DIY-ম্যাচের কাঠি দিয়ে কুঁড়েঘর ও একটি গাছের ওয়ালমেট তৈরি🏘️||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। ম্যাচের কাঠি দিয়ে কুঁড়েঘর ও একটি গাছের ওয়ালমেট তৈরি করা খুবই কঠিন একটি কাজ। তবে আমি ম্যাচের কাঠি দিয়ে সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আমি ম্যাচের কাঠি কাজে লাগিয়ে কুঁড়েঘর ও একটি গাছের ওয়ালমেট তৈরি করেছি। আশা করছি আমার ওয়ালমেটটি সকলের কাছে ভালো লাগবে ।



🏘️ম্যাচের কাঠি দিয়ে কুঁড়েঘর ও একটি গাছের ওয়ালমেট তৈরি:

IMG20220112083820.jpg
Device-OPPO-A15



ম্যাচের কাঠি দিয়ে কুঁড়েঘর ও একটি গাছের ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। তবে এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। ছোট ছোট ম্যাচের কাঠি দিয়ে ওয়ালমেট তৈরি করা সত্যিই অনেক কঠিন কাজ। তবে আমি চেষ্টা করেছি আমার তৈরি করা ম্যাচের কাঠি দিয়ে ওয়ালমেটটি আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার। অনেকটা সময় নিয়ে ও নিখুঁতভাবে এই কাজটি করার চেষ্টা করেছি। এই কাজগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন। অল্প সময়ে এগুলো করা সম্ভব হয় না। তাই আমি যতটুকু সম্ভব আমার দক্ষতায় এই ওয়ালমেটটি সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি। ম্যাচের কাঠি দিয়ে কুঁড়েঘর ও একটি গাছের ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি।



প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. ম্যাচের কাঠি।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. পেন্সিল।
৭. রাবার

IMG20220112065147.jpg
Device-OPPO-A15



🏘️ম্যাচের কাঠি দিয়ে কুঁড়েঘর ও একটি গাছের ওয়ালমেট তৈরির ধাপসমূহ :



🏘️ধাপ-১🏘️

IMG20220112070307.jpg
Device-OPPO-A15
IMG20220112070345.jpg
Device-OPPO-A15



ম্যাচের কাঠি দিয়ে কুঁড়েঘর ও একটি গাছের ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি। এরপর সাদা কাগজের চারপাশ সুন্দর করে কালো কলম দিয়ে মার্জিন করেছি। এবার আমি সাদা কাগজের মাঝের অংশে দুটি ছোট ছোট কুঁড়েঘর ও একটি গাছের চিত্র অংকন করেছি। এবার আমি ম্যাচের কাঠি দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য আঠা নিয়েছি।



🏘️ধাপ-২🏘️

IMG20220112070442.jpg
Device-OPPO-A15
IMG20220112071033.jpg
Device-OPPO-A15



এবার আমি ম্যাচের কাঠি গুলো আঠার উপর লাগিয়েছি। আমি অংকন করা ঘরগুলোর উপরে সুন্দর করে ম্যাচের কাঠির গুলো আঠা দিয়ে লাগিয়েছি।



🏘️ধাপ-৩🏘️

IMG20220112071303.jpg
Device-OPPO-A15
IMG20220112071747.jpg
Device-OPPO-A15



আমি কুঁড়েঘরের চাল তৈরি করার জন্য প্রথমে আঠা লাগিয়েছি। এরপর আঠার উপর কাঠিগুলো লাগিয়েছি।



🏘️ধাপ-৪🏘️

IMG20220112072020.jpg
Device-OPPO-A15
IMG20220112072524.jpg
Device-OPPO-A15



এভাবে আমি ধিরে ধিরে কুঁড়েঘরের চালের সম্পূর্ণ অংশে ম্যাচের কাঠি লাগিয়েছি। কাঠি দিয়ে ঘরের চাল তৈরি দেখতে সুন্দর হয়েছে।



🏘️ধাপ-৫🏘️

IMG20220112072627.jpg
Device-OPPO-A15
IMG20220112073046.jpg
Device-OPPO-A15
IMG20220112073517.jpg
Device-OPPO-A15



এবার আমি অন্য একটি করে কুঁড়েঘরের চালে আঠা লাগিয়েছি এবং ঘর তৈরি করার জন্য ম্যাচের কাঠি গুলো আঠার উপর লাগিয়েছি।



🏘️ধাপ-৬🏘️

IMG20220112073732.jpg
Device-OPPO-A15
IMG20220112074247.jpg
Device-OPPO-A15
IMG20220112074521.jpg
Device-OPPO-A15



এবার আমি ধীরে ধীরে চালের অংশে ম্যাচের কাঠি লাগিয়েছি। এভাবে আমি সুন্দর করে কুঁড়েঘর তৈরি করেছি।



🏘️ধাপ-৭🏘️

IMG20220112074646.jpg
Device-OPPO-A15
IMG20220112075213.jpg
Device-OPPO-A15



এবার ম্যাচের কাঠি দিয়ে গাছ তৈরি করার জন্য প্রথমে গাছের নিচের অংশে আঠা লাগিয়েছি। এরপর আঠার উপর ম্যাচের কাঠি গুলো লাগিয়েছি।



🏘️ধাপ-৮🏘️

IMG20220112075611.jpg
Device-OPPO-A15
IMG20220112075827.jpg
Device-OPPO-A15



এভাবে গাছ তৈরি করা হয়ে গেলে গাছের উপরের অংশের কিছু কাজ করেছি।



🏘️ধাপ-৯🏘️

IMG20220112080233.jpg
Device-OPPO-A15
IMG20220112080717.jpg
Device-OPPO-A15
IMG20220112081110.jpg
Device-OPPO-A15



