"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩১||ফ্রুট কাটিং ডিজাইন

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। হাতে সমস্যা হওয়ার কারণে কোন কিছু ঠিকভাবে করতে পারছি না। তবুও "আমার বাংলা ব্লগ" কমিউনিটির আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে থাকতে পারলাম না। নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ফ্রুট কাটিং করার চেষ্টা করেছি। "আমার বাংলা ব্লগ" সব সময় দারুন দারুন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে সবাই নিজের প্রতিভা তুলে ধরার চেষ্টা করে। যদিও এই ধরনের কাজ করতে আমি খুব একটা অভ্যস্ত নই। কিংবা এর আগে কখনো সেভাবে করিনি। তবে প্রতিযোগিতার মাধ্যমে সবাই ক্ষুদ্র প্রচেষ্টায় নিজের দক্ষতা প্রকাশ করার চেষ্টা করেছে। তাই আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার খুবই পছন্দের আতা ফল ডেকোরেশন করার চেষ্টা করেছি।


ফ্রুট কাটিং ডিজাইন:

IMG_20230222_075140.jpg
Device-OPPO-A15
IMG_20230221_174953.jpg
Device-OPPO-A15


বিভিন্ন অনুষ্ঠানে কিংবা গায়ে হলুদের অনুষ্ঠানে ফ্রুট ডেকোরেশন দারুন লাগে দেখতে। এছাড়া ফ্রুট কাটিংগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আমার হাতের সমস্যার জন্য খুব ভালোভাবে কিছু করতে পারিনি। তবুও আমাদের সবার পরিচিত আতাফল দিয়ে কিছু ডেকোরেশন করার চেষ্টা করেছি। এবারের প্রতিযোগিতাটি সত্যিই দারুণ ছিল। যারা এই ধরনের কাজ করতে অভ্যস্ত তারা খুব সহজেই করতে পারবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি ফ্রুট কাটিং গুলো করেছি এবং ডেকোরেশন করেছি। এজন্য কি কি উপকরণের প্রয়োজন পড়েছে তা নিচে দেওয়া হলো।


প্রয়োজনীয় উপকরণ:

১. আতা ফল।
২. চেরি ফল।
৩. আঙ্গুর।
৪. বিভিন্ন প্রকারের সবজি।

IMG20230221125534.jpg
Device-OPPO-A15
IMG20230221125607.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230221125740.jpg
Device-OPPO-A15
IMG20230221130031.jpg
Device-OPPO-A15


ফ্রুট ডেকোরেশনের জন্য প্রথমে আমি কিছু সবজি ব্যবহার করেছি। এজন্য প্রথমে একটি মুলা নিয়ে মাঝের অংশে কেটে নিয়েছি। এরপর সুন্দর করে একটি পুতুল তৈরি করার চেষ্টা করেছি। এজন্য প্রথমে নিচের দিকের অংশ এবং কোমরের অংশ তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230221130438.jpg
Device-OPPO-A15
IMG20230221131207.jpg
Device-OPPO-A15


এবার পুতুলটির অন্যান্য অংশ তৈরি করার জন্য গাজর ব্যবহার করেছি। এজন্য আমি গাজর সুন্দর করে কেটে নিয়েছি এবং উপরের অংশগুলো তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20230221131358.jpg
Device-OPPO-A15
IMG20230221131420.jpg
Device-OPPO-A15


এবার পুতুলটি আরো বেশি সুন্দর করার জন্য মাথার দিকের অংশ লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230221131907.jpg
Device-OPPO-A15
IMG20230221132216.jpg
Device-OPPO-A15


মাথার দিকের অংশ জয়েন্ট করা হয়ে গেলে এবার মাথার উপরে সুন্দর একটি ক্যাপ তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230221132430.jpg
Device-OPPO-A15
IMG20230221132459.jpg
Device-OPPO-A15


এবার হাতের অন্যান্য অংশগুলো সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবং পুতুলটি সম্পূর্ণভাবে তৈরি করেছি।


ধাপ-৬

IMG20230221132616.jpg
Device-OPPO-A15
IMG20230221133147.jpg
Device-OPPO-A15


পুতুলটি তৈরি হয়ে গেলে এবার কিছু চেরি ফল কেটে নিয়েছি পুতুলটি ডেকোরেশন করার জন্য। পুতুলটির গায়ের অংশে চেরি ফল দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230221133324.jpg
Device-OPPO-A15
IMG20230221134905.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে অন্যান্য অংশগুলো সুন্দর করে চেরি ফল দিয়ে তৈরি করে দিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20230221135152.jpg
Device-OPPO-A15
IMG20230221140113.jpg
Device-OPPO-A15


