Diy-কাগজ দিয়ে মুলা তৈরি❤️||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি কাগজ দিয়ে মুলা তৈরীর পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি কাগজ দিয়ে তৈরি মুলা আপনাদের সকলের কাছে ভালো লাগবে।


❤️কাগজ দিয়ে মুলা তৈরি:❤️

IMG_20220118_161750.jpg
Device-OPPO-A15
IMG20220118153812.jpg
Device-OPPO-A15


সাদা কাগজ ও বিভিন্ন রঙের কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আজ হঠাৎ করে আমার মাথায় একটি নতুন আইডিয়া এলো এবং আমি সেই অনুযায়ী কাগজ দিয়ে মুলা তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমি আমার নতুন নতুন আইডিয়া থেকে নতুন কিছু তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। জানিনা আমার তৈরি ক্রাফট আপনাদের কাছে কেমন লেগেছে তবে এই ক্রাফটটি তৈরি করতে আমার বেশ কিছু সময় লেগেছে। কারণ আমি চেষ্টা করেছি আমার তৈরি করা মুলা গুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য। যাতে করে সকলে দেখেই বুঝতে পারে আমি সুন্দর করে মুলা তৈরি করেছি। আশা করছি আমার তৈরি করা এই ক্রাফট সকলের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. পেন্সিল।
৫. কাঁচি।

IMG20220118144653.jpg
Device-OPPO-A15


❤️কাগজ দিয়ে মুলা তৈরির ধাপসমূহ:❤️


❤️ধাপ-১❤️

IMG20220118144823.jpg
Device-OPPO-A15
IMG20220118144931.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে মুলা তৈরি করার জন্য প্রথমে আমি সাদা কাগজ নিয়েছি। এরপর আমি সাদা কাগজ মুলার আকৃতি অনুযায়ী ভাঁজ করে নিয়েছি।


❤️ধাপ-২❤️

IMG20220118145154.jpg
Device-OPPO-A15
IMG20220118145249.jpg
Device-OPPO-A15
IMG20220118145401.jpg
Device-OPPO-A15


কাগজটি মুলার আকৃতি অনুযায়ী ভাঁজ করা হয়ে গেলে এরপর আমি কাগজটি আঠা দিয়ে আটকে দিয়েছি। কাগজটি দেখতে অনেকটাই মুলার আকৃতির মতো তৈরি হয়েছে।


❤️ধাপ-৩❤️

IMG20220118145445.jpg
Device-OPPO-A15
IMG20220118145713.jpg
Device-OPPO-A15


মুলার পাতা তৈরি করার জন্য সবুজ রঙের কাগজ কেটে নিয়েছি। এরপর আমি এই সবুজ কাগজ দিয়ে পাতা তৈরি করার জন্য কাগজটি প্রস্তুত করেছি। আমার তৈরি করা মুলা দেখতে আরও আকর্ষণীয় করে তোলার জন্য সুন্দর করে সবুজ কাগজ কেটে নিয়েছি।


❤️ধাপ-৪❤️

IMG20220118145804.jpg
Device-OPPO-A15
IMG20220118145929.jpg
Device-OPPO-A15


এবার আমি ধীরে ধীরে সবুজ রঙের পাতা তৈরি করার জন্য সবুজ রঙের কাগজটি চিকন করে কেটে নিয়েছি।


❤️ধাপ-৫❤️

IMG20220118150215.jpg
Device-OPPO-A15
IMG20220118150255.jpg
Device-OPPO-A15


চিকন করে কেটে রাখা সবুজ কাগজ গুলো দিয়ে মুলার পাতা তৈরি করার জন্য প্রথমে কাগজগুলো ভাঁজ করেছি। উপরের ছবি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাগজ গুলো ভাঁজ করেছি।


❤️ধাপ-৬❤️

IMG20220118150408.jpg
Device-OPPO-A15
IMG20220118150439.jpg
Device-OPPO-A15


এবার আমি সবুজ কাগজের পাতা তৈরি করেছি। আমি চেষ্টা করেছি আমার তৈরি পাতাগুলো সুন্দর করার জন্য।


❤️ধাপ-৭❤️

IMG20220118150544.jpg
Device-OPPO-A15
IMG20220118150917.jpg
Device-OPPO-A15
IMG20220118150948.jpg
Device-OPPO-A15


এবার আমি মুলার উপরের অংশের পাতা তৈরি করার জন্য প্রথমে সবুজ কাগজের মধ্যে আঠা লাগিয়েছি। এরপর আমি সবুজ কাগজ দিয়ে তৈরি পাতাগুলো মুলার সাথে লাগিয়েছি। মুলার উপরের অংশে পাতা লাগানোর ফলে আমার তৈরি করা কাগজের মুলাটি দেখতে অনেক সুন্দর হয়েছে।


❤️ধাপ-৮❤️

IMG20220118151100.jpg
Device-OPPO-A15
IMG20220118151229.jpg
Device-OPPO-A15


মুলার গায়ে ছোট ছোট শিকল অংকন করার চেষ্টা করেছি এবং পেন্সিল স্কেচ করে মুলার গায়ে মাটি তৈরী করার চেষ্টা করেছি।


