DIY Event - এসো নিজে করি:💃 নষ্ট বাল্ব ও রঙিন কাগজ দিয়ে সুন্দর "পুতুল" তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি সুন্দর "পুতুল" নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আমার বাসায় পড়ে থাকা নষ্ট বাল্ব ও রঙিন কাগজ দিয়ে সুন্দর পুতুলটি তৈরি করেছি। অব্যবহৃত জিনিস বা ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই আজ আমি আমার বাসায় থাকা নষ্ট বাল্ব কাজে লাগিয়ে সুন্দর একটি "পুতুল" তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করছি।



💃নষ্ট বাল্ব ও রঙিন কাগজ দিয়ে "পুতুল" তৈরি:💃

IMG20211011163113.jpg
Device-OPPO-A15
IMG20211011163334.jpg
Device-OPPO-A15



আমি আজ একটি সুন্দর "পুতুল" তৈরি করেছি। মানুষ তার কর্মদক্ষতা ও সৃজনশীল মনোভাবের কারণে পৃথিবীতে শ্রেষ্ঠ। আমরা আমাদের অব্যবহৃত জিনিসপত্র সচরাচর ফেলে দেই। তবে এই অব্যবহৃত বা নষ্ট জিনিস দিয়ে সুন্দর সুন্দর শোপিস তৈরি করা যায় তা আমরা কখনও চিন্তাই করতে পারিনা। আমাদের বাসার আনাচে কানাচে পড়ে থাকা অব্যবহৃত জিনিসপত্র নতুন করে সাজিয়ে তুলতে আজ আমি একটি নষ্ট বাল্ব দিয়ে সুন্দর একটি "পুতুল" তৈরি করার চেষ্টা করেছি। এই পুতুলটিকে সাজিয়ে তুলতে আমি রঙিন কাগজের ব্যবহার করেছি।



💃"পুতুল" তৈরি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:💃

১. নষ্ট বাল্ব
২. রঙিন কাগজ
৩. আঠা
৪. কাঁচি
৫. সাদা কাগজ
৬. শক্ত মোটা কাগজ
৭. কলম

IMG20211011151744.jpg
Device-OPPO-A15



💃"পুতুল" তৈরির ধাপসমূহ:💃



💃ধাপ-১💃

IMG20211011151827.jpg
Device-OPPO-A15
IMG20211011151904.jpg
Device-OPPO-A15



প্রথমে আমি একটি নষ্ট বাল্ব নিয়েছি। এরপর আমি বাল্ব এর উপরের অংশ ও নিচের অংশ আলাদা করেছি। আমি যেহেতু পুতুলের নিচের অংশ আগে তৈরি করবো তাই আমি নষ্ট বাল্ব এর নিচের অংশ নিয়েছি।



💃ধাপ-২💃

IMG20211011151924.jpg
Device-OPPO-A15



এবার আমি বাল্ব এর উপরের অংশের লোহা খুলে নিয়েছি।



💃ধাপ-৩💃

IMG20211011152326.jpg
Device-OPPO-A15
IMG20211011152511.jpg
Device-OPPO-A15
IMG20211011153429.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার সুন্দর "পুতুল" তৈরি করার জন্য বাল্ব এর নিচের অংশে সাদা কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে মুড়িয়ে নিয়েছি। এখানে আমি আঠার ব্যবহার করেছি।



💃ধাপ-৪💃

IMG20211011153809.jpg
Device-OPPO-A15
IMG20211011153900.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার পুতুলটি সুন্দর করে সাজানোর জন্য রঙিন কাগজের ব্যবহার করেছি। প্রথমে আমি রঙিন কাগজ লম্বা হবে কেটে নিয়েছি। এরপর আমি উপরের ছবির মত করে কাগজ চিকন করে কেটে নিয়েছি।



💃ধাপ-৫💃

IMG20211011154016.jpg
Device-OPPO-A15
IMG20211011154438.jpg
Device-OPPO-A15
IMG20211011154624.jpg
Device-OPPO-A15



