অরিগ্যামি-কাগজ দিয়ে লেডিবার্ড তৈরি||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। তাই তো নিজের পোষ্টের মাঝে ভিন্নতা আনার জন্য কাগজ দিয়ে সুন্দর করে লেডিবার্ড পোকা তৈরি করার চেষ্টা করেছি। কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করে সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। আশা করছি কাগজের তৈরি করা লেডিবার্ড সবার ভালো লাগবে।


কাগজ দিয়ে লেডিবার্ড তৈরি:

IMG_20230704_234436.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তবে কয়েকদিন থেকে অসুস্থতার কারণে সেভাবে বসে বসে কাজ করতে পারিনা। বেশিক্ষণ সময় ধরে বসে থাকলে কিংবা দাঁড়িয়ে থাকলে ভীষণ কষ্ট হয়। তাই আজকে বিছানার উপর বসে এবং এক পাশে বালিশ রেখে এই ছোট্ট প্রজেক্টটি তৈরি করার চেষ্টা করেছি। কাগজ দিয়ে তৈরি লেডিবার্ড দেখতে কেমন হয়েছে জানিনা তবে চেষ্টা করেছি সুন্দরভাবে তৈরি করে সবার মাঝে শেয়ার করার জন্য। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজের ব্যবহার করেছি এবং লেডিবার্ড তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. দাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20230704170427.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230704170603.jpg
Device-OPPO-A15
IMG20230704170906.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে লেডিবার্ড তৈরি করার জন্য প্রথমে সুন্দর করে কাগজ দাগ কেটে দিয়েছি। এরপর কাগজগুলো প্রস্তুত করার জন্য দাগ দিয়ে দিয়েছি।


ধাপ-২

IMG20230704171017.jpg
Device-OPPO-A15
IMG20230704171136.jpg
Device-OPPO-A15


দাগ অনুযায়ী ধীরে ধীরে সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20230704171155.jpg
Device-OPPO-A15
IMG20230704171237.jpg
Device-OPPO-A15


এবার একই পদ্ধতি অবলম্বন করে লাল রঙের কাগজে দাগ দিয়ে নিয়েছি এবং কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230704171318.jpg
Device-OPPO-A15
IMG20230704171625.jpg
Device-OPPO-A15


কাগজ কাটা হয়ে গেলে এবার কাগজ সুন্দর করে মাঝা মাঝি ভাবে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৫

IMG20230704171732.jpg
Device-OPPO-A15
IMG20230704172045.jpg
Device-OPPO-A15


এবার চোখের অংশ তৈরি করার জন্য ছোট ছোট করে সাদা এবং কালো কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। যাতে করে চোখের অংশ খুব সহজেই তৈরি করা যায়।


ধাপ-৬

IMG20230704172118.jpg
Device-OPPO-A15
IMG20230704172317.jpg
Device-OPPO-A15


এই পোকাটি সুন্দর করার জন্য উপরের অংশে কলমের সাহায্যে কালো করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৭

IMG20230704172346.jpg
Device-OPPO-A15
IMG20230704172413.jpg
Device-OPPO-A15


এবার আঠা দিয়ে সুন্দর করে কাগজটি কালো কাগজের উপর লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230704172516.jpg
Device-OPPO-A15
IMG20230704172651.jpg
Device-OPPO-A15


লাল কাগজের অংশ গুলো সুন্দর করে কালো কাগজের উপরে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230704172748.jpg
Device-OPPO-A15
IMG20230704172807_01.jpg
Device-OPPO-A15


এবার কেটে রাখা কাগজগুলো দিয়ে ছোট ছোট চোখ তৈরি করার চেষ্টা করেছি এবং মুখের অংশ প্রস্তুত করার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230704172918.jpg
Device-OPPO-A15
IMG20230704173028.jpg
Device-OPPO-A15


এবার চোখ সুন্দরভাবে তৈরি করা হয়ে গেলে মাথার উপরের অংশ তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি।


ধাপ-১১

IMG20230704173048.jpg
Device-OPPO-A15
IMG20230704173237.jpg
Device-OPPO-A15


এবার আঠার সাহায্যে মাথার উপরের অংশের কাগজগুলো সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20230704173250.jpg
Device-OPPO-A15
IMG_20230704_234912.jpg
Device-OPPO-A15


এবার এই পোকাটি সুন্দর করার জন্য দুটি অংশ একসাথে লাগিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে কাগজের লেডিবার্ড তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230704_230328.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে তৈরি করা লেডিবার্ড দেখতে অনেক সুন্দর লাগছিল। তাইতো আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আসলে মাঝে মাঝে চেষ্টা করি ভিন্ন কিছু করার জন্য। তবে অনেক সময় মনের মাঝে বারবার একই চিন্তাধারা চলে আসে। তবুও নিজের কাজের ভিন্নতা বজায় রেখে নতুন কিছু করতে ভালো লাগে। জানিনা আমার তৈরি করা কাগজের লেডিবার্ড আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই লেডিবার্ড তৈরির পদ্ধতি সবার মাঝে তুলে ধরতে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

অসাধারণ আপু দেখে তো মুগ্ধ হয়ে গেছি আপনি চমৎকার একটি লেডিবার্ড তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। দুর্দান্ত তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে লেডিবার্ড। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন। এছাড়া ও অরিগ্যামি কিভাবে তৈরি করলেন রঙিন কাগজ দিয়ে তা ধাপে ধাপে উপস্থাপনা করেছেন বুঝতে খুব সহজ হয়েছে।

 last year 

আমার তৈরি করা কাগজের লেডিবার্ড আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আপু। রঙিন কাগজ ব্যাবহার করে লেডিবার্ড তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

