রেসিপি-চিকেন ও সবজির মিক্স খিচুড়ি|[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কয়েকদিন থেকে অসুস্থতার কারণে কোন কিছুই তৈরি করার সময় পাচ্ছিলাম না। কিংবা হয়ে উঠছিল না। আসলে এক হাতে কাজ করা আর এক হাতে ছবি তোলা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। তাই তো বেশ কিছুদিন থেকে কাজের গতি হারিয়ে ফেলেছিলাম এবং সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছিল। তবুও আজকে অনেক কষ্ট করে হলেও এই রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। চিকেন খিচুড়ি কিংবা সবজি খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করেন। আর যদি একসাথে মিলেমিশে মজার কোন কিছু তৈরি হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। তাই তো আজকে আমি চিকেন ও সবজির মিক্স খিচুড়ি রেসিপি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


চিকেন ও সবজির মিক্স খিচুড়ি:

IMG_20230219_195039.jpg
Device-OPPO-A15


খিচুড়ি আমার খুবই প্রিয়। মাঝেমাঝেই খিচুড়ি রান্না করা হয়। তাই আজকে মন চাইলো চিকেন খিচুড়ি করতে। এরপর হঠাৎ করে মনে হল সাথে যদি বিভিন্ন প্রকারের সবজি দেওয়া হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। তাই চিকেন ও সবজির মিক্স খিচুড়ি রেসিপি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। চিকেন ও সবজির মিক্স খিচুড়ি খেতে বেশ ভালো হয়েছিল। গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আপনারা যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা হয়তো বুঝতে পারবেন এই খিচুড়ি খেতে কতটা মজার হয়। আমি মাঝে মাঝেই বাসায় এভাবে খিচুড়ি রান্না করি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
চিকেন১০০ গ্রাম
সবজি২০০ গ্রাম
মসুর ডাল১৫০ গ্রাম
চাল৩০০ গ্রাম
ধনিয়া পাতাপরিমান মত
পেঁয়াজ কুচি২ চামচ
রসুন বাটা১/২ চামচ
জিরা বাটা১/২ চামচ
গরম মসলা বাটা১/২ চামচ
জিরা বাটা১/২ চামচ
কাঁচা মরিচপরিমান মত
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৪চামচ

IMG20230219131246.jpg

IMG20230219133042.jpg

IMG20230219133110.jpg

IMG20230219133342.jpg


চিকেন ও সবজির মিক্স খিচুড়ি রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20230219134342.jpg

IMG20230219134418.jpg


চিকেন ও সবজির মিক্স খিচুড়ি রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর তেল গরম হলে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়েছি।


ধাপ-২

IMG20230219134512.jpg

IMG20230219134655.jpg


এবার পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজ ও কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছি।


ধাপ-৩

IMG20230219134754.jpg

IMG20230219134826.jpg


এরপর এর মধ্যে হলুদের গুঁড়া, লবণ, জিরা বাটা, গরম মসলা বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়েছি। এরপর নাড়াচাড়া করেছি।


ধাপ-৪

IMG20230219134902.jpg

IMG20230219134917.jpg


এবার এর মধ্যে ছোট ছোট পিস করে কেটে রাখা চিকেন গুলো দিয়েছি। যাতে করে চিকেন গুলো ভালোভাবে ভাজা হয়।


ধাপ-৫

IMG20230219134942.jpg

IMG20230219135550.jpg


এবার চামচ দিয়ে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে চিকেন গুলো মসলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। যাতে লাল লাল হয় এবং খেতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230219135629.jpg

IMG20230219135702.jpg


চিকেন গুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে চাল এবং ডাল দিয়েছি।


ধাপ-৭

IMG20230219135738.jpg

IMG20230219135755.jpg


এবার এর মধ্যে বিভিন্ন প্রকারের সবজিগুলো দিয়েছি। সবজিগুলো আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। Qএবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করার জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করেছি।


ধাপ-৮

IMG20230219140145.jpg

IMG20230219140214.jpg


এবার আরো কিছুক্ষণ সময় চামচ দিয়ে নাড়াচাড়া করার পর যখন খিচুড়ির উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে ভাজা হয়েছে তখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়েছি। পানি আগেই গরম করে নিয়েছিলাম।


ধাপ-৯

IMG20230219140317.jpg

IMG20230219140507.jpg


এবার পরিমাণ অনুযায়ী ধনিয়া পাতা দিয়েছি এবং কয়েক টুকরো কাঁচা মরিচ দিয়েছি। যাতে করে খেতে ভালো লাগে।এবার খিচুড়ি রান্না করার জন্য সবগুলো উপকরণ নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।


