Diy-রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি🍓||[১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আমার তৈরি করা একটি সুন্দর ক্রাফট সকলের মাঝে উপস্থাপন করব। লাল লাল পাকা স্ট্রবেরি দেখতে অনেক সুন্দর। তাই আমি রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করেছি। আশা করছি রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি সকলের ভালো লাগবে।
🍓রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি:🍓


রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। ঘর সাজাতে এবং ঘরের বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করতে রঙিন কাগজ খুবই প্রয়োজনীয়। তেমনি আজ আমি অনেক সুন্দরভাবে স্ট্রবেরি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করলাম। রঙিন কাগজ দিয়ে তৈরি স্ট্রবেরি দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি চেষ্টা করেছি এই রঙিন কাগজ দিয়ে সুন্দর এই স্ট্রবেরি তৈরি করার জন্য। স্ট্রবেরি তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। তবে এই স্ট্রবেরি তৈরি করতে আমার খুবই সময় লেগেছে। কারণ আমি এর আগে কখনো রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করিনি। প্রথমবার আমি চেষ্টা করেছি এই স্ট্রবেরি তৈরি করার জন্য। জানিনা আমার তৈরি করা স্ট্রবেরি কেমন হয়েছে। তবে আমার তৈরি করা স্ট্রবেরি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. কাঁচি।
৩. আঠা।
৪. কলম।
৫. পেন্সিল।

🍓রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরির ধাপসমূহ:
🍓ধাপ-১🍓


রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করার জন্য প্রথমে আমি লাল রঙের রঙিন কাগজ নিয়েছি। এবার এই বড় কাগজটি কয়েকবার ভাঁজ করে নিয়েছি। অনেকবার ভাঁজ করার ফলে কাগজটি ছোট হয়েছে।
🍓ধাপ-২🍓



এবার আমি ভাঁজ করা কাগজটির উপরে একটি লাভ আকৃতির দাগ দিয়ে দিয়েছি। এবার আমি দাগ অনুযায়ী সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আমি যেহেতু এই লাল রঙের রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করব তাই আমি অনেকগুলো কাগজ কেটে দিয়েছি।
🍓ধাপ-৩🍓


স্ট্রবেরির পাতা ও উপরের অংশটা তৈরি করার জন্য প্রথমে এবার আমি সবুজ রঙের কাগজ নিয়েছি। এবার সবুজ রঙের কাগজ গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি।
🍓ধাপ-৪🍓


সবুজ রঙের কাগজটির উপর সুন্দর করে পাতার আকৃতির দাগ দিয়েছি। কাগজের উপর পেন্সিল দিয়ে পাতার আকৃতির দাগ দেওয়ার ফলে পাতাটি খুব ভালোভাবে তৈরি হবে। তাই আমি এবার দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
🍓ধাপ-৫🍓


এভাবে আমি ধিরে ধিরে আরো কিছু পাতা তৈরি করে সবগুলো পাতা প্রস্তুত করেছি। এই সুন্দর স্ট্রবেরী ও একটি ওয়াল হেংগিং তৈরীর জন্য।
🍓ধাপ-৬🍓


এবার আমি লাল রংয়ের তিনটি লাভ আকৃতির কাটা অংশ নিয়েছি। একটি স্ট্রবেরি তৈরি করতে তিনটি অংশের প্রয়োজন। তাই আমি তিনটি কাগজ নিয়েছি। এবার আমি কাগজগুলো মাঝামাঝি অংশে ভাঁজ করেছি। কাগজ মাঝামাঝি অংশে ভাঁজ করা হয়ে গেলে আমি ভাঁজের অংশে সুন্দর করে আঠা লাগিয়েছি।
🍓ধাপ-৭🍓



এবার আমি একটির সাথে আরেকটি কাগজ খুব সাবধানতার সাথে জোড়া লাগিয়ে স্ট্রবেরি তৈরি করার চেষ্টা করেছি। উপরের ছবি খেয়াল করলে দেখবেন আমি কিভাবে একটি কাগজের সাথে অন্য একটি কাগজ জোড়া লাগিয়ে স্ট্রবেরি তৈরি করেছি।
🍓ধাপ-৮🍓


এবার আমি ধীরে ধীরে অন্যান্য কাগজগুলো দিয়ে সুন্দর স্ট্রবেরি তৈরি করার চেষ্টা করেছি। খুব সুন্দর ভাবে প্রতিটি স্ট্রবেরি তৈরি করে নিয়েছি।
🍓ধাপ-৯🍓



এবার স্ট্রবেরির উপরের বোটার অংশের দিকের জন্য একটি সবুজ কাগজ নিয়েছে। এরপর কাগজ ভাঁজ করে নিয়েছি।
🍓ধাপ-১০🍓


কাগজ ভাঁজ করা হয়ে গেলে এবার আমি স্ট্রবেরির উপরের অংশ তৈরি করার জন্য সুন্দর করে কাগজটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এর ফলে ফুল আকৃতির উপরের অংশ তৈরি হয়েছে।
🍓ধাপ-১১🍓



এবার আমি আঠা নিয়েছি। স্ট্রবেরির উপরের অংশের কাগজ লাগানোর জন্য ধীরে ধীরে আমি স্ট্রবেরির উপরের অংশ লাগিয়ে নিয়েছি।
🍓ধাপ-১২🍓