এভাবে আমি বেশ কিছু কাগজ কেটে নিয়েছি। এরপর আমি সাদা কাগজের উপর এই রঙিন সুন্দর কাগজগুলো লাগানোর জন্য কাগজের সাথে আঠা লাগিয়েছি।



💃ধাপ-৬💃

IMG20211011154649.jpg
Device-OPPO-A15
IMG20211011154834.jpg
Device-OPPO-A15
IMG20211011155313.jpg
Device-OPPO-A15



এরপর সম্পূর্ণ অংশে রঙিন কাগজ আঠার সাহায্যে লাগিয়েছি। আপনারা উপরের ছবিগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজগুলো করেছি।



💃ধাপ-৭💃

IMG20211011155635.jpg
Device-OPPO-A15
IMG20211011155751.jpg
Device-OPPO-A15
IMG20211011160237.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার সুন্দর পুতুলের উপরের অংশ তৈরি করার জন্য একটি মোটা ও শক্ত কাগজ নিয়েছি। এরপর কলম দিয়ে দাগিয়ে মুখ ও হাতের আকৃতি তৈরি করে নিয়েছি। এরপর আমি কাঁচি দিয়ে সম্পূর্ণ অংশ কেটে নিয়েছি।



💃ধাপ-৮💃

IMG20211011160310.jpg
Device-OPPO-A15
IMG20211011160610.jpg
Device-OPPO-A15
IMG20211011160719.jpg
Device-OPPO-A15



এবার আমি সামনের অংশে সুন্দর করে তোলার জন্য পুতুলের জামা তৈরি করার চেষ্টা করেছি। এরপর আমি আঠার সাহায্যে পুতুলের গায়ে জামা লাগিয়ে দিয়েছি।



💃ধাপ-৯💃

IMG20211011160810.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার তৈরি পুতুলের দুইটা আলাদা অংশ একত্রে জোড়া লাগিয়েছি। আমি খুব সাবধানতার সাথে আঠা ব্যবহার করে এই কাজটি করেছি।



💃ধাপ-১০💃

IMG20211011161013.jpg
Device-OPPO-A15
IMG20211011161153.jpg
Device-OPPO-A15



আমার তৈরি এই পুতুলকে আরো সুন্দর করে তোলার জন্য এবার আমি নষ্ট বাল্ব এর উপরের অংশ দিয়ে ছাতা তৈরি করার চেষ্টা করেছি। ছাতার চারপাশ সুন্দর করে তোলার জন্য আমি রঙিন কাগজ লাগিয়েছি।



💃ধাপ-১১💃

IMG20211011161437.jpg
Device-OPPO-A15
IMG20211011161533.jpg
Device-OPPO-A15



এবার আমি ছাতার পাইপ তৈরি করার জন্য প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি। এরপর ধীরে ধীরে কাগজের উপরের অংশ থেকে মুড়িয়ে লম্বা পাইপ তৈরি করেছি। পাইপের শেষ অংশে আঠা লাগিয়েছি। এর ফলে পাইপ খুলে যাবে না।



💃ধাপ-১২💃

IMG20211011161641.jpg
Device-OPPO-A15
IMG20211011161845.jpg
Device-OPPO-A15



এবার আমি খুব সাবধানতার সাথে পাইপটি আমার তৈরি ছাতার মধ্যে লাগিয়ে নিয়েছি। একদম মাঝের অংশে আমি পাইপটি লাগিয়েছি।



💃শেষ ধাপ💃

IMG20211011162558.jpg
Device-OPPO-A15



এরপর এই সুন্দর ছাতাটি আমার তৈরি পুতুলের উপর দিয়েছি। পুতুলের মাথার উপরে সুন্দর ছাতাটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি আমার নষ্ট বাল্ব দিয়ে সুন্দর "পুতুল" তৈরির কাজ শেষ করেছি।