এবার পাতা বসানোর জন্য ম্যাচের কাঠি নিয়েছি। পাতাগুলো সুন্দর করে বসানোর চেষ্টা করেছি।



🏘️ধাপ-১০🏘️

IMG20220112081559.jpg
Device-OPPO-A15
IMG20220112082830.jpg
Device-OPPO-A15



এভাবে আমি ধিরে ধিরে ম্যাচের কাঠি দিয়ে গাছের পাতা সুন্দর করে তৈরি করেছি। আমি সুন্দর করে এই নারিকেল গাছ তৈরি করার চেষ্টা করেছি। ম্যাচের কাঠি দিয়ে নারিকেল গাছ তৈরি করার ফলে দেখতে অনেক সুন্দর হয়েছে।



🏘️শেষ ধাপ🏘️

IMG20220112083302.jpg
Device-OPPO-A15
IMG20220112083650.jpg
Device-OPPO-A15



এবার আমি ধীরে ধীরে কুঁড়েঘরের উপরের অংশ সুন্দর করার জন্য তারা চিহ্ন অংকন করেছি। জন্য ম্যাচের কাঠি ব্যবহার করেছি। এর ফলে আমার তৈরি ওয়ালমেটটি দেখতে আরো সুন্দর হয়েছে। এভাবেই আমি সম্পূর্ণ ওয়ালমেট এর কাজ শেষ করেছি।



🏘️উপস্থাপনা:🏘️

IMG20220112083812.jpg
Device-OPPO-A15



ম্যাচের কাঠি দিয়ে কুঁড়েঘর ও একটি গাছের ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি। আমি চেষ্টা করেছি আমার তৈরি ওয়ালমেটটি সুন্দর করে তৈরি করার। আশা করছি ম্যাচের কাঠি দিয়ে কুঁড়েঘর ও একটি গাছের ওয়ালমেট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমার এই ওয়ালমেটটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।



ধন্যবাদ সকলকে।

Sort:  
 3 years ago 
  • ম্যাচের কাঠি দিয়ে সুন্দর একটি কুঁড়েঘর তৈরি করলেন। সত্যিই অসাধারণ আপনি খুবই সুন্দরভাবে এবং দক্ষতার সাথে এই এটি তৈরি করলেন। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

আপু আপনার প্রশংসা না করে পারলাম না অনেক সুন্দর ভাবে ম্যাচের কাঠি দিয়ে কুঁড়েঘর ও এটি গাছের ওয়ালমেট তৈরি করেছেন৷ সত্যি অসাধারণ হয়েছে আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

মেজের কাঠি দিয়ে খুব সুন্দর একটি কুঁড়েঘর তৈরি করেছেন। আমার কাছে ভালো লেগেছে। আপডেট তৈরীর চেষ্টা অনেক ভাল ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ম্যাচের কাঠই দিয়ে দারুন একটি ইউনিক ডাই করেছেন।ওয়ালমেট টা দারুন হয়েছে নিখুত ভাবে করেছেন প্রতিটা ধাপ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার তৈরি ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো ভাইয়া। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আমার কাছে মনে হয় এই ধরনের কাজ গুলো বেশ কঠিন এবং খাটনিও করতে হয় অনেক। দেখতে অবশ্য অন্য সব কিছুকে পিছনে ফেলে দেয়। আপনার চেষ্টা অনেক ভালো ছিল দিদি। বেশ ভালো লাগছে দেখতে।

 3 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন ম্যাচের কাঠি দিয়ে ওয়ালমেট তৈরি করা সত্যিই অনেক কঠিন কাজ। আমার তৈরি ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো আপু। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 😍😍

 3 years ago 

ওয়াও আপু আপনি খুব সুন্দর কুড়ে ঘর বানিয়েছেন।দেখে খুবই সুন্দর লাগছে আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বাহ ম্যাচের কাঠি দিয়ে অনেক সুন্দর কুঁড়েঘর ও গাছ তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে। ম্যাচের কাঠি দিয়ে আরো কত যে কি বানাজায় তা আমি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে দেখতেছি। ধন্যবাদ আপনাকে আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া ম্যাচের কাঠি দিয়ে অনেক কিছু বানানো যায়। আমি চেষ্টা করেছি ম্যাচের কাঠি দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ওয়াও আপু,ম্যাচের কাঠি দিয়ে কুড়ে ঘরে এবং গাছের ওয়ালমেট তৈরি করেছেন সত্যিই অনেক অসাধারণ হয়েছে।ম্যাচের কাঠি দিয়ে কুড়ের ঘর এবং গাছ তৈরি করতে আপনার অনেকটা সময় লেগেছে আপনার ওয়ালমেট দেখেই বোঝা যাচ্ছে।ম্যাচের কাঠি দিয়ে ওয়ালমেট তৈরি করা প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মেসের কাঠি দিয়ে ঘর তৈরি আমার খুব ভালো লেগেছে।আপনি খুব সুন্দর ভাবে ঘরটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ হব। এভাবেই প্রতিদিন প্রতিনিয়ত আপনার আলো ছড়িয়ে পড়ুক আমাদের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভালোবাসা নিবেন।

 3 years ago 

ম্যাচের কাঠি দিয়ে কুড়ে ঘর ও গাছের ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে ।প্রত্যেকটা ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56796.26
ETH 2497.29
USDT 1.00
SBD 2.23