নাটক রিভিউ-অনেস্টি ইজ দ্যা বেস্ট পলিসি|

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। বাংলা নাটক দেখতে আমার অনেক ভালো লাগে। তাই অবসর সময় গুলোতে নাটক দেখি। তেমনি আজকে আমি দারুন একটি নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


IMG_20230617_103936.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামঅনেস্টি ইজ দ্যা বেস্ট পলিসি
প্রযোজকমোহাম্মদ মোস্তফা কামাল রাজ
সম্পাদনাজিয়াউল ফারুক অপূর্ব
অভিনয়েজিয়াউল ফারুক অপূর্ব, সাফা কবির ও আরো অনেকে
দৈর্ঘ্য৪০ মিনিট
মুক্তির তারিখ১২ নভেম্বর ২০২০
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • জিয়াউল ফারুক অপূর্ব-ফয়সাল
  • সাফা কবির
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-06-16-22-22-59-83.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই দেখতে পাই গল্পের নায়ক ফয়সাল বাসা ভাড়া দিতে বাড়িওয়ালার বাসায় গিয়েছে। বাড়িওয়ালার মেয়ের সাথে তার একটি প্রেমের সম্পর্ক রয়েছে। এমন সময় হঠাৎ করে তার মোবাইল ফোনে এসএমএস আসে এবং সে দেখে তার একাউন্টে কেউ ৫০ হাজার পাঠিয়েছে। তখনই সে দ্রুত ব্যাংকে চলে যায়। এরপর ব্যাংকের ম্যানেজারকে সবকিছু খুলে বলেন এবং তিনি বিষয়টি জেনে অবাক হন। তিনি তার সততা দেখে মুগ্ধ হন। এরপর তিনি যখন বাসায় ফিরে আসে তখন তিনি দেখেন তার মোবাইলে আবারও ৫০ হাজার টাকা এসেছে। তখন তিনি বিষয়টা ম্যানেজারকে জানান এবং ম্যানেজার বলেন ব্যাংক কর্তৃপক্ষ তার ব্যবহারের মুগ্ধ হয়ে আরো 50 হাজার টাকা উপহার দিয়েছে। এবার ফয়সাল চিন্তায় পড়ে যায় এই টাকাটা কি করবে এবং কাকে দিবে।


Screenshot_2023-06-16-22-23-55-61.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


ফয়সাল ভাবছিল এই টাকাটা তার নিজের নয়। তাই তো সে কোন গরিব ও অসহায় মানুষের মাঝে এই টাকাটা বিলিয়ে দিবে। টাকাটা পেলে সেই মানুষটির অনেক উপকার হবে। এমন মানুষকে সে টাকাটা দিবে। এমন সময় তিনি একজন মানুষের সন্ধান পান যেই মানুষটি তার নিজের ছেলের প্রাণ বাঁচানোর জন্য রাস্তায় রাস্তায় লোকের কাছে সাহায্য চাচ্ছিল। সেই লোকটিকে দেখে ফয়সাল ভেবে নেয় এই লোককে সে ১ লাখ টাকা দিবে এবং লোকটির কাছে গিয়ে তাকে ১ লাখ টাকা দেয়। লোকটি ভীষণ খুশি হয়। এরপর তাকে একটি কোলড্রিংস খাওয়ায়। ভাগ্যক্রমে কোল্ড ড্রিংস খেয়ে লটারিতে ফয়সাল ১০ লাখ টাকা পেয়ে যায়। এবার সে আরো বেশি চিন্তায় পড়ে যায়। যখন সে তার প্রেমিকাকে বিষয়টি বলে তখন তার প্রেমিকা তাকে ব্যবসা শুরু করতে বলে। কিন্তু ফয়সাল কোন ভাবে সেই টাকাটা নিতে চায় না। কারণ লটারির টাকা দিয়ে ব্যবসা হয় সেটা সে বিশ্বাস করে না।


Screenshot_2023-06-16-22-25-05-00.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


ফয়সালের এই কর্মকান্ডে তার প্রেমিকা অনেকটা হতাশ হয় এবং বলে তাদের বিয়েটা হওয়ার সম্ভাবনা কমে গেছে। কারণ সে যদি নিজে কিছু না করে তাহলে তার মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবেনা। এরপর হঠাৎ করে একটি চাকরির ইন্টারভিউয়ের জন্য ফয়সালের ডাক আসে। এরপর ফয়সাল সেখানে গেলে তারা পাঁচ লাখ টাকা ঘুষ চায়। ফয়সাল ঘুষ দিতে রাজি না হয়ে সেখান থেকে চলে আসে। তার প্রেমিকা আবারো রেগে যায়। সে চেয়েছিল লটারিতে পাওয়া টাকাটা সে যদি ঘুষ দিত তাহলে তার চাকরিটা হয়ে যেত। এরপর বিভিন্নভাবে ফয়সাল তার প্রেমিকাকে বিষয়গুলো বোঝাতে থাকে। এরপর মেয়েটি তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে আসে এবং তার বয়ফ্রেন্ডের সাথে ফয়সালের পরিচয় করিয়ে দেয়। এই বিষয়গুলো ফয়সালের অনেক খারাপ লাগে এবং সে খুবই মন খারাপ করে। তার গার্লফ্রেন্ড এর ব্যবহারে সে অনেকটা কষ্ট পায় এবং তার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দেয়।


