সুখগুলো ক্ষণিকের দুঃখগুলো চিরদিনের||আমার বাংলা ব্লগ [10%shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। লেখালেখি করতে আমার ভালো লাগে। আমি আমার মনের আবেগ থেকে লেখা দেখি করতে ভালোবাসি। হয়তো আমার মনের আবেগ, কল্পনা সবকিছু মিলে মিশে রয়েছে আমার এই লেখনীতে। তাই আজ আমি আমার মনের আবেগ থেকে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করবো। আমাদের এই জীবন মানে সুখ-দুঃখের খেলা। কিন্তু এই জীবনে সুখ গুলো ক্ষণিকের কিন্তু দুঃখগুলো চিরদিনের।



সুখগুলো ক্ষণিকের দুঃখগুলো চিরদিনের:

cry-gb3023bf39_1280.png

Source



সুখ-দুঃখের বিচিত্রা খেলা নিয়ে গড়ে উঠেছে আমাদের এই জীবন। সুখ ও দুঃখ আমাদের জীবনের বিপরীতে একটি দিক। একদিকে যেমন সুখ অন্যদিকে তেমন দুঃখ ঘিরে রয়েছে আমাদের জীবনের চারপাশ। সুখ দুঃখ নিয়ে গড়ে উঠেছে আমাদের এই ছোট্ট জীবন। তবে এই জীবনে সুখগুলো খুবই অল্প। পাহাড় সমান দুঃখগুলোর চারপাশে সুখগুলোকে বিন্দুর মতো মনে হয়। প্রত্যেকটি মানুষ তার জীবনের সুখ-দুঃখের মাঝে বেঁচে থাকে। কিন্তু এই সুখ ও দুঃখ গুলোর মাঝে সুখগুলোকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। কারণ মানুষের জীবন বিচিত্র রকমের। সুখগুলো হয় ক্ষণিকের জন্য আর দুঃখ গুলো আমাদের জীবনের সারা জীবনের সঙ্গী হয়ে থেকে যায়। মানুষের জীবনের সুখগুলো খুবই স্বল্প সময়ের জন্য উপভোগ করা যায় কিন্তু দুঃখগুলো আজীবন হৃদয়ের কোণে জায়গা করে নেয়। প্রত্যেকটি মানুষের জীবনে সুখ ও দুঃখ রয়েছে। হয়তো সুখ দুঃখের হিসাব করতে গেলে সুখের তুলনায় দুঃখের পাল্লা অনেক ভারী।



boy-g95a5b7c82_1920.jpg

Source



এই জীবনে সুখের সাথী সবাই হতে চায়।কিন্তু দুঃখ গুলো ভাগ করে নিতে কেউ চায়না।কাছের মানুষগুলো আমাদের সবচেয়ে বেশি দুঃখ দেয়। কাছের মানুষগুলো প্রতিনিয়ত আমাদের জীবনের কষ্টগুলোকে বাড়িয়ে তোলে। মাঝে মাঝে মনে হয় কষ্ট দেয়ার অধিকার শুধু তাদেরই রয়েছে।আমাদের জীবনের সুখের সুন্দর স্মৃতিগুলো ক্ষণিকের জন্য আসে আর দুঃখগুলো সারা জীবনের জন্য আমাদের মনে জায়গা করে নেয়। কারণ দুঃখের স্মৃতিগুলো কখনো ভোলা যায়না। হৃদয়ে যদি আঘাত লাগে এবং আমরা যদি কষ্ট পাই তাহলে সেই কষ্ট সারা জীবনের জন্য অন্তরে গেঁথে যায়। তখন হাজারো সুখের স্মৃতি সেই অন্তরে গেঁথে যাওয়া দুঃখগুলোকে মুছে দিতে পারে না। কারণ সুখগুলো আমাদের জীবনে ক্ষণস্থায়ী আর দুঃখগুলো চিরস্থায়ী। সুখ দুঃখ নিয়েই আমাদের বসবাস। আমাদের জীবনের সুখ, আবেগ, ভালোলাগা, চাওয়া-পাওয়া সবকিছু ক্ষণস্থায়ী। কিন্তু আমাদের এই ক্ষুদ্র জীবনের দুঃখগুলো চিরস্থায়ী। কারণ দুঃখ গুলোকে কখনোই মন থেকে মুছে ফেলা যায় না। দুঃখগুলো সবসময় মনের গভীরে জায়গা করে নেয়।



