অনুভূতি||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি সুন্দর একটি গল্প লিখে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। এবার চলুন আমার লেখা গল্পটি পড়তে।


অনুভূতি:

happy-birthday-g3bd2de5e3_1920.jpg

Source


আজ অনেক বছর পরও সাথীর নিলয়ের কথা মনে পড়ছে। একটা সময় এই দুটি মানুষের মাঝে খুব গভীর সম্পর্ক ছিল। প্রথমে ভালোলাগা, এরপর ধীরে ধীরে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে কখন যে ধীরে ধীরে একটি মিষ্টি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল তা দুজন বুঝতেই পারেনি। হয়তো তাদের অনুভূতিগুলো সময়ের সাথে সাথে বদলে গিয়েছিল। তাইতো অনুভূতির সেই রূপ বদল তাদের জীবনেও প্রভাব ফেলেছিল। তারা সবে মাত্র ভার্সিটিতে পা দিয়েছিল। নতুন পরিবেশ, নতুন পথচলা সব কিছুই তাদেরকে আরো বেশি খুশিতে রেখেছিল। ক্যাম্পাস জুড়ে একসাথে ঘুরে বেড়ানো এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সবকিছু যেন তাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল। নিলয় এবং সাথী সবার কাছেই খুবই পরিচিত মুখ ছিল। কারণ তারা সবার সাথে হাসিমুখে কথা বলতো এবং পুরোটা সময় সবাইকে মাতিয়ে রাখত। এরপর হঠাৎ করে তাদের এই সুন্দর মুহূর্ত গুলোর মাঝে কালো আঁধার নেমে এলো। হয়তো সৃষ্টিকর্তা তাদের এই সুন্দর মুহূর্ত গুলো খুবই অল্পদিনের জন্য রেখেছিলেন।


নিলয় এবং সাথী যখন ক্যাম্পাসে হাঁটাহাঁটি করছিল হঠাৎ করে নিলয় মাথা ঘুরে পড়ে যায়। নিলয়ের এই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া সাথীর খুবই অবাক লাগে। এরপর অন্যান্য বন্ধু বান্ধবীরা সবাই মিলে ডাক্তার ডাকার ব্যবস্থা করে। তাৎক্ষণিক ডাক্তার এসে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর নিলয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ডাক্তার সাহেব বলেন আপনারা উনাকে হসপিটালে নিয়ে আসুন কিছু টেস্ট করার আছে। সবাই অনেক চিন্তার মধ্যে পড়ে যায়। এরপর সবাই একটি গাড়ি নিয়ে হসপিটালের দিকে যায়। নিলয় অনেকটা মনমরা হয়ে বসে ছিল। বন্ধু-বান্ধবী সবাই মিলে তাকে সান্তনা দিতে লাগে। নিলয়ের মলিন মুখের চাহনিতে সাথীর হৃদয় কেঁপে উঠেছিল। সাথী নিলয়ের হাত দুটো ধরে বলে আমরা সবাই তোমার পাশে আছি। তোমার কিছু হয়নি। দেখবে তুমি কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। নিলয়ের মুখে এবার একটুখানি হাসি ফুটে উঠে। তবে সেই হাসির মাঝে সেই প্রাণবন্ত হাসির কোন মিল নেই। একেবারে মলিন হাসি ফুটে উঠেছে নিলয়ের মুখে। সাথী মনে মনে বেশ কষ্ট পাচ্ছে নিলয়ের জন্য। তবে মুখ ফুটে বলতে পারছে না। কারণ সে যদি কিছু বলে তাহলে নিলয় আরো বেশি ভেঙে পড়বে।


অবশেষে নিলয়ের সবগুলো টেস্ট করানো হয়ে যায়। এবার ডক্টরের কাছে বিদায় নিয়ে সবাই যে যার বাসায় চলে যায়। ডক্টর নিলয়কে এবং সাথীকে ডেকে বলেন আপনারা কাল এসে রিপোর্ট নিয়ে যাবেন। এরপর সেই রাতে নিলয় ও সাথী ঘুমাতে পারিনি। সেদিন নিলয় ও সাথী সারাটি রাত ফোনে কথা বলেছিল। ফোনের ওপাশ থেকে সাথী নিলয়কে বারবার সান্তনা দিচ্ছিল। বারবার তাকে ভরসা দিয়ে বলছিল এই পৃথিবীতে আমরা দুজন আজীবন বেঁচে থাকবো। সৃষ্টিকর্তা আমাদেরকে আলাদা করে দিবেন না। যখন সাথী সেই কথাগুলো বলছিল তখন নিমিষেই তার দুটি চোখ ভিজে যাচ্ছিল। হয়তো নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছিল না। তবে নিজের অনুভূতি দুচোখের কোনায় জল হয়ে ঝরে পড়ছিল। যে অনুভূতি শুধু একান্তই নিজের। হয়তো কাউকে বোঝানো যায় না। সাথী নিজেকে সামলানোর চেষ্টা করছিল। মনে মনে সেও অনেক ভয় পেয়েছিল। কিন্তু নিলয়কে বুঝতে দিচ্ছিল না ও নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারছিল না। সাথী ও নিলয় অনেক কষ্টে সেই রাতটি পার করেছে।


