জেনারেল রাইটিং-সম্মান||

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে মনটা ভীষণ খারাপ। আসলে মাঝে মাঝে নিজের জীবনের প্রতি বিরক্তি চলে আসে। মনে হয় যেন পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট কিংবা অবহেলা পাওয়ার জন্যই এসেছে। নিজের ইচ্ছে গুলোকে বিলীন করেও মাঝে মাঝে ভালো থাকার চেষ্টা করেও অনেক সময় ভালো থাকা যায়না। যাইহোক সেসব কথা বাদ দেই। আজকে আমি একটি ভিন্ন ধরনের টপিক নিয়ে একটি পোস্ট লিখতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।


সম্মান:

IMG_20231230_172131.jpg


আমরা মধ্যবিত্ত মানুষ। একটুখানি সম্মান নিয়ে বাঁচতে চাই। হয়তো সেই একটুখানি সম্মানের মাঝে নিজের জীবনের সুখ গুলো খুঁজে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এই বিষাক্ত জীবনে যখন অসম্মান আর অবহেলা ঘিরে ধরে তখন বেঁচে থাকার ইচ্ছে গুলো বিলীন হয়ে যায়। হয়তো নিজেকে এই পৃথিবীতে বড্ড বেশি বেমানান লাগে। আসলে আমরা যারা মধ্যবিত্ত মানুষ তারা হয়তো একটুখানি সম্মানের আশায় নিজেকে গুটিয়ে রাখি। হয়তো ভালো থাকতে চাই কিংবা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। কিন্তু মাঝে মাঝে জীবনের বাস্তবতা গুলো আমাদের ভালো থাকাকে বিলাসিতা মনে করে।


মাঝে মাঝে মনে হয় সম্মান নিয়ে বাঁচা আর যুদ্ধে জয়ী হওয়া মনে হয় একই রকম। তবু মাঝে মাঝে আমরা জীবন যুদ্ধে হার মেনে যাই। হয়তো অস্ত্রবিহীন যুদ্ধ আমাদেরকে পরাজয় এনে দেয়। জীবনের সব ইচ্ছে গুলো যখন ধোঁয়াশায় মিলিয়ে যায় একটা সময় গিয়ে দেয়ালে পিঠ ঠেকে যায়। আর তখন মন দিশাহারা হয়ে ওঠে। এলোমেলো হয়ে যায় সবকিছু। সেই সবকিছুর মাঝে যখন নিজের সম্মান টুকুও বিলীন হয়ে যায় তখন বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। মনে হয় যেন আবার যদি শুরু থেকে সবটা শুরু হতো তাহলে হয়তো এক টুকরো সম্মান বাঁচিয়ে রাখতাম একটু শান্তিতে বাঁচবো বলে।


একটি মানুষ যখন নিজের সম্মান নিয়ে বেঁচে থাকে তখন তার মত সুখী মানুষ আর কেউ থাকে না। হয়তো অর্থের প্রাচুর্য তার জীবনে নাও থাকতে পারে। কিন্তু নিজের আত্মসম্মানবোধ কিংবা তার সম্মানটুকু যখন থাকে সে সবচেয়ে সুখী মানুষ হয়ে যায়। তার নিজের জীবনের ইচ্ছে গুলোও পূর্ণতা পায়। কিন্তু বাঁচার জন্য যে সম্মানের প্রয়োজন হয় সেই সম্মান যদি হারিয়ে যায় তাহলে বেচেঁ থাকা কঠিন হয়ে যায়। কারণ আমাদের মত মধ্যবিত্ত মানুষরা একটু সম্মান নিয়ে বুক ফুলিয়ে বেঁচে থাকার মাঝে জীবনের অনেক মানে খুঁজে নেয়। কিংবা জীবনের অনেক না পাওয়া গল্পগুলোকে পূর্ণতা এনে দেয়। হয়তো এটাই জীবন। তবু কেন জানি আমরা বাঁচতে চাই। সম্মানের সাথে বাঁচতে চাই।


মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে খুবই ক্ষুদ্র মনে হয়। মনে হয় যেন এই পৃথিবী থেকে হয়তো নিজেকে বিলীন করে দিলে কারো কিছু যায় আসবে না। হয়তো কোন এক আঁধার রাতের মতোই জীবনে আঁধার নেমে আসবে। হয়তো কখনোই আর ভোরের আলো ফুটবে না। হয়তো কখনোই আর সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচার ইচ্ছে জাগবে না। কারণ হৃদয়টা যে অনেক আগেই মরে গেছে। আর মনের মৃত্যু মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। হয়তো মৃত্যুর প্রহর গুনতে গুনতে জীবনের সময় ফুরিয়ে যায়।


আসলে আমরা মধ্যবিত্ত মানুষরা একটু ভালো থাকতে চাই। একটু সম্মান, একটু ভালোবাসা, আর একটু ভালো থাকার মাঝেই আমরা জীবনের মানে খুঁজে নেই। কিন্তু জীবন যখন থমকে দাঁড়ায় তখন অসম্মানের কালো ছায়া আর অবহেলা জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। মনে হয় যেন এই বিষাক্ত জীবনে আমরা বড্ড বেশি বেমানান। বারবার মনে হয় এই বিষাক্ত জীবন থেকে হয়তো মুক্তি মেলা ভীষণ কঠিন। তবুও আমরা প্রত্যাশা করি একটু ভালো থাকার। কারণ আমরা মধ্যবিত্ত মানুষ। একটু সম্মান নিয়ে বাঁচার মাঝেই আমাদের ভালো থাকা। আর এইটুকু চাওয়াই যখন অপূর্ণ হয়ে যায় তখন জীবনের মানে হারিয়ে যায়। হয়তো বেঁচে থাকার ইচ্ছে গুলো বিলীন হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় কাউকে কখনোই অসম্মান করা উচিত নয়। কারণ তারও অধিকার আছে একটুখানি ভালোভাবে বাঁচার।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 5 months ago 

