অরিগ্যামি-আনারসের অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি অরিগ্যামি শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। তেমনি আজকে আমি আনারস তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


আনারসের অরিগ্যামি তৈরি:

IMG_20230619_170559.jpg
Device-OPPO-A15


আনারস আমাদের সকলের কাছেই অনেক পরিচিত। রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করার চেষ্টা করেছি। নতুন কোন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই সময় পেলে রঙিন কাগজ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন নতুন অরিগ্যামি তৈরি করে সবার মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে ভিন্ন কিছু করার চেষ্টা করি। যখন নতুন কিছু তৈরি করি তখন নিজের কাছেই অনেক ভালো লাগে। আর নতুন কিছু তৈরি করার মাঝে আলাদা রকমের আনন্দ আছে। জানিনা আমার তৈরি করা আনারসের অরিগ্যামি আপনাদের কাছে কেমন লাগবে। আশা করছি ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যায় কিভাবে আমি এই সুন্দর আনারস তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20230619161217.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230619161328.jpg
Device-OPPO-A15
IMG20230619161400.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করার জন্য প্রথমে হলুদ কাগজের উপর আনারসের আকৃতি অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। এরপর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230619161447.jpg
Device-OPPO-A15
IMG20230619161531.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে কাগজ কেটে নিয়েছি। এরপর পাতা তৈরি করার জন্য সবুজ কাগজ নিয়েছি।


ধাপ-৩

IMG_20230620_232527.jpg
Device-OPPO-A15
IMG20230619161630.jpg
Device-OPPO-A15


সবুজ কাগজের উপর সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি। যাতে কেটে নিতে সুবিধা হয়।


ধাপ-৪

IMG20230619161653.jpg
Device-OPPO-A15
IMG20230619161809.jpg
Device-OPPO-A15


এরপর কেটে নেওয়ার চেষ্টা করেছি। এবার সুন্দর করে কাগজ কেটে নিয়েছি যাতে করে পাতাগুলো দেখতে সুন্দর হয়।


ধাপ-৫

IMG20230619161829.jpg
Device-OPPO-A15


এইভাবে ছোট করে আরো কাগজ কেটে নিয়েছি পাতাগুলো দেখতে সুন্দর করার জন্য। এভাবে অন্যান্য অংশগুলো প্রস্তুত করেছি।


ধাপ-৬

IMG20230619162018.jpg
Device-OPPO-A15
IMG20230619162228.jpg
Device-OPPO-A15


এবার আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। যাতে দেখতে ভালো লাগে। প্রথমে আনারসের আকৃতি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230619162359.jpg
Device-OPPO-A15
IMG20230619162551.jpg
Device-OPPO-A15


এবার আনারসের নিচের অংশ তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি। এরপর ছোট ছোট করে কেটে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৮

IMG_20230620_232759.jpg
Device-OPPO-A15
IMG_20230620_232817.jpg
Device-OPPO-A15


কাগজ গুলো সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যাতে আনারস দেখতে ভালো লাগে।


ধাপ-৯

IMG20230619163017.jpg
Device-OPPO-A15
IMG20230619163405.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ অংশে কাগজগুলো লাগিয়ে নিয়েছি এবং আনারসের উপরের অংশ সুন্দর করার চেষ্টা করছি।


শেষ ধাপ

IMG20230619163436.jpg
Device-OPPO-A15


এবার কালো কলম দিয়ে সুন্দর করে ছোট ছোট দাগ দিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এভাবেই সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG20230619163729.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে আনারস তৈরি করা হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করেছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে ভালো লাগে। তাই মাঝে মাঝে ভিন্ন কিছু তৈরি করে সবার মাঝে শেয়ার করি। এবারও ভিন্নভাবে আনারস তৈরি করার চেষ্টা করেছি এবং সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি আনারস তৈরি করেছেন আপনি। আনারসের অনেক দারুন ছিল। আনারস তৈরি করার প্রতিটি তা খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আনারসের অরিগ্যামি তৈরি করে শেয়ার করার চেষ্টা করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন আপু। ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

আপনি ঠিক বলেছেন আপু মাঝে মাঝে ভিন্ন ভিন্ন কিছু তৈরি করতে ভীষণ ভালো লাগে। এর জন্য আমি নিজেও সব সময় রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করি। আপনার তৈরি করা আনারস টি সত্যিকার অর্থে খুবই সুন্দর হয়েছে। এ ধরনের কাজগুলো করতে এবং দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 last year 

মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি ভাইয়া।আপনিও রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে আনারসের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি আনারসের অরিগ্যামি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এগুলো তৈরি করতে হলে ব্যাপক সময় প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

রঙিন কাগজ দিয়ে আনারসের অরিগ্যামি তৈরি করে শেয়ার করতে আমার খুবই ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাইয়া এই কাজগুলো করতে অনেক সময় লাগে। সেই সাথে ধৈর্য সহকারে কাজ করতে হয়।

 last year 

আপু চমৎকার একটি ডাই পোস্ট আজ শেয়ার করেছেন। খুব সুন্দর হয়েছে আনারসটি দেখতে।আপনি ধাপগুলি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আনারসটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো আপু। চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু

 last year 

আপু আপনার পোস্ট গুলো যতই দেখি ততই ভালো লাগে। আর ভালো লাগে আপনার ক্রেয়েটিভিটি। কি দারুন করে প্রতিটি পোস্ট তৈরি করেন। আপনার করা প্রতিটি অরিগামি অসাধারন হয়। আজকের আনারস ও কিন্তু তেমনি একটি অরিগামি হয়েছে। । খুব নিখুত ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। শুভ কামনা রইল আপনার প্রতি।

 last year 

আমার কাজ আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম। এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপু আইডিয়াটা দারুন ছিল রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর আনারস এর অরিগামি তৈরি করেছেন। সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে এই ধরনের কাজ আগে কখনো দেখা হয়নি ভালো লাগলো। আপনি অনেক সুন্দর সুন্দর কিছু তৈরি করে দেখান যেটা আমাদের কাছে ভালো লাগে।

 last year 

আমার আনারস তৈরির আইডিয়াটা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। তাইতো চেষ্টা করেছি ভিন্ন কিছু করার জন্য। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু আনারস তো আমাদের সবারই পরিচিত। আর এখন তো বাজারে গেলেই আনারস দেখতে পাই। তবে আপনার পোস্টের মাধ্যমে আজকে কাগজের তৈরি আনারস দেখে ভীষণ ভালো লাগলো। কিছুদিন আগে যখন বাজারে গিয়েছিলাম আনারস কিনে এনেছিলাম। আমার কাছে লবনমরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনার তৈরি করা আনারসটা খেতে না পারলেও কিন্তু সাজিয়ে রাখা যাবে।

Posted using SteemPro Mobile

 last year 

জি আপু আনারস আমাদের সকলের কাছেই পরিচিত। আনারস আমারও অনেক প্রিয়। লবণ, মরিচ দিয়ে আনারস মাখালে খেতে অনেক ভালো লাগে। শুনেই তো খেতে ইচ্ছে করছে আপু। যাইহোক আপু চেষ্টা করেছি সুন্দর ভাবে কাগজের আনারস তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আমিও মাঝে মাঝে এভাবে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরীর চেষ্টা করি । বেশ ভালো লাগে এই কাজগুলো করতে যদিও সময় এর প্রয়োজন হয় আপনার তৈরি কৃত এই আনারসের অরিগ্যামিটি জাস্ট অসাধারণ হয়েছিল । আমি প্রথমে ভেবেছিলাম এটি আনারসের ফটোগ্রাফি।

Posted using SteemPro Mobile

 last year 

আপু আপনিও রঙিন কাগজ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন জেনে ভালো লাগলো। আমিও মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করার জন্য। আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে আনারসের অরিগ্যামি তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। কাগজের তৈরি আনারসটা দেখে যেন মনে হচ্ছে সত্যিকারে আনারস।

Posted using SteemPro Mobile

 last year 

আনারসের অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। তাইতো চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

আপু আনারস কিন্তু দেখে মনে হচ্ছে অরজিনাল। চমৎকার একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। এধরনের অরিগ্যামি দেখলে ভীষণ ভালো লাগে। আপনার কাজের প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আমার তৈরি করা কাগজের আনারস আপনার কাছে অরিজিনাল মনে হয়েছে জেনে ভালো লাগলো ভাইয়া। চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62249.58
ETH 2435.15
USDT 1.00
SBD 2.67