অরিগ্যামি-সোফার অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে শরীরটা খুব একটা ভালো নেই। তাই কি তৈরি করবো আর কি পোস্ট করবো ভেবে পাচ্ছিলাম না। এরপর হঠাৎ করে মনে হল সোফা তৈরি করি। আশা করছি আমার তৈরি করা সোফার অরিগ্যামি সবার ভালো লাগবে।


সোফার অরিগ্যামি তৈরি:

IMG_20240520_173948.jpg
Device-OPPO-A15
IMG_20240520_145057.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ এবং বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে সুন্দর কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আর এই সোফার অরিগ্যামি তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। যখন আমি সোফা গুলো তৈরি করছিলাম তখন হঠাৎ করে মনে হল এর আগেও আমি মনে হয় এই ধরনের সোফা গুলো তৈরি করেছিলাম। এরপর একটু নতুনত্ব আনার জন্য ডিজাইনগুলো সুন্দর করে করার চেষ্টা করেছি। নতুন কিছু তৈরি করলে সেই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে। আর সোফার অরিগ্যামি তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি সোফার অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. ম্যাচ বক্স।
৩. আঠা।
৪. রং।
৫. কাঁচি।

IMG20240520134149.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240520134310.jpg
Device-OPPO-A15
IMG20240520134355.jpg
Device-OPPO-A15


সোফার অরিগ্যামি তৈরি করার জন্য প্রথমে আমি রঙিন কাগজ এবং ম্যাচ বক্স ব্যবহার করার চেষ্টা করেছি। ম্যাচ বক্সগুলোর কভার তৈরি করার জন্য কাগজ ব্যবহার করেছি।


ধাপ-২

IMG20240520134427.jpg
Device-OPPO-A15
IMG20240520134703.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে আঠা লাগিয়ে কাগজগুলো সেটিং করে নিয়েছি।


ধাপ-৩

IMG20240520134801.jpg
Device-OPPO-A15
IMG20240520134813.jpg
Device-OPPO-A15


সোফার বিভিন্ন পার্ট গুলো সুন্দর করে প্রস্তুত করেছি।


ধাপ-৪

IMG20240520134836.jpg
Device-OPPO-A15
IMG20240520134930.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু পার্ট তৈরি করেছি।


ধাপ-৫

IMG20240520135008.jpg
Device-OPPO-A15
IMG20240520135133.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে সবগুলো পার্ট তৈরি করে নিয়েছি। এবার সেটিং করে নেওয়ার পালা।


ধাপ-৬

IMG20240520135205.jpg
Device-OPPO-A15
IMG20240520135353.jpg
Device-OPPO-A15


আঠা দিয়ে সুন্দর করে সেটিং করে নিয়েছি। আর এখানে সুপার গ্লু ব্যবহার করেছি।


ধাপ-৭

IMG20240520135542.jpg
Device-OPPO-A15
IMG20240520135638.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু ছোট ছোট পার্ট তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি। আর সুন্দরভাবে কাগজ লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20240520135707.jpg
Device-OPPO-A15
IMG20240520135816.jpg
Device-OPPO-A15


এবার সব পার্টগুলো সুন্দর করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20240520135854.jpg
Device-OPPO-A15


এরপর সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20240520140014.jpg
Device-OPPO-A15
IMG20240520140245.jpg
Device-OPPO-A15


সোফার অরিগ্যামির ডিজাইন ও কভার তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি। এরপর কুশন তৈরি করার জন্য কাগজ প্রস্তুত করেছি।


ধাপ-১১

IMG20240520140540.jpg
Device-OPPO-A15
IMG20240520141008.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে বেশ কয়েকটি কুশন তৈরি করেছি। এরপর রং ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-১২

IMG20240520141305.jpg
Device-OPPO-A15
IMG20240520141505.jpg
Device-OPPO-A15


কুশনগুলো সুন্দর করে প্রস্তুত হয়ে গেলে এবার ডিজাইন করার জন্য সাদা রংয়ের ব্যবহার করেছি।


ধাপ-১৩

IMG20240520141514.jpg
Device-OPPO-A15
IMG20240520142118.jpg
Device-OPPO-A15


রংয়ের ব্যবহার করা হয়ে গেলে সোফার উপরের ডিজাইন করেছি।


ধাপ-১৪

IMG20240520142238.jpg
Device-OPPO-A15
IMG20240520142346.jpg
Device-OPPO-A15


এরপর কুশন গুলো সেটিং করে নিয়েছি। এবারে ছোট টেবিল তৈরি করে নিয়েছি।


ধাপ-১৫

IMG20240520142510.jpg
Device-OPPO-A15
IMG20240520142759.jpg
Device-OPPO-A15


এরপর টেবিলের ডিজাইন করার জন্য কাগজ কেটে নিয়েছি। এবার টেবিলের উপরের অংশ সুন্দর করে ডিজাইন করেছি। আর সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20240520143017.jpg
Device-OPPO-A15
IMG_20240520_145204.jpg
Device-OPPO-A15


সবকিছু তৈরি হয়ে গেলে সুন্দর করে সেটিং করে নেওয়ার জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20240520_151149.jpg
Device-OPPO-A15