fantasy-g05b5058b0_1920.jpg

Source



আমাদের অন্তরে সুখের মাঝে দুখের বসতি কথাটি একদম ঠিক। সুখগুলোকে অনুভব করা যায় কিন্তু দুঃখগুলো অন্তরে চিরদিন রয়ে যায়। জীবনে হাজারো সুখের দিন আসুক না কেন দুঃখগুলো সব সময়ই অন্তরের কোনে জায়গা করে রয়ে যায়। দুঃখের স্মৃতিগুলো সব সময় পিছনে তাড়া করে বেড়ায়। জীবনের ব্যর্থতা গুলো মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় সেই ক্ষত বিক্ষত হৃদয়ের ব্যথাগুলো। সুখগুলো স্বপ্নের মতো মনে হয় কিন্তু দুঃখগুলো আমাদের জীবনের বাস্তবতার সাথে মিশে যায়। স্বপ্ন যেমন ঘুম ভাঙলেই শেষ হয়ে যায় তেমনি সুখগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়। কিন্তু আমাদের জীবনের দুঃখগুলো বাস্তবতার সাথে আমাদের জীবনে রয়ে যায়। স্বপ্ন যেমন ভেঙে গেলে নতুন স্বপ্নের আশায় আমরা প্রহরগুনি তেমনি সুখের জন্য দিনের পর দিন পর দিন প্রহরগুনি। কিন্তু সুখ যদি কপালে না থাকে তাহলে হাজার চেষ্টা করেও জীবনের প্রতিটি সময় কষ্টের মধ্যে দিয়ে পার করতে হয়। নিজের ভেতরে লুকিয়ে রাখা কষ্টগুলো আমাদের জীবনের সুখগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। আর সেই কষ্টের ভেলায় ভাসতে ভাসতে সুখগুলো কখন যে বিলীন হয়ে যায় আমরা বুঝতেই পারি না। জীবন যেমন নদীর মত বয়ে চলেছে তেমনি আমাদের জীবনের সুখগুলো সেই নদীর স্রোতে ভেসে চলেছে প্রতিনিয়ত।



people-g180678aff_1920.jpg

Source



পৃথিবীতে প্রত্যেকটি মানুষ তার ভিতরে লুকিয়ে রাখে অনেক বেশি কষ্ট ও যন্ত্রণা। একেকজনের কষ্টের অনুভূতিগুলো একেক রকমের। তবে সেই অনুভূতিগুলোর মাঝেও আমরা সুখ খোঁজার চেষ্টা করি। হয়তো মাঝে মাঝে সুখের পিছে ছুটতে ছুটতে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়। নিজের অস্তিত্ব যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিকরে সুখের দেখা পাবো। সুখ সবার কপালে সয়না এই কথাটা একদম ঠিক। কিন্তু দুঃখগুলো সবার ভাগ্যে রয়েছে। হয়তো সেই দুঃখ গুলো মন থেকে বিলীন করে দিতে বা সুখের মোহে ছুটতে ছুটতে আমরা আমাদের জীবনের দুঃখগুলোকে এড়িয়ে যেতে চাই। কিন্তু হৃদয়ে জমা দুঃখগুলো সারাজীবন রয়ে যায়। কারণ আমাদের জীবনের সুখগুলো ক্ষণিকের কিন্তু দুঃখগুলো আমাদের সারা জীবনের।



girl-gc1be63b62_1920.jpg

Source



পৃথিবীর প্রত্যেকটি মানুষ যে যার মত সুখী থাকার চেষ্টা করছে। হয়তো সুখ এই জীবনে মরীচিকার মত। তবুও সবাই সুখের আশায় দিন গুনছি। হয়তো সেই অপেক্ষার প্রহর জীবনের শেষ দিন পর্যন্ত রয়ে যাবে। জীবন যুদ্ধে আজ আমরা বড়ই অসহায়। সুখ-দুঃখের খেলার মাঝে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি আমরা। দুঃখগুলোর চাপা কান্নায় সুখগুলোকে উড়িয়ে দিয়েছি। কারণ দুঃখগুলো এতটা ক্ষতের সৃষ্টি করে দেয় সুখগুলোকে ঠুনকো কাচের মতো মনে হয়। এই হৃদয় যেমন নিমিষে ভেঙে চুরে যায় তেমনি আমাদের জীবনের সুখগুলো কাচের মতো ভেঙে যায়। ভাঙা কাচের টুকরো যেমন আমাদের কখনো কাজে আসে না তেমনি খনিকের সুখগুলো স্থায়ী হয়না। কিন্তু দুঃখগুলো হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। হয়তো সেই হৃদয়ের ক্ষত কাউকে দেখানো যায়না। সেই দুঃখগুলো আমাদের জীবনের সঙ্গী হয়ে রয়ে যাবে চিরদিন। তাই আজ আমরা আমাদের জীবনের দুঃখগুলো সঙ্গী করে নিয়েছি।



