.jpg


এবার আইসক্রিমের চাপগুলো ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করেছি এবং আইসক্রিমের চপ দেওয়ার জন্য প্রস্তুত করেছি।


শেষ ধাপ

IMG20230320114504.jpg

IMG_20230320_225628.jpg


ধীরে ধীরে একটি একটি করে আইসক্রিমের চপ ভেজে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে ভালোভাবে ভাজা হয় এবং মচমচে হয়।


উপস্থাপনা:

IMG_20230320_132431.jpg
Device-OPPO-A15
IMG_20230320_131009.jpg
Device-OPPO-A15


আইসক্রিমের চপ তৈরি হয়ে গেলে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একপাশে আইসক্রিম রাখার চেষ্টা করেছি। যাতে করে আইসক্রিমের চপের সাথে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া যায়। আইসক্রিমের চপের সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে। যারা সস খেতে পছন্দ করেন তারা সস দিয়েও খেতে পারেন। তবে আইসক্রিম দিয়ে আইসক্রিমের চপ খেতে বেশি ভালো লাগে। তাইতো আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ডেকোরেশন করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করছি আমার তৈরি করা আইসক্রিমের চাপ রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

প্রতিযোগিতায় আপনাকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আইসক্রিমের চপ অনেক সুন্দরও ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই রেসিপিটি খেতে অনেক দারুন লাগে। আমি এই রেসিপিটি এর আগে একবার বানিয়ে খেয়েছি।ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই নতুন কিছু করার চেষ্টা করেছে। তাইতো আমিও আমার খুবই পছন্দের একটি চপ রেসিপি তৈরি করে শেয়ার করেছি। এই রেসিপিটি এর আগে একবার বানিয়ে খেয়েছিলেন জেনে ভালো লাগলো আপু।

 2 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার রেসিপি টি বেশ ইউনিক লেগেছে।আইসক্রিমের চপ প্রথম বার দেখলাম আইসক্রিমেরও চপ হয়। প্রতিযোগিতায় এইটা বেশি লাগে যে নতুন নতুন রেসিপি শেখা যায়।ধন্যবাদ আপু দারুন আইসক্রিমের চপ রেসিপি টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি নতুন একটি রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতার মাধ্যমে সত্যি নতুন নতুন রেসিপি শিখতে পারা যায়। আমিও অনেক রেসিপি শিখেছি এবার। ধন্যবাদ আপু মতামতের জন্য।

 2 years ago 

আপু উপরেরটা মচমচে আর ভিতরের টা ঠান্ডা এ বিষয়ে শুনেই তো আমার মাথা খারাপ হয়ে গেল। কারণ ইচ্ছে করতেছে এখনই আপনার বাসায় চলে যাই। আর মন ভরে আইসক্রিম চপ খেয়ে ফেলি। রমজান মাসে আপনি আইসক্রিম চপ খেয়ে থাকেন জেনে ভালো লাগলো। আসলে আইসক্রিমের চপ হয় এ বিষয়টাই চিন্তা করতে ভীষণ ভালো লাগতেছে আমার। আপনার উপস্থাপনা দেখে জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছে করতেছে। দারুন দারুন হয়েছে দেখতে।

 2 years ago 

উপরটা মচমচে আর ভেতরটা ঠান্ডা খেতে অনেক ভালো লেগেছে। ভিন্ন কিছু খেতে ভালো লাগে। আপনার দাওয়াত রইলো ভাইয়া যেকোনদিন চলে আসেন। অবশ্যই তৈরি করে খাওয়াবো।