এবার আতা ফলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর সুন্দরভাবে কেটে নিয়েছি।


ধাপ-৯

IMG20230221140333.jpg
Device-OPPO-A15
IMG20230221140703.jpg
Device-OPPO-A15


এবার চেরি ফল দিয়ে আতা ফলের উপরের অংশগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং আকর্ষণীয় করার চেষ্টা করেছি। এবার ডেকোরেশন করার জন্য গাজর দিয়ে চামচ তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে আতা ফলের উপরের অংশে দেওয়া যায় এবং দেখতে ভালো লাগে।


ধাপ-১০

IMG20230221141111.jpg
Device-OPPO-A15
IMG20230221141348.jpg
Device-OPPO-A15


এবার টমেটো দিয়ে একটি ফুল তৈরি করার চেষ্টা করেছি। টমেটোর উপরের অংশ কেটে ফুলটি তৈরির চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230221141543.jpg
Device-OPPO-A15
IMG20230221143142.jpg
Device-OPPO-A15


সবগুলো অংশ তৈরি করা হয়ে গেলে এবার প্রস্তুত করেছি ডেকোরেশন করার জন্য।


উপস্থাপনা:

IMG_20230221_235645.jpg
Device-OPPO-A15
IMG_20230221_213012.jpg
Device-OPPO-A15


ফ্রুট কাটিং করতে আমার অনেক ভালো লেগেছে। তবে হাতের ব্যথার কারণে খুব ভালোভাবে করতে পারিনি। ইচ্ছে ছিল অনেকটা ভিন্নভাবে করার। তবে শেষ পর্যায়ে এসে হাতের ব্যথার কারণে আর করা হয়ে ওঠেনি। যাই হোক তবুও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ক্ষুদ্র প্রচেষ্টায় এই ডেকোরেশনটি করার চেষ্টা করেছি। ভুলত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

অসুস্থতার মধ্যেও আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এই বিষয়টার জন্য আপনার প্রতি সম্মান আমার অনেক গুণ বেড়ে গেল আপু। আপনি আসলেই অনেক পরিশ্রমে এবং ত্যাগী মানুষ। সবাই একটু অসুস্থ হলে যেখানে সবকিছু ছেড়ে দেয় সেখানে আপনি প্রতিযোগিতার জন্য কষ্ট করে অংশগ্রহণ করেছেন। আপনার সুস্থতা কামনা করি খুব তাড়াতাড়ি

 last year 

আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারলে কেন জানি ভালো লাগেনা। তাই তো ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। যারা কাজকে ভালোবাসে তারা সব সময় কাজ করার চেষ্টা করে। যদিও কয়েক দিন থেকে ঠিকমতো কাজ করতে পারছি না। আশা করছি সুস্থ হয়ে গেলে আবারো ভালোভাবে কাজ করব।

 last year 

আপনার হাতে সমস্যা হয়েছে দোয়া করি আপনার হাত যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।।
চেরি ফল আতা ফল গাজর এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে অনেক সুন্দর একটি ফুড কাটিং সাজিয়েছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বেশ ভালো লেগেছে আমার কাছে।।
বিশেষ করে যে কোন গায়ে হলুদ অথবা সুন্নতে খাতনার অনুষ্ঠানে এ ধরনের ডালা প্রস্তুত করা হয়।।
ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 last year 

ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। যাইহোক আমি চেষ্টা করেছি বিভিন্ন রকমের ফল দিয়ে ডেকোরেশন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 last year 

আসলে আপু আপনার হাতে ব্যথা থাকা সত্ত্বেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এটা আসলে অনেক বড় বেশি পাওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফলের ডিজাইন নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন আপু।

 last year 

ভেবেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। এরপর কেন জানি খারাপ লাগছিল। তাই ছোট্ট করে এই ডেকোরেশনটি করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 last year 

আপনি একেবারে চমৎকার ফ্রুট কাটিং ডিজাইন তৈরি করেছেন। হাতের সমস্যা থাকার কারণে ও আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন এই ডিজাইনটি তৈরি করার জন্য। আমার কাছে বিশেষ করে পুতুল তৈরি করাটা অনেক ভালো লাগলো। এত চমৎকারভাবে পুতুল তৈরি করা যায় এটা আগে জানতাম না। বিশেষ করে ফলগুলো কাটাকাটি করতে অনেক ধৈর্য ধরো করতে হয়। না হলে একটু নষ্ট হলে পুরো ডিজাইনটি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি হাতে সমস্যা থাকার পরেও সুন্দরভাবে ডিজাইনটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