heart-ga6807a278_1920.jpg

Source


ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাথী নিলয়ের বাসার সামনে গিয়ে দাঁড়ালো। নিলয় বাসা থেকে বের হয়ে সাথীর সামনে আসলো। এবার দুজনের মধ্যে খুব একটা কথা হলো না। তবে দুজনের চোখের ভাষায় অনেক অনুভূতি লুকিয়ে ছিল। অনেক সকালে হসপিটালে যাওয়ার কারণে তাদেরকে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছিল। ডাক্তার সাহেব আসার পর সাথীকে নিজের চেম্বারে ডাকলেন। এরপর বললেন সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন হয়তো সময় নির্ধারণ করে দিয়ে। তাইতো এমন কিছু সময় আমাদের জীবনে আসে যেখানে আমাদের কিছু করার থাকে না। এই কথাগুলো যখন সাথী শুনছিল তখন বারবার হৃদয় ভেঙেচুরে চুরমার হয়ে যাচ্ছিল। অবশেষে ডাক্তার সাহেব বলেই ফেললেন নিলয়ের এই পৃথিবীতে বেঁচে থাকার সময় খুবই কম। নিলয় অনেকদিন থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিল। এখন তার সময় অনেকটা শেষের দিকে চলে এসেছে। কিন্তু সে হয়তো বুঝতে পারেনি। এই কথাগুলো শোনার জন্য সাথী মোটেও প্রস্তুত ছিল না। এই কথাগুলো শোনার পর সাথী নিজেকেই সামলাতে পারছেনা তবে নিলয়কে কি উত্তর দিবে এই কথা ভাবতেই সাথী যেন বারবার ভেঙে পড়ছিল।


নিজেকে কিছুটা সামলে নিয়ে সাথী নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালো। বলল তোমার কিছু হয়নি। ডক্টর বলেছেন নিয়মিত ওষুধ খেলেই তুমি ঠিক হয়ে যাবে। এবার নিলয় সাথীর হাত ধরে বলল তোমার মুখে মিথ্যে কথা শুনতে আমার বেশ ভালই লাগছে। কারণ কিছু কিছু মিথ্যের মাঝেও অনেক ভালোবাসা এবং অনেক অনুভূতি লুকিয়ে থাকে। তুমি হয়তো নিজের প্রিয় মানুষটিকে কষ্ট দিবে না বলেই মিথ্যে বলছো। মৃত্যুর আগে আমি এতোটুকুই বুঝতে পারছি কেউ একজন আমার জন্য হয়তো কষ্ট পাবে। হয়তো তার অনুভূতিতে সারা জীবন আমি থেকে যাব। হয়তো তুমি চাইলেও তোমার অনুভূতি থেকে আমাকে আলাদা করতে পারবে না। কারণ আমি তোমার অনুভূতির মাঝে মিশে আছি। নিলয় যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তখন সাথী অনেকটা একা হয়ে পড়ে। হয়তো তার জীবনের অনেকগুলো সময় পার হয়ে গেছে। তবুও নিলয় আজও তার অনুভূতিতে আছে। মাঝে মাঝে যখন সাথী একা সময় কাটায় সাথে তখন বারবার নিলয়ের বলে যাওয়া সেই কথাগুলো মনে পড়ে। হয়তো সত্যিই তার অনুভূতিতে সারা জীবন নিলয়কে খুজে পাবে সাথী। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। মৃত্যু কখনো ভালোবাসাকে আলাদা করতে পারে না। মৃত্যু হয়তো সেই মানুষটিকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু ভালোবাসার মানুষের অনুভূতিতে সারা জীবন সে ভালোবাসার মানুষ হয়ে থাকে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

নিলয় অনেকদিন থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিল শুনে অনেক দুঃখ পেলাম ।আসলেই নিলয় ও সাথির ভালোবাসার মধ্যে এমন একটা সমস্যা হবে হয়তো তারা কোনদিন ভাবছিল না । ভালো বাসার মানুষ যদি অসুস্থ থাকে পৃথিবীর কোন কিছুই ভালো লাগেনা ।আমি দোয়া করি নিলয় ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

 2 years ago 

কিছু কিছু ভালোবাসা আছে যেগুলো পূর্ণতা পায় না। তাইতো আমি গল্পের মাঝে অপূর্ণ ভালোবাসা উপস্থাপন করেছি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

গল্পটা পড়ে খুবই খারাপ লাগছে নিজেকে। না পাওয়ার বেদনার থেকে পেয়ে হারানোর বেদনা অনেক কঠিন। আবার কখনো কখনো ব্যর্থতায় প্রেমের বড় সার্থকতা। সাথীর জন্য সমবেদনা জ্ঞাপন করছি। অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42