 2 years ago 

আপনার উপস্থাপনা দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে গেলাম। খুবই দারুন লেগেছে আপনার উপস্থাপনা। আইস্ক্রিম চপ এর উপরে একটা মচমচে আর ভিতর একটা ঠান্ডা খেতে তো দারুন ব্যাপার। আপনার আজকের রেসিপিটা খুবই অনেক লেগেছে আমার। অপেক্ষায় ছিলাম আপনার রেসিপি দেখার জন্য। অপেক্ষা শেষে খুবই দারুণ লাগলো দেখতে। এই প্রতিযোগিতায় খুব দারুণ দারুণ কিছু চপ দেখতে পারছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আমার উপস্থাপনা আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। আপনার উপস্থাপনা গুলোও আমার ভীষণ ভালো লাগে। একটু একটু চেষ্টা করছি আপু নতুন কিছু করার জন্য। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য প্রকাশ করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর করে আইসক্রিমের চপের রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। এবং অনেক ইউনিক একটি রেসিপি এটা। আমি অবশ্যই রেসিপিটি বাসায় একদিন ট্রাই করবো। কারণ এটা আইসক্রিমের চাপ 😀 আর আইসক্রিম তো আমার অনেক পছন্দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অনেক মজার হয়েছিল আপু। আপনি চাইলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার কাছেও খেতে ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপু মতামতের জন্য।

 2 years ago 

আপু ঠান্ডা গরম মিলিয়ে দারুণ চপ রেসিপি তৈরি করেছেন। আপনার আইসক্রিম চপ দেখে খুব খেতে ইচ্ছে করছে। আমি এমন রেসিপি এই প্রথম শুনলাম। আপনার এই রেসিপি অনেক ইউনিক লেগেছে। ধাপগুলি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠান্ডা গরম মিলিয়ে এই চপ খেতে সত্যি দারুন লাগে। আসলে আইসক্রিমের চাপ একবার খেলে বারবার খেতে চাইবেন। একদিন বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি অনেক আগে একবার আইসক্রিমের চপ খেয়েছিলাম। ভীষণ মজা এই রেসিপিটি। আপনি খুব সুন্দর করে আইসক্রিমের চপ রেসিপিটি শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে লোভনিয় এই রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি যেহেতু আইসক্রিমের চপ আগে খেয়েছিলেন তাহলে বুঝতেই পারছেন খেতে কতটা মজার হয়েছিল। আমি চেষ্টা করেছি আমার পছন্দের এই রেসিপি তৈরি করে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ইউনিক চপ রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আইসক্রিমের চপ রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। খুব সহজ কিছু উপকরণ দিয়ে মজাদার চপ তৈরি করে ফেলেছেন। খেতেও মনে হচ্ছে দারুণ হয়েছে। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। রেসিপিটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মাঝে মাঝে সহজ কিছু উপকরণ দিয়ে মজার রেসিপি তৈরি করা যায়। তাইতো আমি খুবই মজার এবং আমার খুবই পছন্দের একটি রেসিপি তৈরি করে শেয়ার করার চেষ্টা করেছি ভাইয়া। বিকেলের নাস্তায় এই চপ খেতে সত্যি অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 2 years ago 

আমিও অনেক আগে আইসক্রিমের চপ তৈরি করেছিলাম। ‌ ভিতরে যখন ক্রিম একদম গলে যায় তখন খেতে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আপু। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

 2 years ago 

আপনি আইসক্রিমের চপ খেয়েছিলেন জেনে ভালো লাগলো। আসলে ভেতরে যখন আইসক্রিম গুলো গলে যায় তখন খেতে অনেক ভালো লাগে। আর আইসক্রিম বেশিক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা থেকে যায়। এই চপ খেতে সত্যিই অনেক ভালো লাগে।

 2 years ago 

আইসক্রিম এরও চপ । ভাগ্যিস এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাই এতো সুন্দর সুন্দর নতুন নতুন চপ রেসিপি দেখতে পেলাম। সবকটাই একবার করে বানাবো। কমেন্ট করতে গিয়েই জিভে জল চলে আসছে খেতে নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

প্রতিযোগিতার আয়োজন করার ফলে অনেক মজার মজার রেসিপি তৈরি করা শিখেছি। আইসক্রিম এর চপ খেতে অনেক ভালো লাগে। একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63178.17
ETH 2581.50
USDT 1.00
SBD 2.71