💃উপস্থাপনা:💃

IMG20211011163927.jpg
Device-OPPO-A15
IMG20211011173404.jpg
Device-OPPO-A15



খুব সুন্দর ভাবে আমি নষ্ট বাল্ব দিয়ে একটি সুন্দর "পুতুল" তৈরি করেছি। আমার পুতুলকে সুন্দর করে তোলার জন্য রঙিন কাগজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি নষ্ট বাল্ব ও রঙিন কাগজের ব্যবহারের ফলে খুব দক্ষতার সাথে সুন্দর পুতুল তৈরি করতে সক্ষম হয়েছি। আশা করি আমার তৈরি সুন্দর "পুতুল" আপনাদের অনেক ভালো লেগেছে।



❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 3 years ago 

ওয়াও আপু আপনি তো খুব অসাধারণ একটি জিনিস তৈরি করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার পুতুলটি। নষ্ট বাল্ব এবং কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি পুতুল তৈরি করেছেন যা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল

মনির আপু আমি আপনার প্রত্যেকটি কাজ দেখেছি সবগুলোই অসাধারণ হয়। এটাও তার ব্যতিক্রম হয়নি অনেক শুভকামনা রইল আপনার জন্য এভাবেই এগিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি। আমার পোস্ট গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।

 3 years ago 

আপু আপনি তো একেবারে ইউনিক কিছু তৈরি করলেন আজকে।
এর আগে এমন আর দেখিনি কখনো। জাস্ট অসাধারণ হয়েছে অনেক।
অনেক বেশি সুন্দর লাগছে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে নষ্ট বাল্ব দিয়ে পুতুল তৈরি করেছেন। সত্যি বলতে অসাধারণ ছিল আপনার তৈরি পুতুল। আমরা না জেনে আমাদের ঘরের অনেক পুরান আসবাবপত্র ফেলে দেই কিন্তু আমরা চাইলে সেগুলো কাজে লাগাতে পারি। আপনি অনেক সুন্দর করে ধাপ আকারে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন দেখিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

নষ্ট বাল্ব ও রঙিন কাগজ দিয়ে সুন্দর পুতুল তৈরি একটি পুতুল তৈরি করেছেন। আপনার সৃজনশীলতার প্রশংসা করতে হয়। সুন্দর করে ধাপে ধাপে পোস্ট সম্পর্কে উপস্থাপনা করেছেন। শুভকামনা আপু।

 3 years ago 

ওরে কি বুুদ্ধি রে!
এতো বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে আপু, মাঝে মাঝে আমাদেরও কিছু ধার দিয়েন, হি হি হি

পুরাতন বাল্প দিয়ে এতো সুন্দর কিছু তৈরী করা যায় সেটা আগে চিন্তা করি নাই। সত্যি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এই সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার ভালো লেগেছে এটা জেনে অনেক খুশী হলাম ভাইয়া। আপনাদের ভাল লাগাই আমার পরিশ্রম সার্থক করে।

 3 years ago 

পুরাতন বাল্ব দিয়ে এত সুন্দর একটি পুতুল তৈরি করা যায় আমি কখনো চিন্তা করিনি। আপনার পোষ্টের মধ্যে নতুনত্ব রয়েছে। অব্যবহৃত কোন পুরাতন জিনিস দিয়ে সুন্দর সুন্দর শোপিস তৈরি করা যায় এটা আপনার পোস্ট দেখলেই বোঝা যায়। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি জিনিস তৈরি করেছেন আপু। পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস তৈরি করা যায় এটি আপনার পোষ্টের মাধ্যমে খুব সহজেই বোঝা গিয়েছে। অনেক ইউনিক একটি জিনিস তৈরি করেছেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

চমৎকার একটি জিনিস বানিয়েছেন আপু। চমৎকার একটি সৃজনশীল কাজ। পুতুল এবং তার ছাতা দুটোই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও আপু!! আপনার ক্রিয়েটিভিটি দেখে অবাক হয়ে গেলাম। বাল্বের সাহায্যে কি সুন্দর করে বানিয়ে ফেলেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64544.47
ETH 3417.27
USDT 1.00
SBD 2.48