Diy-একটি একুরিয়ামের পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। আজ আমি একটি ছোট্ট একুরিয়ামের পেইন্টিং করেছি। এই পেইন্টিং করতে আমার ভালো লেগেছে। মাঝে মাঝে বিভিন্ন রকমের পেইন্টিং করতে আমার যেহেতু ভালো লাগে তাই হঠাৎ করে ইচ্ছে হলো একুরিয়ামের পেইন্টিং করার জন্য। তাই আমি এই পেইন্টিং করলাম।


🐠একটি একুরিয়ামের পেইন্টিং:🐠

IMG_20220411_213307.jpg
Device-OPPO-A15


একুরিয়ামের মধ্যে যখন ছোট ছোট রঙিন মাছ গুলো ভেসে বেড়ায় দেখতে দারুন লাগে। আসলে একুরিয়াম দেখতে আমার অনেক ভালো লাগে। রঙিন মাছ গুলো দেখতে যেমন সুন্দর তেমনি খুবই মনমুগ্ধকর। তাই আমি আমার পেইন্টিংয়ের মাধ্যমে একুরিয়াম ও ছোট ছোট রঙিন মাছের চিত্র অংকন করেছি। এই একুরিয়ামের ভেতরের মাছের চিত্র আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই একুরিয়ামের চিত্র অংকন করেছি। একটি একুরিয়ামের পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20220411200724.jpg
Device-OPPO-A15


একটি একুরিয়ামের পেইন্টিং তৈরির ধাপসমূহ:


🐠ধাপ-১🐠

IMG20220411201514.jpg
Device-OPPO-A15
IMG20220411201948.jpg
Device-OPPO-A15


একটি একুরিয়ামের পেইন্টিং করার জন্য প্রথমে আমি একটি সুন্দর কাচের জার অংকন করেছি। এবার আমি কাচের জারের ভেতরে পেন্সিল দিয়ে মাছের চিত্র অংকন করেছি। এবার লতা পাতার চিত্র অংকন করেছি।


🐠ধাপ-২🐠

IMG20220411202229.jpg
Device-OPPO-A15
IMG20220411202716.jpg
Device-OPPO-A15


এবার আমি একুরিয়ামের ভিতরে আরও একটি মাছের চিত্র অংকন করেছি। এরপর সুন্দর করে পানির রং করেছি। হালকা নীল রং ব্যবহার করে আমি পানির রং করার চেষ্টা করেছি।


🐠ধাপ-৩🐠

IMG20220411202932.jpg
Device-OPPO-A15
IMG20220411203305.jpg
Device-OPPO-A15


এবার আমি আমার পেইন্টিং সুন্দর করার জন্য ও একুরিয়ামের চিত্রটি সুন্দর করার জন্য চারপাশে সুন্দর করে একে নিয়েছি। একুরিয়ামের জারের চারপাশে সুন্দর করে বর্ডার অংকন করেছি।


🐠ধাপ-৪🐠

IMG20220411203636.jpg
Device-OPPO-A15
IMG20220411203705.jpg
Device-OPPO-A15


এবার সবুজ রং দিয়ে লতা পাতা একে নিয়েছি। সবুজ রঙের লতাপাতা অংকন করার ফলে একুরিয়ামের ভিতরের দৃশ্য সুন্দর হয়েছে।


🐠ধাপ-৫🐠

IMG20220411203905.jpg
Device-OPPO-A15
IMG20220411204221.jpg
Device-OPPO-A15


এবার আরও কিছু সবুজ লতাপাতা অংকন করেছি। এরপর একটি মাছের পেইন্টিং করেছি। একুরিয়ামের ভেতরের কালারফুল মাছ গুলো দেখতে ভালো লাগে। তাই আমি ছোট ছোট মাছের পেইন্টিং করার চেষ্টা করেছি।


🐠ধাপ-৬🐠

IMG20220411204434.jpg
Device-OPPO-A15
IMG20220411204657.jpg
Device-OPPO-A15
IMG20220411204925.jpg
Device-OPPO-A15


একুরিয়ামের ভেতরের মাছ গুলো দেখতে যেন সুন্দর লাগে ও অনেক বেশি কালারফুল লাগে তাই আমি বিভিন্ন রঙের ব্যবহার করে এই মাছের চিত্র গুলো আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করেছি।