প্রথমে আল্লাহর কাছে অনেক অনেক পানাহ চাই তিনি যেন আপনাকে খুব দ্রুত সুস্থ করে দেন।
খুব সুন্দর ভাবে আপনি আজ রঙিন কাগজের ব্যবহার আমাদের সামনে উপস্থাপন করেছেন।
সত্যিই আপনার প্রস্তুত করা লেডি বাগ পোকাটি দেখে মনে হচ্ছে না যে এটি কাগজের তৈরি। অসাধারণ কারু কাজ ছিলো।
প্রস্তুতির ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। অসুস্থতার কারণে সেভাবে কিছু করতে পারিনা। তবুও চেষ্টা করেছি নতুন কিছু করে উপস্থাপন করার জন্য। মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

দারুন ছিলো আপু। অসুস্থতার পরেও যে এতো সুন্দর লেডিবাগ এর অরিগ্যামি তৈরি করেছেন আপনি। সত্যি মুগ্ধ আমি। দারুন কাজ করেছেন আপু। একটা কথা এটারে কি লেডিবার্ড বলে? মানে লেডিবাগ লেডিবার্ড দুইটাই নাম?

 last year (edited)

লেডিবাগ লেডিবার্ড দুটোই বলা হয় ভাইয়া। আবার অনেক সময় লিটলবার্ড বলা হয়। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

কাগজ দিয়ে লেডিবার্ড তৈরি খুবই সুন্দর হয়েছে, সত্যি আপনি খুবই দক্ষতার সাথে তৈরি করলেন। আমরা তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লাগলো।

 last year 

কাগজ দিয়ে লেডিবার্ড তৈরি করে শেয়ার করতে আমার খুবই ভালো লেগেছে। তাইতো চেষ্টা করেছি নতুন কিছু তৈরি করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

আপু আমি লক্ষ্য করে দেখি আপনি প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করে থাকেন। আপনার পোস্টে ভিন্নতা আনার জন্য এখন এটি করে থাকেন। সেই ধারাবাহিকতায় আপনি আজকে কাগজ দিয়ে লেডিবার্ড তৈরি করেছেন। লেডিবার্ড তৈরীর প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি লেডিবার্ড অরিগ্যামি আমি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভিন্ন ভিন্ন পোস্ট করতে ভালো লাগে। তাইতো সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি। লেডিবার্ড তৈরির পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

 last year 

আপু প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর লেডিবার্ড তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ যেকোন জিনিস তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি অনেক বেশি পছন্দ করি রঙিন কাগজ দিয়েছে কোন কিছু তৈরি করতে। লেডিবার্ড দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। লাল কালো রঙের কাগজ দিয়ে তৈরি করা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি লেডিবার্ড তৈরি করা শেয়ার করার জন্য।

 last year 

আমার সুস্থতা কামনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। আমি চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে নতুন কিছু করার জন্য। লাল কালো রঙের কাগজ দিয়ে লেডিবার্ড তৈরি করার চেষ্টা করেছি।

 last year 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে লেডিবার্ড তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক কিছু তৈরি করা যায়। আর এরকম যদি লেডিবার্ড তৈরি করা হয় তাহলে দেখতে আরো অনেক সুন্দর হয়। লেডিবার্ড দুটি তৈরি করার কারণে অনেক সুন্দর হয়েছে এবং দেখতে খুব ভালো লাগতেছে। পাতার উপর যদি এ দুটি রাখা হয় তাহলে বুঝাই যাবে না এটা রঙিন কাগজের তৈরি। আপনার কাছ থেকে রঙিন কাগজের লেডিবার্ড তৈরি শিখে নিতে পারলাম।

 last year 

রঙিন কাগজ দিয়ে লেডিবার্ড তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি আপু। পাতার উপর রাখার আইডিয়া দারুন ছিল আপু।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাগজ দিয়ে লেডিবার্ড তৈরি অরিগ্যামি। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনি অনেক দক্ষতার সাথে পোস্টটি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

লেডিবার্ড তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। তাইতো চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে নতুন কিছু করার জন্য। এই ধরনের কাজগুলো করতে সত্যি অনেক সময় লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। দারুন ছিল আপু আপনার অরিগ্যামিটি। আমিও এরকম একটি লেডিবাগ তৈরি করেছিলাম। আপনার লেডিবাগ টি খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি ডাইপোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আপনাদের দোয়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আপু। যাইহোক আপু আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে লেডিবার্ড তৈরি করে শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু মন্তব্যের জন্য।

 last year 

আপনি অনেকদিন যাবত শুনতেছি অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে লেডিবার্ড তৈরি করেছেন। আসলে আপু রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারলে এমনিতে অনেক ভালই লাগে। আপনি অসুস্থ থাকার পরও কষ্ট করে রঙিন কাগজ দিয়ে লেডিবার্ড তৈরি করেছেন। তবে আপনার রঙিন কাগজের কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি লেডিবার্ড তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে লেডিবার্ড তৈরি শেয়ার করার জন্য।

 last year 

জি আপু আমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তবুও চেষ্টা করেছি সুন্দর ভাবে লেডিবার্ড তৈরি করে উপস্থাপন করার জন্য। প্রতিটি ধাপ তুলে ধরার চেষ্টা করেছি আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62427.05
ETH 2464.11
USDT 1.00
SBD 2.65