পেইন্টিং-গোধূলি বেলার সৌন্দর্য পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটিতে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে। তবে আজকে কেন জানি বারবার ভুল করছিলাম। একটি পেইন্টিং সুন্দরভাবে প্রায় অর্ধেক করা হয়ে গিয়েছিল। শেষে এসে একদম ভুল করে ফেলেছিলাম। তাই বাধ্য হয়ে আবার নতুন করে পেইন্টিং করতে হয়েছে😔। যদিও খুব একটা ভালো হয়নি তবুও আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


গোধূলি বেলার সৌন্দর্য পেইন্টিং:

IMG_20230312_133430.jpg
Device-OPPO-A15


গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য দেখলে হৃদয় জুড়িয়ে যায়। আর সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি আমরা ততই মুগ্ধ হয়ে যাই। যদিও রং তুলিতে প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় গোধূলি বেলার সৌন্দর্য আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি এই পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230312123022.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230312130003.jpg
Device-OPPO-A15


গোধূলি বেলার সৌন্দর্য পেইন্টিং করার জন্য প্রথমে পেন্সিল দিয়ে হালকাভাবে এঁকে নিয়েছি। যাতে করে পেইন্টিং করতে সুবিধা হয়।


ধাপ-২

IMG20230312130037.jpg
Device-OPPO-A15
IMG20230312130124.jpg
Device-OPPO-A15


এবার এই পেইন্টিং এর সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলার জন্য হলুদ রঙের ব্যবহার করেছি। যাতে করে গোধূলি বেলার সৌন্দর্য ফুটে ওঠে এবং দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20230312130209.jpg
Device-OPPO-A15
IMG20230312130348.jpg
Device-OPPO-A15


এবার সমুদ্রের পানি গুলো সুন্দর করে অঙ্কন করার জন্য নীল রং দিয়েছি। নীল রং দেখতে ভালো লাগে। তাইতো নীল রঙের ব্যবহার করে সমুদ্রের সৌন্দর্য সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230312130455.jpg
Device-OPPO-A15
IMG20230312130629.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে এই পেইন্টিং করার জন্য কিছু অংশে কালো রঙের ব্যবহার করেছি। এরপর সূর্য অঙ্কন করার জন্য দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-৫

IMG20230312130729.jpg
Device-OPPO-A15
IMG20230312130910.jpg
Device-OPPO-A15


এবার সূর্যটি সুন্দরভাবে তৈরি করার জন্য এবং রক্তিম আভা ফুটিয়ে তোলার জন্য কমলা রঙের ব্যবহার করেছি। হলুদ রং এবং কমলা রঙের মিশ্রণে এই ভিন্ন ধরনের কালারটি করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20230312131119.jpg
Device-OPPO-A15
IMG20230312131144.jpg
Device-OPPO-A15


এবারে পেইন্টিং আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এবং দেখতে সুন্দর করার জন্য সমুদ্রের পাড়ে একটি ছাউনি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230312131234.jpg
Device-OPPO-A15
IMG20230312131305.jpg
Device-OPPO-A15


এবার কিছু অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নারিকেল গাছ অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230312131656.jpg
Device-OPPO-A15
IMG20230312131801.jpg
Device-OPPO-A15


নারিকেল গাছ গুলো সুন্দর করার জন্য পাতা দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20230312131656.jpg
Device-OPPO-A15
IMG20230312132200.jpg
Device-OPPO-A15


এবার আরেকটি নারিকেল গাছ অঙ্কন করেছি এবং সুন্দর করে পাতাগুলো তৈরি করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230312132241.jpg
Device-OPPO-A15
IMG_20230312_134836.jpg
Device-OPPO-A15


পেইন্টিং আরো বেশি সুন্দর করে তোলার জন্য আরো কিছু অংশে রঙের ব্যবহার করেছি এবং সুন্দর করে তোলার চেষ্টা করেছি। এভাবেই এই পেইন্টিং করেছি।


উপস্থাপনা:

IMG_20230312_134230.jpg
Device-OPPO-A15


প্রকৃতির সৌন্দর্য আমরা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য রংতুলির মাঝে ফুটিয়ে তুলতে ভালো লাগে। তাই তো আমি চেষ্টা করেছি রং তুলির মাধ্যমে গোধূলি বেলার সৌন্দর্য তুলে ধরার জন্য। পড়ন্ত বিকেলে যখন প্রকৃতি লাল রং ধারণ করে এবং সূর্য প্রায় অস্ত যায় সেই সময় প্রকৃতি দেখতে ভালো লাগে। আর সেই সময়টাতে সমুদ্রের পারের সৌন্দর্য আরো বেড়ে যায়। তাইতো আমি সমুদ্রের পাড়ের অপরূপ সৌন্দর্য এবং গোধূলি বেলার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