মধ্যবিত্ত মানুষের কাছে সম্মান হচ্ছে অনেক মূল্যবান একটা জিনিস। সেই সম্মান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে তাদের বাঁচার আশাটা একেবারে ক্ষীণ হয়ে যায়। তাইতো মধ্যবিত্ত মানুষেরা অনেক সময় অতি কষ্টে জীবনযাপন করলেও, অন্যের কাছে কিছু চায় না সহজে। কারণ মানুষের কাছে হাত পেতে কিছু চাইলে নিজেদের সম্মানে আঘাত হানে। দিনশেষে তাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যথাযথ সম্মান নিয়ে বাঁচা। যদিও এখন মধ্যবিত্ত মানুষদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে জীবন জীবিকার তাগিদে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া মধ্যবিত্ত মানুষের কাছে সম্মান হচ্ছে অনেক বেশি মূল্যবান। আমরা সবাই সম্মান নিয়ে বাঁচতে চাই। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 5 months ago 

আসলে সন্মান নিয়ে বেঁচে থাকাটা যে কতোটা সুখের তা বলে বোঝানো সম্ভব নয়।কিন্তুু সত্যি সন্মান নিয়ে বেঁচে থাকাটা যুদ্ধ জয়ের থেকেও বেশি কিছু মনে হয়।জীবনে কাউকেই হেয়ও অসন্মান করা উচিত নয়।ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

ঠিক বলেছেন আপু সন্মান নিয়ে বাঁচা যুদ্ধ জয়ের থেকেও অনেক বেশি আনন্দের। তাই সবাইকে সম্মান করা উচিত। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 5 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু আমাদের সবারই উচিত সবাইকে সম্মাব করা । সত্যি আমরা মধ্যবৃত্ত সবাই চাই একটু ভালোবাসা আর নিজের সম্মান। আসলে আপু জীবন মানে যুদ্ধ আমাদের যুদ্ধ করেই এগিয়ে যেতে হয়।ধন্যবাদ আপু সুন্দর লিখেছে।

 5 months ago 

সত্যি আপু আমরা যদি অন্যকে সম্মান করি তাহলে সেও আমাদেরকে সম্মান করবে। তাই জীবনে সম্মান নিয়ে বাঁচতে হলে অন্যকেও সম্মান করতে হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

চমৎকার একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করলেন আপু। এটা খুব সত্যি কথা মধ্যবিত্ত মানুষ মানেই সম্মান নিয়ে বেঁচে থাকা। টাক পয়সা কম থাকলেও সম্মানটুকু নিয়ে বেঁচে থাকতে চায় মধ্যবিত্ত এই মানুষ গুলো।কখনও কাউকে অবহেলা আর অসম্মান করা উচিত নয়।ধন্যবাদ আপু চমৎকার ভাবে বিষয়টিকে নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য।

 5 months ago 

টাকা পয়সার চেয়ে সম্মান সত্যি অনেক বেশি মূল্যবান। তাই আমরা যেমন সম্মান প্রত্যাশা করি তেমনি অন্যকেও সম্মান করতে হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 5 months ago 

বর্তমান সময়ে সম্মান নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর। তবে সম্মান অর্জন করতে হলে অনেক কিছু স্বীকার করতে হয়। তার সাথে তেল বাজি তো আছে আমাদের সমাজে। আপনার বাস্তববাদী লেখা গুলো পড়ে বেশ ভাল লাগলো।

 5 months ago 

ঠিক বলেছেন আপু সম্মান অর্জন করা অনেক বেশি কঠিন। তবুও আমরা সম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি। আমার লেখা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 5 months ago 

সম্মান মানুষের জীবনে একদিন মূল্যবান জিনিস। মানুষের কাছে টাকা পয়সা থাকুক বা না থাকুক সম্মান থাকাটা অনেক জরুরী। মধ্যবিত্ত মানুষের কাছে সেই সম্মানটা অতি মূল্যবান৷ তার যা কিছুই হয়ে যাক না কেন তিনি কখনো তাদের সম্মানহানি মেনে নেবেন না৷ সব সময় তারা তাদের সম্মানকে ধরে রাখার চেষ্টা করেন এবং তারা যদি অনেক দুঃখ কষ্ট এর জীবন যাপনও করেন তবুও কখনো অন্যের কাছে হাত পাতবেন না৷ কারণ মধ্যবিত্তের সম্মান এমন একটি সম্মান যা মুখে বলে প্রকাশ করা যাবে না৷ সম্মান নিয়ে বেঁচে থাকার মধ্যে একটি আলাদা শান্তিও কাজ করতে থাকে৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সম্মান আমাদের সকলের কাছে অনেক বেশি মূল্যবান। ভালোভাবে বাঁচার জন্য সম্মান অনেক বেশি প্রয়োজনীয়। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68804.78
ETH 3766.46
USDT 1.00
SBD 3.49