সোফার অরিগ্যামি তৈরি করতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় এরকম খেলনা অনেক তৈরি করতাম। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই আজ অতীত। যেহেতু এরকম ভাবে এর আগে অনেকবার সোফা তৈরি করেছি তাই আজ খুব সহজেই তৈরি করতে পেরেছি। আর ডিজাইনগুলোর মাঝে ভিন্নতা আনার জন্য রঙের ব্যবহার করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last month 

ভাইরে ভাই কি ক্রেয়েটিভ মানুষরে। যে পোস্টটি দেখি সেটাই তো ভালো লাগছে। আপু আজকের সোফা তো দারুন ছিল। আপনি তো দারুন সুন্দর করে সোফা বানিয়ে শেয়ার করলেন। উপস্থাপনা এমন ‍সুন্দর ছিল যে, যে কেউ চাইলেই বেশ সহজে অরিগ্যামি পোস্টটি শিখে নিতে পারবে।

 last month 

সবার ক্রিয়েটিভিটি দেখে আমিও একটু চেষ্টা করলাম আপু। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। এভাবেই মন্তব্য করে সব সময় পাশে থাকবেন।

 last month 

ওয়াও বেশ সুন্দর একটি সোফার অরিগামি তৈরি করেছেন।অনেক কিউট লাগছে দেখতে ।ডাই টি তৈরি করতে বেশ সময় লেগেছে বুঝতে পারলাম।ধন্যবাদ সময় নিয়ে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 last month 

সোফার অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। চেষ্টা করেছি সুন্দর করে এই পোস্ট উপস্থাপন করার।

 last month 

বাহ আপু আপনি অসাধারণ ভাবে সোপার অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি সোপার অরিগামি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি চাইলে এই সোপা গুলো ছোট একটি ঘর বানিয়ে রাখতে পারবেন।আশা করছি পরবর্তী পোস্টের মধ্যে ছোট একটি ঘর তৈরি করে এই সোফা গুলো রাখবেন।

 last month 

সোফার অরিগ্যামি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুশি হলাম। ছোট্ট একটি ঘর বানাতে পারলে সত্যি অনেক ভালো হতো।

 last month 

আপনি তো দেখে খুবই দারুণ সোফার অরিগ্যামি তৈরি করেছেন। আমার কাছে খুব দারুণ লেগেছে আপু। আপনি খুব দারুণভাবে এটি তৈরি করেছেন। এত চমৎকার একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

ভাইয়া আমি চেষ্টা করেছি সোফা তৈরি করার। আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

ঠিক বলেছেন আপু কোন কিছুতে নতুনত্ব সৃষ্টি করলে অনেক ভালো লাগে। আপনার সোফাটি চমৎকার হয়েছে। আসলে আপু এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আপনার সোফার ডিজাইন অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

সত্যি আপু কোন কিছুতে নতুনত্ব আনতে অনেক ভালো লাগে। তাই তো আমি নতুনভাবে এই সোফা তৈরি করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপু উৎসাহ দেওয়ার জন্য।

 last month 

ম্যাচ বক্স দিয়ে বেশ সুন্দর এক সেট সোফা তৈরি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। আর টেবিলের উপর কাগজ কেটে সুন্দর টেবিল ক্লথ বানিয়েছেন দেখছি।সাথে পিলোও ব্যবহার করেছেন। বেশ সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

পড়ে থাকা কোন কিছু দিয়ে নতুন কিছু বানাতে ভালো লাগে। তাই তো আমি সোফা তৈরি করার চেষ্টা করেছি। টেবিলের উপরের ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 last month 

সোফার অরিগ্যামি তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার সোফার অরিগ্যামি তৈরি করার এই বুদ্ধিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ম্যাচ বক্স এবং রঙিন কাগজ দিয়ে যে এমন সুন্দর জিনিস তৈরি করা যায় তা আমার জানা ছিল না।

 last month 

সোফার অরিগ্যামি তৈরির পদ্ধতি দেখে আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। চেষ্টা করেছি নতুন কিছু করার। ধন্যবাদ ভাইয়া।

 last month 

রঙিন কাগজ কে সুন্দর করে কেটে আঠা দিয়ে সেটাকে একটা সোফায় পরিনত করেছেন আপু। দেখতে খুবই দারুন লাগছে।আর প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 last month 

রঙিন কাগজ কাজে লাগিয়ে সুন্দর করে সোফা তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে দারুণ লেগেছে জেনে ভালো লাগলো।

 last month 

মেস বক্স দিয়ে সোফার অরিগ্যামি তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 last month 

আমার তৈরি করা সোফা দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। চেষ্টা করেছি প্রতিটি ধাপ উপস্থাপন করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

অনেক সুন্দর ভাবে সোফার অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশি ভালো লাগলো আপনার এই সুন্দর ক্রিয়েটিভিটি দেখে। অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আজকের এই পোস্ট। আশা করব পরবর্তীতে ঠিক এমনই সুন্দর পোস্ট নিয়ে উপস্থিত হবেন।

 last month 

সোফার অরিগ্যামি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে আর মন্তব্য করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64182.86
ETH 3531.12
USDT 1.00
SBD 2.53