ঐশী আপু ও সুমন ভাইয়ার জন্য আমার ছোট্ট উপহার❤️||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে ভিন্ন ধরনের একটি পোস্ট করতে যাচ্ছি। আজ আমি একজন মানুষের বিশেষ একটি দিনে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার দিতে চাই। আজ আমি আমাদের সকলের প্রিয় @rex-sumon ভাইয়া ও ঐশী আপুকে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার দেওয়ার জন্য একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছি। আশা করি আমার উপহার তাদের ভালো লাগবে।



❤️ঐশী আপু ও সুমন ভাইয়ার জন্য আমার ছোট্ট উপহার:❤️

IMG20211213155555.jpg
Device-OPPO-A15
IMG20211213155630.jpg
Device-OPPO-A15



আজ আমি ঐশী আপু ও সুমন ভাইয়ার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার দেওয়ার জন্য এই কার্ডটি তৈরি করেছি। আমি আমার নিজের তৈরি একটি কার্ড আপনাদের বিশেষ দিনে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তৈরি করেছি। যদিও এই উপহারটি আপনাদের জন্য খুবই সামান্য। তবে এর সাথে মিশে রয়েছে আমার অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনাদের মিষ্টি প্রেমের গল্প পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। আর সেই মিষ্টি আপুকে দেখার জন্য মন চাইছে। আজ আমি আপনাদের এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আপনাদের জন্য পাঠালাম। আশা করি ঐশী আপু এবং সুমন ভাইয়া আপনাদের দুজনের চলার পথ অনেক সুন্দর হবে। এভাবেই সারাজীবন একে অন্যের পাশে থেকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন আপনাদের সুন্দর জীবন। আপনাদের দুজন দুজনের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। চিরজীবন এভাবেই অটুট থাকুক আপনাদের এই ভালোবাসার বন্ধন এই কামনাই করি।



❤️প্রয়োজনীয় উপকরণ:❤️

১. সাদা কাগজ।
২. রঙিন কাগজ।
৩. আঠা।
৪. রঙিন কলম।
৫. কাঁচি।

IMG20211213142508.jpg
Device-OPPO-A15



❤️শুভেচ্ছা কার্ডটি তৈরির ধাপসমূহ:❤️



❤️ধাপ-১❤️

IMG20211213142558.jpg
Device-OPPO-A15
IMG20211213142800.jpg
Device-OPPO-A15



ঐশী আপু ও সুমন ভাইয়ার জন্য শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজে নিয়েছি। এরপর সাদা কাগজটি মাঝামাঝি অংশে সমানভাবে ভাঁজ করেছি। এবার কাগজটির উপরের পার্টটিতে চারকোনা করে দাগ দিয়েছি।



❤️ধাপ-২❤️

IMG20211213143058.jpg
Device-OPPO-A15
IMG20211213143218.jpg
Device-OPPO-A15



এরপর দাগ অনুযায়ী কাঁচি দিয়ে ধীরে ধীরে ও সাবধানতার সাথে কেটে নিয়েছি।



❤️ধাপ-৩❤️

IMG20211213143717.jpg
Device-OPPO-A15
IMG20211213144010.jpg
Device-OPPO-A15



এবার একটি লাল রঙের রঙিন কাগজ নিয়েছি। এরপর কাগজটি কাঁচি দিয়ে চিকন করে কেটে নিয়েছি।



❤️ধাপ-৪❤️

IMG20211213144052.jpg
Device-OPPO-A15
IMG20211213144130.jpg
Device-OPPO-A15
IMG20211213144359.jpg
Device-OPPO-A15



এবার আঠা দিয়ে কাগজের কাটা অংশের চারপাশে লাগিয়েছি। আমার তৈরি শুভেচ্ছা কার্ডটি সুন্দর করার জন্য ধীরে ধীরে লাল কাগজগুলো লাগিয়েছি।



❤️ধাপ-৫❤️

IMG20211213144555.jpg
Device-OPPO-A15
IMG20211213144606.jpg
Device-OPPO-A15
IMG20211213144625.jpg
Device-OPPO-A15



এবার ভেতরের অংশে লাল কাগজগুলো লাগিয়েছি। আমি খুব সাবধানতার সাথে সমান করে চারকোনা করে লাল কাগজগুলো লাগিয়েছি। এর ফলে কার্ড এর ভেতরের অংশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।



❤️ধাপ-৬❤️

IMG20211213144742.jpg
Device-OPPO-A15
IMG20211213144832.jpg
Device-OPPO-A15
IMG20211213144957.jpg
Device-OPPO-A15



এবার ফুল তৈরি করার জন্য লাল কাগজ কেটে নিয়েছি। এরপর ভাঁজ করেছি এবং এভাবে কয়েকটি ভাঁজ করেছি।



❤️ধাপ-৭❤️

IMG20211213145026.jpg
Device-OPPO-A15
IMG20211213145159.jpg
Device-OPPO-A15



ফুল তৈরি করার জন্য কাগজটি প্রস্তুত করতে এবার কলম দিয়ে দাগ দিয়েছি। দাগ দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কাটার চেষ্টা করেছি।



❤️ধাপ-৮❤️

IMG20211213145326.jpg
Device-OPPO-A15
IMG20211213145455.jpg
Device-OPPO-A15



সম্পূর্ণ অংশ কাটা হয়ে গেলে এবার একটি থেকে আরেকটি অংশ আলাদা করেছি। আমি যে কয়টি কাগজ ভাঁজ করেছি সেই কয়টি অংশ তৈরি হয়েছে।