❤️ধাপ-৯❤️

IMG20220118151320.jpg
Device-OPPO-A15
IMG20220118151428.jpg
Device-OPPO-A15


এবার আমি আরেকটি মুলা পিস পিস করে কাটা রয়েছে এরকম একটি চিত্র তৈরি করার জন্য প্রথমে একটি মুলার চিত্র অংকন করেছি। এরপর পিস পিস করে কেটে রাখা মুলা তৈরি করার জন্য আমি সাদা কাগজ নিয়েছি। এরপর সাদা কাগজ গুলো চিকন করে কেটে নিয়েছি।


❤️ধাপ-১০❤️

IMG20220118151659.jpg
Device-OPPO-A15
IMG20220118151729.jpg
Device-OPPO-A15


এবার মুলার টুকরার আকৃতি করে আমি সাদা কাগজ গুলো গোল করে আঠা লাগিয়েছি। সাদা কাগজ গুলো গোল করে আঠা লাগানোর ফলে দেখতে মূলার টুকরোর মতো হয়েছে।


❤️ধাপ-১১❤️

IMG20220118152335.jpg
Device-OPPO-A15
IMG20220118152611.jpg
Device-OPPO-A15


আমি কাগজ দিয়ে তৈরি করা মুলার টুকরা আঠা দিয়ে লাগিয়েছি। এভাবে আমি দাগ অনুযায়ী আমার তৈরি করা মুলার টুকরাগুলো দাগের উপর আঠা দিয়ে বসিয়েছি।


❤️ধাপ-১২❤️

IMG20220118152905.jpg
Device-OPPO-A15


এবার মুলার পাতা তৈরি করার জন্য পূর্বের পদ্ধতি অনুযায়ী উপরের অংশের পাতা তৈরি করেছি।


❤️ধাপ-১৩❤️

IMG20220118152958.jpg
Device-OPPO-A15
IMG20220118153133.jpg
Device-OPPO-A15


আমি পূর্বের পদ্ধতি অনুযায়ী মুলার পাতা তৈরি করার জন্য তৈরি করে রাখা পাতার অংশ ভাঁজ করেছি।


❤️শেষ ধাপ❤️

IMG20220118153201.jpg
Device-OPPO-A15
IMG20220118153320.jpg
Device-OPPO-A15


এবার আমি মুলার পাতাগুলো কেটে রাখা মুলার উপরের অংশে আঠা দিয়ে বসিয়েছি। আরো কিছু অংশের ছোট ছোট কাজগুলো শেষ করে আমি কাগজ দিয়ে মুলা তৈরীর কাজ পুরোপুরি ভাবে শেষ করেছি।


❤️উপস্থাপনা:❤️

IMG20220118154125.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে মুলা তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার তৈরি করা কাগজের মুলা সুন্দর করে উপস্থাপন করার জন্য আমি অনেকটা সময় নিয়ে কাগজ দিয়ে এই মুলা তৈরি করেছি। আমি জানিনা আমি কাগজের মুলা তৈরি করতে কতটা সক্ষম হয়েছি। তবে আমি চেষ্টা করেছি সাদা কাগজ ও রঙিন কাগজ দিয়ে মুলার আকৃতি তৈরি করার জন্য। এরপর আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আমার তৈরি করা কাগজের মুলা আপনাদের সকলের কাছে ভালো লাগবে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 
বাহ্!! এত সুন্দর করে আপনি কাগজ দিয়ে মুলা তৈরি করেছেন।আপনার কাগজের মুলাটি যেন সত্যি কারের মুলা মনে করেছিলাম।আমি। সত্যিই অসাধারণ কারুকাজ করেছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার জন্য। সেই সাথে ভালোবাসা অবিরাম♥♥
 3 years ago 

আমি চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে মুলা তৈরি করার জন্য। সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

♥♥

 3 years ago 

বাহ!!
দারুণ তো।।
আপনার বুদ্ধির তারিফ করতে হয়
মুলা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।।
ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।।

 3 years ago 

কাগজের তৈরি মুলা আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মুলা তৈরি অসাধারণ হয়েছে ।আপনার পোস্টটি আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে । ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা দিয়েছেন ।যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মুলা তৈরি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাহ দারুন চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন দেখছি ।অনেক সুন্দর হয়েছে আপনার কাগজ দিয়ে মুলা তৈরি। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার তৈরীর দৃশ্যপট। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার কাগজ দিয়ে মুলা তৈরির বিষয়টি আমার অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে মুলা তৈরির প্রকিয়াগুলো ধাপে ধাপে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আপু আপনি কাগজ দিয়ে খুব সুন্দর মুলা তৈরি করেছেন। একেবারে সত্যি কারের মুলার মতই দেখাচ্ছে। কাগজের মুলা তৈরীর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে মুলা তৈরীর পদ্ধতি আপনার কাছে ভালো লেগেছে এবং উপস্থাপন ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

দিদি এই থিম টা দারুন ছিল কিন্তু 😀। আমার তো বেশ মজা লাগছে। এমন মূলা আমি আগে কখনো দেখি নি। হিহিহিহি,, খুব মজা করে বানিয়েছেন নিশ্চয়।

কাগজের তৈরি মুলা টি দেখতে বেশ ভালো লাগছে আপু। অনেক সুন্দর ভাবে আপনি এটি তৈরি করেছেন। বিশেষ করে কমলা রঙের ব্যাকগ্রাউন্ড এর উপরে এটি উপস্থাপনের কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62214.82
ETH 2429.20
USDT 1.00
SBD 2.68