ঠিক বলেছেন আপু হাতের সমস্যার কারণে অনেকটা সময় লেগেছে। তবুও চেষ্টা করেছি। পুতুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে ফল দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। হয়তো আমরা সময়ের অভাবে করতে পারিনা। এগুলো করতে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু মতামতের জন্য।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভকামনা আপু। আর আপনি অনেক সুন্দর ভাবে ফুড কাটিং এর একটি ডিজাইন তৈরি করেছেন। আর প্রতিযোগিতার মানে অনেক সুন্দর সুন্দর রেসিপি। অনেক সুন্দর সুন্দর কিছু প্রতিভা দেখার আশায় আমরা থাকি। যাই হোক অনেক সুন্দর ছিল আপনার এই ফ্রুট কাটিং টি।

 last year 

প্রতিযোগিতা মানেই নতুন কিছু। তাই তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নতুন কিছু করার চেষ্টা করেছি। আমিও চেষ্টা করেছি এমনি কিছু তৈরি করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

আসলে আপনার হাতের সমস্যা হওয়া সত্ত্বেও যে আপনি চেষ্টা করেছেন এটা দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে এরকম ডিজাইন করতে কিন্তু খুবই কষ্ট। তাছাড়া বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠানের বেশিরভাগ দেখা যায়। আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় জয়েন করতে সত্যিই ভালো লাগে। আপনার প্রচেষ্টা দেখে মুগ্ধ হলাম। প্রতিযোগিতা আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

হাতে সমস্যা নিয়ে এই কাজগুলো করতে আমার অনেক সময় লেগেছে। তাই তো খুব একটা ভালোভাবে করতে পারিনি। তবুও চেষ্টা করেছি আপু। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

প্রথমেই আপনাকে কনটেস্ট ৩১ এর জন্য অনেক শুভকামনা জানাই আপু।বেশ সুন্দর একটি ফ্রুট কাটিংডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন অনেকটাই ইউনিক লাগছে দেখতে। ডেকোরেশন টা সুন্দর হয়েছে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ফ্রুট কাটিং ডিজাইন খুব একটা করা হয়না। তাইতো এই ডেকোরেশনটা করতে অনেক সময় লেগেছে। এছাড়া হাতের সমস্যা হওয়ার কারণে আরো বেশি সময় লেগেছে। যাইহোক আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

খুবই সুন্দর ডিজাইন হয়েছে আপু। দারুণ ভাবে বানিয়েছেন। ফ্রুট কাটিং ক্রাফট গুলো খুবই দক্ষতার সাথে করতে হয়। আপনার দক্ষতা আছে বলেই সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছেন। সত্যি খুবই চমৎকার হয়েছে আপু। শুভকামনা রইলো।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া এই কাজগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। যদিও আমি খুব ভালোভাবে করতে পারিনি। তবে চেষ্টা করেছি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

অসাধারণ একটি ফ্রুট কাটিং ডিজাইন করেছেন আপু। অনেক সুন্দর করে গাজর ও মুলা দিয়ে মানুষ তৈরি করেছেন। এটা দেখতে এক কথায় অসাধারণ লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আমার করা ফ্রুট কাটিং ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ডিজাইনটি করার জন্য। যদিও খুব একটা ভালো হয়নি। তবুও চেষ্টা করেছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

হাতে সমস্যা থাকার সত্বেও অনেক সুন্দর একটি কাটিং নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনি সবজি এবং ফ্রুটস দুইটা মিলে কাটিং করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে। হাতে সমস্যা থাকার সত্ত্বেও অপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আপনি ঠিক বলছেন আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে অনেক প্রতিভা বৃদ্ধি পাই অনেক মেধা বিকাশিত হয়। আপনার সুস্থতা কামনা করছি সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

হাতে সমস্যা থাকার কারণে ভালোভাবে করতে পারিনি আপু। তবুও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আসলে প্রতিযোগিতা মানেই আলাদা রকমের আনন্দ। তাইতো সেই আনন্দে সামিল হয়েছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60222.69
ETH 3303.10
USDT 1.00
SBD 2.36