আপু অনেক সময় কাজে মনোযোগ না থাকলে এমন নষ্ট হয়ে যায়। আপনি হয়তো প্রথমবার পেইন্টিং করার সময় কোনো কিছু নিয়ে চিন্তিত ছিলেন। তবে যাই হোক আপনার পেইন্টিং কিন্তু বেশ সুন্দর হয়েছে। ঠিক বলেছেন আপু প্রকৃতির এমন মন ভুলানো সৌন্দর্য দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। হয়তো রং তুলি সেই দৃশ্য সম্পূর্ণ ভাবে তুলা যায় না তবে যতটুকু যায় ততটুকুই দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপনি অনেক সময় মনোযোগ না থাকলে পেইন্টিং একেবারে নষ্ট হয়ে যায়। আসলে মনোযোগের অভাবে হয়তো এমনটা হয়েছে। যাই হোক আবার চেষ্টা করেছি পেইন্টিং করার জন্য। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

পেইন্টিং দক্ষতার মাধ্যমে গোধূলি বিকেলের সৌন্দর্য চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। কালার কম্বিনেশন খুব চমৎকার ছিল এবং যথাযথ বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি গোধূলি বেলার সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার জন্য। কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করেছি বর্ণনা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

সত্যি আপু কালার কম্বিনেশন টা খুব চমৎকার লেগেছে আমার কাছে। ধন্যবাদ ফিডব্যাক দেয়ার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু গোধূলি বিকালে সৌন্দর্য আসলে উপভোগ করতে পারলে খুবই ভালো লাগে। আমি গোধূলি বিকেলের ফটোগ্রাফি করতেই খুব ভালোবাসি। এজন্য আমার ফটোগ্রাফির প্রত্যেকটা পর্বে গোধূলি বিকালের একটি ছবি রাখি। আপনার পেইন্টিং খুবই দারুণ লেগেছে আমার কাছে।

 2 years ago 

একদম ভাইয়া গোধূলি বেলার সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে। তাই তো গোধূলি বেলার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনার ফটোগ্রাফি কিন্তু দারুণ হয় ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গোধুলি বেলার সৌন্দর্য সত্যি ই খুব ভাল লাগে। আপনি খুব সুন্দর ভাবে রঙ তুলিতে সৌন্দর্যটিকে ফুটিয়ে তুলতে পেরেছেন।অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

গোধূলি বেলার সৌন্দর্য আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি রং তুলির ছোঁয়ায় সেই সৌন্দর্য তুলে ধরার জন্য। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

পেইন্টিং করতে আমারও খুব ভালো লাগে। যদিও সময়ের অভাবে এখন খুব একটা করা হয় না। আপনি খুব সুন্দর করে গোধূলি বিকেলের সৌন্দর্যটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পেইন্টিং এর মাধ্যমে। আপনার পেইন্টিংটি খুবই সুন্দর লাগছে দেখতে।

 2 years ago 

আপনি পেইন্টিং করতে ভালোবাসেন জেনে ভালো লাগলো। আসলে সময় হয়তো করে উঠতে পারেন না। তবে সময় পেলে পেইন্টিং করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অনেক ভালো লাগছে। আপনার মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গোধূলি বেলার সৌন্দর্য পেইন্টিং করেছেন। দেখতে খুব অসাধারণ লাগছে। আপনি প্রায়ই খুব সুন্দর সুন্দর পেইন্টিং করেন।যা আমার কাছে খুব ভালো লাগে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আমি মাঝে মাঝে চেষ্টা করি পেইন্টিং করার জন্য। আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। এভাবেই সব সময় মন্তব্য করে উৎসাহ দিবেন এই প্রত্যাশাই করি। আপনার জন্যও শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

গোধূলি বেলার সৌন্দর্যের পেইন্টিং দেখে তো চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল আপু। এককথায় অসাধারণ একটি পেইন্টিং করেছেন। দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনার পেইন্টিং এর দক্ষতা বেশ ভালো। অনেক ধন্যবাদ আপু, এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68228.03
ETH 2645.06
USDT 1.00
SBD 2.69