রেসিপি-ঝাল ঝাল টাকি মাছের ভর্তা🍲|[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মাছের ভর্তা আমার খুবই প্রিয়। আর যদি হয় ঝাল ঝাল টাকি মাছের ভর্তা তাহলে তো আরো খেতে ভালো লাগে। আজকে আমি টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করে সকলের মাঝে তুলে ধরতে যাচ্ছি।


ঝাল ঝাল টাকি মাছের ভর্তা:

CM_20220802122332664.jpg
Device-OPPO-A15


ঝাল ঝাল টাকি মাছের ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুন লেগেছিল। আর সাথে কয়েক টুকরো শুকনা মরিচ ভাজা ছিল। আর একটুখানি লেবুর রস দিয়ে এই খাবারটি খেতে খুবই ভালো লেগেছে। টাকি মাছের ভর্তা যদি ঝাল ঝাল করা হয় তাহলে খেতে ভালো লাগে। আর এমনিতেই মাছ ভর্তার মধ্যে ঝাল দিলে খেতে বেশি ভালো লাগে। তাইতো আমি এই মাছের ভর্তা রেসিপি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
টাকি মাছপরিমান মত
পেঁয়াজ কুচি১ কাপ
রসুন২ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ
শুকনা মরিচপরিমাণমতো

IMG20220802102322.jpg

IMG20220802102427.jpg


ঝাল ঝাল টাকি মাছের ভর্তা রেসিপি তৈরির ধাপসমূহ:


🍲ধাপ-১🍲

IMG20220802102709.jpg

IMG20220802102737.jpg


ঝাল ঝাল টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি করার জন্য প্রথমে মাছ ভাজার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর মাছগুলো দিয়েছি।


🍲ধাপ-২🍲

IMG20220802102840.jpg

IMG20220802102902.jpg


এবার সামান্য পরিমাণে হলুদ দিয়েছি এবং চামচ দিয়ে নাড়াচাড়া করেছি।


🍲ধাপ-৩🍲

IMG20220802103141.jpg

IMG20220802103210.jpg


ভাজা হলে মাছগুলো চামচ দিয়ে নাড়াচাড়া করে ভেঙে ভেঙে দিয়েছি। যাতে করে খেতে ভালো লাগে এবং মাছ ভর্তা অনেক মজার হয়।


🍲ধাপ-৪🍲

IMG20220802103602.jpg

IMG20220802103709.jpg


এভাবে আরো কিছুক্ষণ ভাজার পর টাকি মাছগুলো ভালোভাবে ভাজা হয়েছে এবং ভর্তা করার জন্য উপযুক্ত হয়েছে। এরপর একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি।


🍲ধাপ-৫🍲

IMG20220802103804.jpg

IMG20220802103830.jpg


এবার টাকি মাছ ভর্তার জন্য বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এরপর পেঁয়াজ তেলের মধ্যে দিয়েছি ভাজার জন্য।


🍲ধাপ-৬🍲

IMG20220802103859.jpg

IMG20220802103910.jpg


এরপর রসুন দিয়েছি। এবার শুকনা মরিচ দিয়েছি।


🍲ধাপ-৭🍲

IMG20220802103934.jpg

IMG20220802104004.jpg


সবকিছু দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে নাড়াচাড়া করে তেলের সাথে সবগুলো ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করেছি।।


🍲ধাপ-৮🍲

IMG20220802104503.jpg


এভাবে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ ও রসুন ভালোভাবে ভাজা হয়েছে এবং সেই সাথে শুকনা মরিচ গুলো ভালোভাবে তেলে ভাজা হয়েছে।


🍲ধাপ-৯🍲

IMG20220802104616.jpg

IMG20220802104753.jpg


এবার ভেজে রাখা মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর পেয়াজগুলো এর মধ্যে নিয়েছি।


🍲ধাপ-১০🍲

IMG20220802104926.jpg

IMG20220802105107.jpg


এবার শুকনা মরিচ গুলো ভালোভাবে ভেজে নিয়েছি। পাটার মধ্যে এই ভর্তাগুলো করার জন্য কাঁটা পরিষ্কার করে নিয়েছি এবং ভর্তাগুলো এর উপরে রাখার জন্য প্রস্তুত করেছি।


🍲ধাপ-১১🍲

IMG20220802105205.jpg

IMG20220802105348.jpg


এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভর্তা ভালোভাবে করে নিয়েছি।


🍲উপস্থাপনা:🍲

IMG_20220802_120634.jpg
Device-OPPO-A15


ঝল ঝোল টাকি মাছের ভর্তা রেসিপি তৈরি হয়ে গেলে গরম ভাতের সাথে পরিবেশন করেছি। গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা খেতে খুবই ভালো লেগেছিল। সকালবেলায় মজার খাবারটি খেতে খুবই ভালো লাগে। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

আপনি আমার খুবই পছন্দের একটি খাবার তৈরি করেছেন। টাকি মাছ ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সঙ্গে খেতে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শুনেছি টাকি মাছের ভর্তা খেতে নাকি খুবই সুস্বাদু। কিন্তু এখনো টাকি মাছ ভর্তা করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে দারুন লাগলো। এখন মনে হচ্ছে টাকি মাছ অবশ্যই একদিন ভর্তা করে খেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঝাল ঝাল টাকি মাছের ভর্তা রেসিপি শেয়ার করেছেন আপু। একটু ঝাল ঝাল যে কোন ভর্তায় খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে টাকি মাছের ভর্তা কখনো খাওয়া হয়নি। ভর্তা রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে ‌‌ ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

টাকি মাছ ভর্তা ভুনা যেকোনোভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে খুবই ভালো লাগে তবে খিচুড়ি ভাতের সাথে ভর্তাটা বেশি ভালো লাগে। আপনার প্রস্তুত করা রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

 2 years ago 

মাছ ভর্তা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

দেখে তো মনে হচ্ছে ঝাল ঝাল টাকি মাছের ভর্তা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছে। আমি তো ভর্তা খেতে ভীষণ পছন্দ করি। আমার খুবই ফেভারিট একটি খাবার হচ্ছে ভর্তা। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

মাছের ভর্তা আমি কখনো খাইনি, তাই এটি ছিল আমার কাছে একদম ইউনিক একটি রেসিপি, তবে বেশ ভালো লাগছে উপস্থাপন এবং পরিবেশন টি, বেশ সুস্বাদু হবে খেতে বোঝা যাচ্ছে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি ঝাল ঝাল টাকি মাছের ভর্তা করেছেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে এই ধরনের ভর্তা খেতেও খুব সুস্বাদু হয়। আপনার উপস্থাপনা অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি ঝাল ঝাল টাকি মাছের ভর্তা বানিয়েছেন। দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। মন চাইতেছে এখন সবগুলো খেয়ে ফেলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

স্বাদ সকাল বেলা এই রকম রেসিপি দেখলে ক্ষুধা আরো বেড়ে যায়।টাকি মাছের ভর্তা আমার প্রিয়। কালার টা বেশ লোভনীয়। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখেছেন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59705.02
ETH 2619.44
USDT 1.00
SBD 2.39