❤️ধাপ-৯❤️

IMG20211213145815.jpg
Device-OPPO-A15
IMG20211213145921.jpg
Device-OPPO-A15



এবার কেটে রাখা কাগজগুলো দিয়ে ফুল তৈরি করার জন্য প্রথমে কাগজটি শুরুর অংশ থেকে হালকা ভাবে ভাঁজ করেছি। এভাবে কাগজটি ভাঁজ করে ফুল তৈরি করার জন্য চেষ্টা করেছি।



❤️ধাপ-১০❤️

IMG20211213150011.jpg
Device-OPPO-A15
IMG20211213150217.jpg
Device-OPPO-A15
IMG20211213150954.jpg
Device-OPPO-A15



ফুল তৈরি করা হলে ফুলের শেষের অংশে আঠা লাগিয়েছি তাতে ফুলটি খুলে না যায়। এভাবে ধীরে ধীরে আমি বেশ কিছু ফুল তৈরি করে নিয়েছি। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুল গুলো দেখতে সুন্দর হয়েছে।



❤️ধাপ-১১❤️

IMG20211213151019.jpg
Device-OPPO-A15
IMG20211213152609.jpg
Device-OPPO-A15
IMG20211213152653.jpg
Device-OPPO-A15



এবার পূর্বে তৈরি করে রাখা কার্ডটি প্রস্তুত করেছি। এরপর ফুলগুলো কার্ডের উপর সুন্দর করে বসানোর জন্য ও কার্ডের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি প্রথমে আঠা লাগিয়েছি। এবার আঠার উপর ফুল বসিয়েছি।



❤️ধাপ-১২❤️

IMG20211213152811.jpg
Device-OPPO-A15
IMG20211213153050.jpg
Device-OPPO-A15
IMG20211213153159.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে আমি আরো কিছু ফুল কার্ডের উপর লাগিয়েছি। আমি খুব সাবধানে আঠা দিয়ে ফুলগুলো শুভেচ্ছা কার্ডের উপর লাগিয়েছি।



❤️ধাপ-১৩❤️

IMG20211213153531.jpg
Device-OPPO-A15
IMG20211213153604.jpg
Device-OPPO-A15



উপরের অংশের ফুল লাগানো হয়ে গেলে আমার তৈরি করা শুভেচ্ছা কার্ডটির নিচের দিকের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুলগুলো লাগিয়েছি।



❤️শেষ ধাপ❤️

IMG20211213154322.jpg
Device-OPPO-A15



এভাবে আমি কার্ডটি সুন্দর করে তুলতে কার্ডের উপরের দিকের অংশ ও নিচের দিকের অংশে আমার তৈরি করা ফুলগুলো ধীরে ধীরে আঠা দিয়ে লাগিয়েছি।



❤️উপস্থাপনা:❤️

IMG20211213155613.jpg
Device-OPPO-A15
IMG20211213155621.jpg
Device-OPPO-A15



ঐশী আপু ও সুমন ভাইয়ের জন্য তৈরি করা শুভেচ্ছা কার্ডটি প্রস্তুত হলে আমি ভেতরের অংশে তাদের শুভেচ্ছা দেওয়ার জন্য কিছু কথা লিখেছি। এভাবে আমি শুভেচ্ছা কার্ডটি প্রস্তুত করেছি। আমি আমার পক্ষ থেকে ছোট্ট এই উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ঐশী আপু ও সুমন ভাইয়ার আমার এই শুভেচ্ছা কার্ডটি ভালো লাগবে। সবশেষে একটি কথাই বলতে চাই আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।



❤️আমার পোস্টটি পরিদর্শন করার জন্য সকলকে ধন্যবাদ।❤️

Sort:  
 3 years ago 

শুভ বিবাহ বার্ষিকী

আপু ওসুমন ভাইয়ের জন্য শুভকামনা রইল। ❣️❣️

আপু আপনার তৈরীকৃত উপহারের কার্ড টি অসাধারণ হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ☺️

 3 years ago 

মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আমি চেষ্টা করেছি কার্ডটি সুন্দরভাবে তৈরি করার জন্য। আপনাদের ভাল লেগেছে এজন্য আমারও অনেক ভালো লাগলো।

 3 years ago 

প্রথমে জানাই ঐশী ভাবি ও সুমন ভাইয়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

মনিরা আপু আপনি তাদের জন্য যে উপহার কার্ডটি বানিয়েছেন দেখে বোঝা যাচ্ছে একেবারে মন থেকে নিজের মতো করে এত সুন্দর ভাবে তাদের জন্য তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ফুলগুলো দারুণ ছিল। সুন্দর একটি কার্ড তৈরি করেছেন সুমন ভাইয়া এবং ঐশী আপুর জন্য। প্রতিটি পদক্ষেপ বোঝার মত। অনেকটা কষ্ট করতে হয়েছে কার্ড টি তৈরী করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাহ অনেক ভালো লাগলো ঐশী আপু ও সুমন ভাইয়ের জন্য উপহারটি। এটি সত্যি অনেক সুন্দর ছিল। অসাধারণ আইডিয়া দিয়ে আপনার প্রতিভা শেয়ার করছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার বানানো এই কার্ড আমি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করে রাখবো। সত্যি কথা বলতে খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর আপনার ঐশী আপু ও খুব পছন্দ করেছে।

💖💖💖💗💗💗💝💝💝💝

 3 years ago 

আমার তৈরি কার্ড আপনার কাছে ও ঐশী আপুর কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। সত্যি আজ আমি অনেক খুশি। দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। 💖💖💖❣️

 3 years ago 

💖💗💖💗💖💗💝💗💝💗💝💗💝

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 64252.58
ETH 3398.15
USDT 1.00
SBD 2.50