শেষ ধাপ

IMG_20230219_200246.jpg


এভাবে আরো কিছুক্ষণ রান্না করার পর খিচুড়ি তৈরি হয়েছে।


উপস্থাপনা:

IMG_20230219_200429.jpg
Device-OPPO-A15


চিকেন সবজির এই মজার খিচুড়ি রেসিপি তৈরি হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করে নিয়েছি। গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লেগেছিল। বিশেষ করে বিভিন্ন প্রকারের সবজি দেওয়াতে খেতে আরো বেশি মজা হয়েছিল। তাইতো আমি এই মজার রেসিপি তৈরীর সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

আপু এত মজাদার রেসিপি তৈরি করে একা একা খেয়েছেন এটা কি ঠিক হলো। একবার তো আমাদের দাওয়াত দিতে পারতেন। এভাবে চিকেন ও সবজির মিক্স খিচুড়ি খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার খিচুড়ি দেখে বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপু আমি একাই কোথায় খেলাম। আপনাদের মাঝেও তো শেয়ার করে নিলাম। আমি না হয় বাস্তবে খেয়েছি আর আপনাদের না হয় ফটোগ্রাফি গুলো পাঠিয়েছি। যাইহোক একদিন সত্যি সত্যি সবাইকে বাসায় দাওয়াত করে খাওয়াবো। যদি কোনদিন সুযোগ হয়।

 last year 

হুম জানি আপনি গত কয়েকদিন ধরে অসুস্থ ৷ যা হোক আশা করা যায় ৷ এখন অনেক সুস্থ আছেন ৷ যা হোক আজকে অনেক সুন্দর আর লোভনীয় একটি রেসিপি শেয়ার করলেন ৷ খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে না ৷ আপনি আবার চিকেন দিয়ে করেছেন ৷
সর্বোপরি আমি শুধু দেখছিলাম ৷ অনেক ভালো লাগলো আপু৷

 last year 

জ্বী ভাইয়া গত কয়েকদিন থেকেই আমি অসুস্থ। তবে আগের তুলনায় অনেকটা ভালো আছি। কিন্তু নিজের কাজগুলো এলোমেলো হয়ে গিয়েছে। কোন কাজ রেডি করা নেই। তবুও চেষ্টা করেছি এই খিচুড়ি রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

আপু আপনার সুস্হতা কামনা করছি।আসলে আপু খিচুড়ি আমার অনেক প্রিয়। তবে খিচুড়ি যদি হয় চিকেন ও সবজির মিক্স খিচুড়ি তাহলে তো কোন কথায় নেই। আপনার খিচুড়ি দেখে লোভ লেগে গেল। যদি একটু খেতে পারতাম হা হা হা। কালারটা অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দোয়া করবেন আপু আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। যদিও আগের থেকে অনেকটা ভালো আছি। তবে আপনাদের দোয়ায় আশা করছি শীঘ্রই পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবো। যাই হোক চিকেন খিচুড়ি আপনার ভালো লেগেছে এবং সুন্দর ভাবে মতামত তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

চিকেন ও সবজি মিক্স খিচুড়ি আমার অনেক পছন্দ। রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। কালার টা খুব সুন্দর এসেছে। এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 last year 

চিকেন ও সবজির মিক্স খিচুড়ি আপনারও পছন্দের জেনে ভালো লাগলো আপু। এই খিচুড়ি আমারও খুবই প্রিয়। মাঝেমাঝে বাসায় তৈরি করা হয়। তাইতো আপনাদের মাঝে এই রেসিপি শেয়ার করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

দেখেই তো লোভ সামলাতে পারছি না আপু অনেক মজার এবং লোভনীয় একটি চিকেন ও সবজি মিক্স খিচুড়ি রান্না করেছেন। মাঝে মাঝে এমন মজাদার কোন কিছু রান্না করলে আমাদের তো দাওয়াত দিতে পারেন। আপনার জন্য অনেক দোয়া রইল খুব তাড়াতাড়ি যেন আপনার হাত ভালো হয়ে যায়। অসুস্থতার মাঝেও খুব সুন্দর এবং মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন কষ্ট করে তৈরি করেছেন অনেক ধন্যবাদ।