Screenshot_2023-06-16-22-25-11-08.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এরপর হঠাৎ একদিন মেয়েটি দেখে তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং এই বিষয়গুলো দেখে বুঝতে পারে আসলে তার ভাগ্যটা অনেক ভালো। কারণ তার বয়ফ্রেন্ড অনেক সৎ। এরপর তার কাছে গিয়ে ক্ষমা চায়। এরপর দুজনে মিলে যখন মেয়েটির মায়ের কাছে আসে তখন এসে দেখে মেয়েটির মা অন্য একজন লোককে বলছে সে তার মেয়ের জন্য সঠিক পাত্র পেয়ে গেছে। সে তার ভাড়াটিয়ার সততায় মুগ্ধ হয়ে তার সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফয়সাল এবং মেয়েটি আড়াল থেকে সবকিছু শুনতে পায় এবং তারা ভীষণ খুশি হয়। এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।


Screenshot_2023-06-16-22-25-33-43.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


আমরা সবাই আমাদের জীবনে ভালো কিছু চাই। কিন্তু সেটা যদি সৎ উপায়ে হয় তাহলেই জীবন সুন্দর হয়। আসলে অন্য কারো টাকার প্রতি লোভ করে যদি আমরা কখনো নিজের সততাকে নষ্ট করি তাহলে জীবনে ভালো কিছু আশা করা যায় না। তেমনি ফয়সাল তার নিজের সততার পুরস্কার পেয়েছে। সব মিলিয়ে নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ভিন্ন ধরনের একটি নাটক রিভিউ শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এই নাটকটি আপনাদের ভালো লাগবে। আপনারা সময় পেলে দেখে নিতে পারেন।


ব্যক্তিগত রেটিং:

৮/১০

নাটকের লিংক


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 last year 

অপূর্বর নাটক দেখতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আসলে আমাদের সবার উচিত অন্যের টাকার প্রতি লোভ না করে, নিজের চেষ্টা এবং সততাকে ধরে রাখা। তাহলে সফলতা আসবেই। এই নাটকটি আমি অনেকদিন আগে দেখেছিলাম। তবুও আপনার রিভিউ পড়ে সত্যিই খুব ভালো লাগলো আপু। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অপূর্ব আমার খুবই প্রিয় অভিনয়শিল্পী। এই নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে লোভ সব সময় মানুষকে ভালো কিছু এনে দেয় না। সততা সবসময় ভালো কিছু এনে দেয়।

 last year 

বাহ আপু, আপনি খুব সুন্দর নাটক রিভিউ করেছেন। আসলে অপূর্বের নাটক গুলো আমি প্রায় দেখে থাকি। তবে বর্তমানে সময়ের কারণে নাটক দেখা হচ্ছে না। নাটকটি আমি দেখেছি নাটকের দৃশ্যপট এবং সংলাপ খুবই অসাধারণ। আপনি নাটকের খুব সুন্দর মতামত শেয়ার করেছেন‌। সত্যি আমাদের অন্য লোকের টাকার প্রতি লোভ করা উচিত নয়। সৎ থাকলে একদিন না একদিন তার পুরস্কার আসবে । এত সুন্দর নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অপূর্বের নাটকগুলো আমারও অনেক ভালো লাগে। আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি। আপনিও সময় পেলে এই নাটকটি দেখতে পারেন ভাইয়া। আশা করছি ভালো লাগবে। সৎ থাকলে একদিন না একদিন অবশ্যই পুরস্কার পাওয়া যায়।

 last year 

অপূর্বর অনেক নাটক আমি দেখেছি তবে এই নাটকটি অনেক আগেকার পুরনো একটি নাটক আমার দেখা হয়নি। তবে নাটকের কাহিনীটি কিন্তু ভালো লাগলো। এটা ঠিক বলেছেন সৎ থাকলে একটা সময় না একটা সময় তার সততার পুরস্কার পাওয়া যায়। এই নাটকের সেটিই প্রমাণ করে দিল ফয়সাল।

 last year 

ঠিক বলেছেন আপু নাটকটি অনেক আগের। তবে আগে কখনো দেখা হয়নি। প্রথমবার দেখেছি এবং ভালো লেগেছে। তাই তো রিভিউ শেয়ার করলাম। ধন্যবাদ আপু মতামতের জন্য।

 last year 

আপু আপনি আজকে দারুন একটি নাটক রিভিউ করেছেন। যদি ওই নাটকটি এর আগে আমার দেখা হয়নি। তবে আপনার নাটকে রিভিউ পড়ে নাটকটি বেশ ভালো লেগেছে আমার কাছে। সময় পেলে নাটকটি দেখে নেয়ার জন্য চেষ্টা করবো।বাংলা একটা প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু। প্রতিটা মানুষের জীবনে চাওয়ার আছে এবং সে চাওয়া অবশ্যই সৎ উপায় হতে হবে।

Posted using SteemPro Mobile

 last year (edited)

ভাইয়া আমি চেষ্টা করেছি আমার খুবই পছন্দের এবং ভালোলাগার একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য। সময় পেলে অবশ্যই নাটকটি দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুব সুন্দর করে আপনি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন আপু।নাটকটি আমার দেখা হয়নি। আশাকরি সময় সুযোগমতো দেখবো।খুব ভালো লাগলো রিভিউটি পড়ে। ধন্যবাদ আপু।

 last year 

আমার শেয়ার করা নাটকের রিভিউ আপনার ভালো লেগেছে ভালো লাগলো আপু। আপনি যেহেতু নাটকটি দেখেননি তাই কখনো সময় পেলে দেখে নিতে পারেন। আশা করছি আপনার কাছে ভালো লাগবে আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88619.11
ETH 3331.99
USDT 1.00
SBD 2.95