এভাবে আমি সবগুলো স্ট্রবেরির উপরের অংশ সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর স্ট্রবেরি গুলো একই সাথে সুন্দর করে লাগানোর জন্য লম্বা ফিতা কেটে নিয়েছি।
🍓ধাপ-১৩🍓


এবার স্ট্রবেরি গুলো দেখতে সুন্দর করার জন্য ও আকর্ষণীয় করে তোলার জন্য আমি কালো কলম দিয়ে ছোট ছোট দাগ দিয়েছি স্ট্রবেরির গায়ে।
🍓ধাপ-১৪🍓


এবার স্ট্রবেরি গুলো সুন্দর ভাবে তৈরি হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ফিতার মধ্যে অনেক সুন্দর ভাবে স্ট্রবেরি ও পাতাগুলো লাগানোর চেষ্টা করেছি।
🍓শেষ ধাপ🍓


আমার তৈরি করা স্ট্রবেরি গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ও ঘরের দেয়ালে লাগানোর জন্য আমি এই ফিতার উপর সবগুলো স্ট্রবেরি ও পাতাগুলো খুব সুন্দর ভাবে আঠা দিয়ে লাগিয়েছি। এভাবেই আমি রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরির কাজ শেষ করেছি।
🍓উপস্থাপনা:🍓


রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করতে আমার যেমন ভালো লেগেছে তেমন অনেকটা সময় লেগেছে। আমি এই ক্রাফট তৈরি করতে অনেক সময় ব্যয় করেছি এবং সফল হয়েছি। আমি এই প্রথম বার রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করলাম। তাই একটু সময় বেশি লেগেছে। আশা করছি আমার তৈরি করা স্ট্রবেরি সকলের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলেও রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করতে পারেন।
মুনিরা আপু স্ট্রবেরি 🍓 একদমই আসল মনে হচ্ছে 😍 খাওয়া যাবেনা আপসোস।
যাক অসাধারণ একটি ডাই দেখলাম আপনার কাছে, যা সত্যিই প্রশংসনীয় কাজ ছিল ♥️
অনেক অনেক শুভকামনা রইল 💌
এই ধরনের ইউনিক কাজ গুলো দেখতে বেশ ভাল লাগে।অনেক সুন্দর করে খুব দক্ষতার সাথে স্ট্রোবেরি বানিয়েছেন।সত্যি দারুন ছিল।ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার তৈরি করা রঙিন কাগজের স্ট্রবেরি আপনার কাছে ভাল লেগেছে এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে আপনার মন্তব্য প্রকাশ করেছেন দেখে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে।
আপনি খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করেছেন। এটা একদম ইউনিক একটি আইডিয়া। আপনার আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর খুবই সুন্দর লাগছে আপনার স্ট্রবেরি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এভাবেই এগিয়ে যান।
রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরির আইডিয়া আপনার ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো ভাইয়া। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য নতুন কিছু তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনার আজকের পোস্ট আমার কাছে খুবই চমৎকার লেগেছে। স্ট্রবেরি গুলো দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। আপনি এটি খুব সুন্দর করে তৈরি করেছেন। পুরো বিষয়টা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। আপনার কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত চমৎকার একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো ভাইয়া। আমি চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে সুন্দর স্ট্রবেরি তৈরি করার জন্য। সুন্দরভাবে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই আপু আপনি খুব সুন্দর চিন্তাধারার মানুষ। দেখলেই বোঝা যায় আপনার প্রতিটা পোস্ট। সবসময় ইউনিক কিছু নিয়ে হাজির হন আর রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করেছেন এবং আমার বেশ ভাল লাগল। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া আমি সবসময় চেষ্টা করি ইউনিক কিছু তৈরি করার জন্য। ইউনিক কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা অনেক সুন্দর করে আপনাদের মন্তব্য প্রকাশ করেন। যে মন্তব্যগুলো পড়ে আরো নতুন কিছু তৈরি করার আগ্রহ পাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
জাস্ট অসাধারণ। রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি আমার কাছে খুব ইউনিক লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি স্ট্রবেরি আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগলো ভাইয়া। আমি চেষ্টা করেছি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
কাগজ দিয়ে কত কিছুইনা তৈরি করা যায় এইটা DIY ইভেন্ট আসার পর থেকেই সব বিষয় গুলো আমি দেখেছি। তবে আজকের স্ট্রবেরি সত্যি একদম বাস্তবের মতোই লাগছে। আপনার কাজের প্রশংসা না করে পারলাম না আপনার জন্য শুভকামনা
রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরিটি অনেক সুন্দর হয়েছে। এক কথায় জাষ্ট ওয়াও ছিল। দেখতে একদম সত্যি কারের স্ট্রবেরি লাগছে। রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরিটির কালার কমিনিকেশন টি অনেক অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি সম্পর্কে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার রঙ্গিন কাগজের স্ট্রবেরি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করে রঙিন কাপড়ের স্ট্রবেরি টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কাগজ দিয়ে কিভাবে স্ট্রবেরি তৈরি করা যায় তা আজকে আপনি দেখিয়েছেন। খুব সুন্দর করে প্রতি ধাপের র্বণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি রঙিন কাগজের কাজ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ওয়াও রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে স্ট্রবেরি তৈরি করে ফেলেছেন। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম । রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয় ।আমার কাছে অনেক ভালো লাগলো আপনার তৈরি স্ট্রবেরি ।শেয়ার করার জন্য ধন্যবাদ।