 last year 

আমার তৈরি করা এই রেসিপি দেখে আপনি লোভ সামলাতে পারছেন না জেনে ভালো লাগলো আপু। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কোন একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আর আমি কোনদিন তৈরি করলে আপনাকে অবশ্যই দাওয়াত করব আপু। ধন্যবাদ আপু আমার সুস্থতা কামনা করার জন্য।

 last year 

মজাদার এবং লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন আপু। খিচুড়ি দেখলে তো জিহ্বা দিয়ে পানি চলে আসে । আমার অনেক পছন্দের একটা রেসিপি হচ্ছে খিচুড়ি।আর সবজি দিয়ে খিচুড়ি খেতে আরো বেশি মজা লাগে।আর সবজি সাথে চিকেন দেওয়ার কারনে মজাটা একটু বেশি ভালো হয়েছে মনে হচ্ছে। রান্নার প্রসেস থেকে শুরু করে সবকিছুই পারফেক্ট ছিল আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপনার যেহেতু খিচুড়ি দেখে জিভে জল চলে এসেছে তাই এভাবে একদিন খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন ভাইয়া। সবজি এবং চিকেন দিলে খিচুড়ি খেতে আরো বেশি ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 last year 

অসুস্থ থাকলে আমাদের কোন কিছুই তেমন একটা ভালো লাগে না সবকিছুই কেমন যেন একটা পানশে পাংশে লাগে। আবার রেসিপি তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়ে পড়ে এক হাতে রান্না আর এক হাতে ফটোগ্রাফি করা খুবই কষ্টের কাজ। অবশেষে আপনি চিকেন ও সবজির মিক্সড খিচুড়ি রেসিপি শেয়ার করেছেন, রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া অসুস্থ থাকলে কোন কিছুই ভালো লাগে না এবং নিজের কাজগুলো করতে ইচ্ছে করেনা। তবুও চেষ্টা করেছি এই রেসিপি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য। আর এক হাতে রান্না করা এবং ফটোগ্রাফি করা খুবই কষ্টের কাজ ছিল। যেহেতু হাতের সমস্যা হয়েছে তাই তো ফটোগ্রাফি করতে বেশি সমস্যার মধ্যে পড়েছিলাম।

 last year 

খিচুড়ি আমারও খুবই প্রিয়। আপনি চিকেন ও সবজির মিক্সড খিচুড়ি তৈরি করেছেন, এই খিচুড়ি রেসিপিটি জাস্ট অসাধারণ হয়েছে। এভাবে করে চিকেন এবং সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ির স্বাদ আরো অনেক বেশি বেড়ে যায়। সবজিতে ফুলকপি, গাজর ও টমেটো খিচুড়িতে দিলে এটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

খিচুড়ি আপনার প্রিয় জেনে ভালো লাগলো। বিভিন্ন প্রকারের সবজির মিশ্রণে এবং মুরগির মাংসের মিশ্রণে খিচুড়ি খেতে সত্যি ভালো লাগে। আমি বিভিন্ন প্রকারের সবজি দিয়ে এই মজার খিচুড়ি তৈরি করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 last year 

খিচুড়ি আমি খুব পছন্দ করি। নরমাল খিচুড়ি খেতেই খুব মজা হয়,আর আপনি খিচুড়ি মুরগি ও সবজি দিয়ে রান্না করেছেন,খেতে আরো বেশি মজার হয়েছে।রেসিপিটি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি খিচুড়ি খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। খিচুড়ি খেতে আমিও পছন্দ করি। তবে সবজি খিচুড়ি আমার বেশি ভালো লাগে। আর সাথে যদি মুরগির মাংস দেওয়া হয় তাহলে খেতে আরো বেশি মজার হয়। তাই তো এই রেসিপি শেয়ার করলাম।

 last year 

খিচুড়ি আমারও পছন্দের খাবার। আমিও মাঝেমধ্যেই খিচুড়ি রান্না করে থাকি। আমি গতকালও রান্না করেছিলাম এবং শেয়ার করেছিলাম। আপনার খিচুড়িটা দেখতে খুবই লোভনীয় লাগছে। আর এরকম চিকেন এবং মিক্সড সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে সেটার স্বাদ আরো দ্বিগুণ হয়। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপু।

 last year 

আপু আপনার তৈরি করা খিচুড়ির রেসিপি আমি দেখেছিলাম। দারুন ছিল। আপনিও খুব ভালো রান্না করেন। যাই হোক আমিও চেষ্টা করেছি খিচুড়ি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু মতামত প্রকাশের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64573.45
ETH 3441.06
USDT 1.00
SBD 2.51