DIY- দাদার জন্য রাখি স্পেশাল কার্ড তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি ক্লে দিয়ে রাখি স্পেশাল কার্ড শেয়ার করতে যাচ্ছি। রাখি উৎসব মানেই ভাই বোনের সম্পর্ককে আরো বেশি মধুর করা। ভাইয়ের হাতে রাখি পরানো মানেই অন্য রকমের উৎসব। রাখির এই বিশেষ দিনে দাদার জন্য সুন্দর একটি কার্ড তৈরি করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
দাদার জন্য রাখি স্পেশাল কার্ড তৈরি
সেই শুরু থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত আছি। ইতোমধ্যে কয়েকটি রাখি উৎসব আমরা পালন করেছি। আমাদের সকলের প্রিয় @rme দাদাকে ভার্চুয়ালি রাখি পরিয়েছি। এবার যেহেতু দাদার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে তাই হয়তো আমরা এবার ভার্চুয়ালি রাখি পড়ানোর সুযোগ পাবো না। তবে দাদাকে রাখি উৎসবের শুভেচ্ছা জানাবো না তা কি করে হয়। তাই আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় দাদার জন্য সুন্দর একটি কার্ড তৈরি করেছি। জানিনা আমার তৈরি করা এই কার্ড দাদার কাছে কেমন লাগবে। তবে এই কার্ডটি আমি অনেক ভালোবাসা দিয়ে তৈরি করেছি। আশা করছি দাদার ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
২. ক্লে।
৩. কলম।
ধাপ সমূহ:
ধাপ-১
এই কার্ড তৈরি করার জন্য প্রথমে সাদা কাগজ নিয়েছি। এরপর কালো রংয়ের ক্লে দিয়ে একটি প্লেটের মতো তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-২
এবার কিছু মিষ্টি তৈরি করে প্লেটে রাখার চেষ্টা করেছি।
ধাপ-৩
রাখি উৎসব অথচ মিষ্টিমুখ হবে না তা কি করে হয়। তাই বিভিন্ন রকমের মিষ্টি এবং খাবার তৈরি করে প্লেটের মধ্যে রেখেছি।
ধাপ-৪
এবার খাবারের থালাটি সুন্দর করে সাজিয়ে তোলার জন্য চারপাশে নকশা করে নিয়েছি।
ধাপ-৫
ডিজাইন আরো সুন্দর করে তৈরি করেছি। এরপর আরো কিছু ক্লে দিয়ে দাদা লিখার প্রস্তুতি নিয়েছি।
ধাপ-৬
সুন্দর করে ডিজাইন করে দাদা লিখেছি। এই লেখাটি লিখতে সত্যিই অনেক ভালো লেগেছে।
ধাপ-৭
এবার লেখাটি আর একটু সুন্দর করার চেষ্টা করেছি। এরপর কলম দিয়ে শুভ রাখি লিখেছি।
ধাপ-৮
এবার একটি রাখি তৈরি করার জন্য সুন্দর করে হলুদ রঙের ক্লে নিয়েছি। এরপর লাল রঙের ক্লে নিয়েছি।
ধাপ-৯
এবার সুন্দরভাবে ক্লে দিয়ে রাখিটি ডিজাইন করেছি।
ধাপ-১০
এবার কার্ডের ডেকোরেশন আরো একটু সুন্দর করে করার জন্য বিভিন্ন অংশে নকশা করার চেষ্টা করেছি।
শেষ ধাপ
সুন্দর করে নিজের তৈরি করা কার্ড উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি।
উপস্থাপনা:
রাখি উৎসবের এই বিশেষ দিনে দাদার জন্য এই সুন্দর কার্ড তৈরি করতে সত্যি অনেক ভালো লেগেছে। এছাড়া আমাদের কমিউনিটিতে আরো অনেকগুলো দাদা আছে। সেই সুযোগে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্যই এই সুন্দর কার্ড তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1825497262220628272?t=a0Hz2PKypw6iTEPwxbtI7A&s=19
ঘুরে ফিরে এ বছর আবার চলে আসলো রাখি বন্ধনের সময়। দাদার মন খারাপ থাকায় এবার আর রাখি পড়ানোর অনুষ্ঠান করা হলো না। তবুও আপনি দাদাকে বরণ করে নিতে নিজের দক্ষতা দিয়ে বেশ সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার এমন সুন্দর পোস্টের জন্য।
সময় খুব দ্রুতই হারিয়ে যায়। মনে হয় এই তো সেদিন রাখি পরালাম। আবার চলে এলো সেই বিশেষ দিন। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
দাদার জন্য রাখি স্পেশাল কার্ড তৈরি অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই কার্ড তৈরি করেছেন। আসলেই কার্ডটি আমার কাছে খুবই ভালো লেগেছে।
রাখি উৎসব উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। আপনার সুন্দর মন্তব্য দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
দারুন একটি রাখি উৎসবের কার্ড তৈরি করেছেন আপু আপনি অনেক সুন্দর দেখাচ্ছে। যখন আপনি ক্লে দিয়ে তৈরি করলেন নিশ্চয়ই দেখতে খুব সুন্দর হবে। কারণ ক্লে দিয়ে তৈরি করা যে কোনো জিনিস দেখতে অনেক ভালো লাগে। আপনার মাধ্যমে দাদার প্রতি রইল রাখি উৎসবের শুভেচ্ছা।
আমার তৈরি করা কার্ড আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ক্লে দিয়ে কার্ড তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে।
রাখি উৎসব উপলক্ষে দাদার জন্য খুব সুন্দর একটা কার্ড তৈরি করেছেন দেখছি। অসাধারণ হয়েছে আপনার তৈরি করা এই কার্ডটা। পুরো জিনিসটা বেশ কালারফুল লাগছে দেখতে। দারুন ভাবে তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কার্ড তৈরি করে শেয়ার করার জন্য।
আপু আমি চেষ্টা করেছি রাখি উৎসব উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। অনেক ভালো লাগলো।
বাহ বেশ ভালো একটি আইডিয়া ছিল ।ক্লে দিয়ে দারুন একটি রাখি স্পেশাল কার্ড তৈরি করেছেন। দেখে বেশ ভালো লাগলো ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভাল ছিল ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
কার্ড তৈরির আইডিয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। চেষ্টা করেছি নতুন কিছু করার। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রকাশের জন্য।
বেশ সুন্দর হয়ে রাখি উৎসব উপলক্ষ্যে দাদার জন্য বানানো কার্ডটি।ক্লে দিয়ে ডিজাইন করেছেন দেখে বেশি ভালো লাগছে।আমার কাছে কার্ডটি বেশ ভালো লেগেছে।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
এই রাখি উৎসবে সুন্দর কিছু করার চেষ্টা করেছি আপু। ডিজাইন আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপনি দাদার জন্য খুবই স্পেশাল করে কার্ড তৈরি করছেন দেখে খুবই ভালো লাগলো। এইরকম কার্ড গুলো গুলো দেখতে একেবারে বাস্তব মনে হয়। আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি শেয়ার করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
রাখি উপলক্ষে দাদার জন্য স্পেশাল কার্ড তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। খুবই চমৎকার হয়েছে আপনার তৈরি করা এই কার্ডটি। ক্লে দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করেছেন দেখতে খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে রাখি উপলক্ষে দাদার জন্য এত সুন্দর একটা কার্ড তৈরি করে শেয়ার করার জন্য।