🐠ধাপ-৭🐠

IMG20220411205130.jpg
Device-OPPO-A15
IMG20220411205238.jpg
Device-OPPO-A15


একুরিয়ামের ভিতরের দৃশ্য আরো বেশি কালারফুল করার জন্য ও ছোট ছোট পাথরের চিত্র অংকন করার জন্য আমি বিভিন্ন রং ব্যবহার করেছি। বিভিন্ন রঙের পাথরের চিত্র অংকন করার মাধ্যমে আমি এই একুরিয়ামের চিত্র আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছি।


🐠শেষ ধাপ🐠

IMG_20220411_212106.jpg
Device-OPPO-A15


আরো কিছু অংশের কাজগুলো শেষ করার মাধ্যমে আমি একটি একুরিয়ামের পেইন্টিং অনেক সুন্দরভাবে তৈরি করেছি।


🐠উপস্থাপনা:🐠

IMG_20220411_211433.jpg
Device-OPPO-A15


একটি একুরিয়ামের পেইন্টিং করতে আমার অনেক ভালো লেগেছে। এই পেইন্টিংটি দেখতে যেমন ভালো লেগেছে তেমনি এই পেইন্টিংটি করতে আমার ভালো লেগেছে। অনেক কালারফুল একটি পেইন্টিং করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। একুরিয়াম দেখতে যেমন সুন্দর লাগে তেমনি একুরিয়ামের ভেতরের মাছ গুলো আমার অনেক ভালো লেগেছে। আশা করছি আমার এই পেইন্টিং সকলের ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago 

বাস্তব একুরিয়াম যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর লাগলো আপনার পেইন্টিং করা একুরিয়াম। আপনার পেইন্টিং এর ভক্ত হয়ে গেলাম আপু৷ আপনার কাজ গুলো অনেক ভালো লাগে।

 2 years ago 

এক কথায় অসাধারণ আপু। আপনি খুব সুন্দর করে একুরিয়ামের একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এছাড়াও খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার করা পেইন্টিং গুলো দেখলে আমি সবসময়ই মুগ্ধ হয়ে যাই। সত্যিই অসাধারণ পেইন্টিং করেন আপনি। আপনার পেইন্টিং করার হাতের তারিফ করতেই হয়। যাই হোক আশা করি ভবিষ্যতেও আপনার কাছে এরকম আরো অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আমরা দেখতে পারবো। শুভকামনা রইল

 2 years ago 

এটা মনে হচ্ছে পাতিল টাইপ একুরিয়াম। দুটো মাছ রঙ্গিন। পাথর গুলোও রঙ্গিন । পুরো ছবিটি রঙ্গিন। তাই মন্তব্যও করলাম রঙ্গিন দিয়ে ভরিয়ে। হা হা হা। ভাল থাকবেন নিশ্চই।

 2 years ago 

আপনি খুব চমৎকারভাবে একটি ছোট একুরিয়াম তৈরি করেছেন এবং সেখানে বেশ মাছ তৈরি করেছেন চমৎকারভাবে একটি চিত্র ফুটিয়ে তুলেছেন আপনার কাল্পনিক চিত্র কে রং তুলিতে সাজিয়ে দিয়েছেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আপু আপনার একুরিয়ামের পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে একুরিয়ামের ভিতরে ছোট ছোট পাথরগুলো বেশি ভাল লেগেছে। তাছাড়া আপনি অনেক নিখুঁতভাবে আর্টটি করেছেন যার কারণে দেখতে চমৎকার লাগছে।

 2 years ago 

আপু পোস্টার রং দিয়ে আপনার একুরিয়ামের পেইন্টিংটি খুবই চমৎকার হয়েছে ।আমার কাছেতো খুবই ভালো লেগেছে ।মাছগুলো দেখতে বেশ ভালো লাগছে ।খুব সুন্দর করে আপনি আর্টটি করেছেন ।পোস্টার রং দিয়ে করা যে কোন আর্টই আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর একটি চিত্র পেইন্টিং করেছেন আপু। একুরিয়ামটি দেখতে অনেক সুন্দর লাগছে। সবুজ ঘাসের মধ্য দিয়ে মাছগুলো দেখতে বেশ ভালই লাগছে। চিত্র অংকন করার পদ্ধতি ধাপ আকারে সুন্দরভাবে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

একটি একুরিয়ামের পেইন্টিং অনেক সুন্দর হয়েছে 😍 আপনার আগের পেইন্টিংটা দারুন ছিল। এবারেরটাও অসম্ভব সুন্দর হয়েছে। মাছগুলো খুব সুন্দর পানিতে বিচরণ করছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67024.68
ETH 3312.25
USDT 1.00
SBD 2.74