depression-ga8e62d3f3_1920.jpg

Source



দুঃখ আমাদের চির দিনের সঙ্গী। হয়তো আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমাদের ভিতর দুঃখ গুলোকে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। আমাদের জীবনের দুঃখগুলো আলাদা হলেও অনুভূতিগুলো একইরকম। কারণ আমরা মানুষ। আমাদের মনের কষ্টগুলো এবং অনুভূতিগুলো হৃদয়ের মাঝে মিশে গেছে। আমাদের হৃদয় থেকে যেমন দেহকে আলাদা করা সম্ভব নয় তেমনি আমাদের জীবন থেকে দুঃখের মুহূর্তগুলো বা দুঃখের স্মৃতিগুলো কখনো মুছে ফেলা সম্ভব নয়। হয়তো এসব স্মৃতি রয়েছে বলেই আমরা সুখ-দুঃখের ব্যাবধান অনুধাবন করতে পারছি। কিন্তু সেই মুহূর্তগুলো মনে হলে খনিকের সুখগুলো উড়িয়ে দিতে ইচ্ছা করে। কারণ খনিকের সুখগুলো উড়ন্ত পাখির মত। উড়ন্ত পাখি যেমন প্রতিনিয়ত উড়ে চলেছে ও আমাদের কাছে ধরা দিতে চায় না তেমনি আমাদের জীবনের সুখগুলো সেই উড়ন্ত পাখির মত উড়ে উড়ে বেড়াচ্ছে। হয়তো এই জীবনে সুখ নামের উড়ন্ত পাখি আমাদেরকে ধরা দেবে না। তবুও আমরা আমাদের এই দুঃখ ভরা জীবনের মাঝে সুখের প্রতীক্ষায় বসে থাকি। কিন্তু হৃদয়ের মাঝখানে দুঃখগুলো মুহূর্তেই হু হু করে কেঁদে ওঠে। কারণ সুখের স্মৃতিগুলো ক্ষণিকের কিন্তু দুঃখের স্মৃতি গুলো চিরদিনের।



আমি আমার মনের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার লেখা আপনাদের কাছে ভালো লাগবে। তবে আমার এই লেখনীর মাঝে মাঝে কোন প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।



ধন্যবাদ সকলকে

Sort:  
 3 years ago 

সুখের স্মৃতিগুলো ক্ষণিকের কিন্তু দুঃখের স্মৃতি গুলো চিরদিনের।

কথাগুলো একেবারেই সঠিক। আমাদের সুখের সময়টা ভীষণ ক্ষনিকের জন্য আর দুঃখটা চিরস্থায়ী। দুঃখ গুলো পিছু যেন ছাড়তেই চায় না।
তবে যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমরা সবাই।
খুব ভালো উপস্থাপনা ছিল ❤️

 3 years ago 

আমরা একটি কথা জানি যে সুখ এবং দুঃখ পর্যায়ক্রমে আসে। সুতরাং দুটোর ক্ষেত্রেই আমাদের প্রস্তুত থাকা উচিত।সুখের সময় খেই হারিয়ে ফেললে চলবে না কারণ এরপরে আবার দুঃখ আসবে তার জন্য প্রস্তুত থাকতে হবে । ধন্যবাদ

 3 years ago 

সুখের সময় টুকু ক্ষণিকের হয় কারণ সুখের সময় টুকু আনন্দের সাথে চলে যায়। আর দুঃখের সময় টুকু ইচ্ছা হয় কারণ দুঃখের সময় সহজে যেতে চায়না। আবার দুঃখের সময় টুকু মনের মধ্যে স্থায়ী হয় অনেক দিন থাকে। কিন্তু এটা বাস্তব যে সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। সুখ-দুঃখ আমাদেরকে মেনে নিতে হবে কিছুই করার নেই এখানে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32