DIY-একটি গরুর মান্ডালা আর্ট🐄||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার আঁকা একটি গরুর চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। আজ আমি আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় @rme দাদার একটি পেন্সিল স্কেচ দেখে সুন্দর একটি গরুর চিত্র অঙ্কন করে এরপর এর একটি মান্ডালা তৈরি করার চেষ্টা করেছি। দাদা সুন্দর করে গরুর মাথার অংশ তৈরীর পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। তাই আমি সেই পদ্ধতি অনুযায়ী তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



🐄একটি গরুর মান্ডালা আর্ট:🐄

IMG20211201225618.jpg
Device-OPPO-A15
IMG20211201225341.jpg



দাদার অঙ্কনের পদ্ধতি অনুসরণ করে আমি সুন্দর করে এই চিত্রটি অঙ্কন করার চেষ্টা করেছি। জানিনা আমি কতটুকু সফল ভাবে এই চিত্রটি অঙ্কন করতে পেরেছি তবে আমি চেষ্টা করেছি। আমি খুব সুন্দর করে এই গরুর চিত্রটির মান্ডালা তৈরি করেছি। আমার অঙ্কিত এই চিত্রটি কে সুন্দর করে সাজানোর জন্য আমি মান্ডালা তৈরি করেছি। দাদার অঙ্কিত চিত্রটির প্রতিটি ধাপ অনুসরণ করে আমি এই চিত্রটি ধাপে ধাপে অঙ্কন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



🐄গরুর মান্ডালা চিত্রটি অঙ্কন করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:🐄

১. সাদা কাগজ।
২. পেন্সিল
৩. রাবার
৪. জেল পেন



🐄একটি গরুর মান্ডালা চিত্র অঙ্কনের ধাপসমূহ:🐄



🐄ধাপ-১🐄

IMG20211201163032.jpg
Device-OPPO-A15
IMG20211201163136.jpg
Device-OPPO-A15



একটি গরুর মান্ডালা চিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমি ক্রস চিহ্ন এঁকে নিয়েছি। এরপর গরুর মুখ তৈরি করার জন্য ক্রস চিহ্ন এর নিচের দিকে অঙ্কন করেছি।



🐄ধাপ-২🐄

IMG20211201163501.jpg
Device-OPPO-A15
IMG20211201163804.jpg
Device-OPPO-A15
IMG20211201163952.jpg
Device-OPPO-A15



মুখের অংশ তৈরি করা হলে এবার অন্যান্য অংশ তৈরি করেছি ও চোখ অঙ্কন করেছি। এরপর গরুটির সিং ও মাথার অংশ অঙ্কন করেছি।



🐄ধাপ-৩🐄

IMG20211201164348.jpg
Device-OPPO-A15
IMG20211201164656.jpg
Device-OPPO-A15



মুখ ও মাথার দিকের অংশ অঙ্কন করা হলে এবার আমি গরুর পিঠের অংশ অঙ্কন করেছি। এরপর ধীরে ধীরে সামনের দুটি পায়ের চিত্র অঙ্কন করেছিল।



🐄ধাপ-৪🐄

IMG20211201164955.jpg
Device-OPPO-A15
IMG20211201165821.jpg
Device-OPPO-A15



এবার পিছনের পা অঙ্কন করেছি। এবার আমার অঙ্কিত গরুটি আরো সুন্দর করার জন্য ধীরে ধীরে সুন্দর একটি লেজের চিত্র অঙ্কন করেছি। গরুর লেজে দেখতে খুবই সুন্দর হয়েছে।



🐄ধাপ-৫🐄

IMG20211201170206.jpg
Device-OPPO-A15
IMG20211201170512.jpg
Device-OPPO-A15



আমার অঙ্কিত গরুটি আরো সুন্দর করে সাজানোর জন্য গরুর পিঠে একটি কাপড়ের চিত্র অঙ্কন করেছি। বর্তমানে শীতকাল তাই কাপড় দিয়েছি। এবার চিত্রটি আরো সুন্দর করার জন্য জেল পেন দিয়ে মুখের অংশে দাগ দিয়েছি।



🐄ধাপ-৬🐄

IMG20211201171118.jpg
Device-OPPO-A15
IMG20211201171417.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ অংশে জেল পেন দিয়ে দাগ দিয়েছি। এরপর আমার অঙ্কিত গরুটির খুরের দিকের অংশ কালো করেছি।



🐄ধাপ-৭🐄

IMG20211201171612.jpg
Device-OPPO-A15
IMG20211201172438.jpg
Device-OPPO-A15



এভাবে সম্পূর্ণ অংশ অঙ্কন করা হলে এবার আমি গরুটির মান্ডালা অঙ্কন করার চেষ্টা করেছি। প্রথমে আমি গরুর উপরে দেওয়া কাপড়টি থেকে অঙ্কন শুরু করেছি।



🐄ধাপ-৮🐄

IMG20211201173502.jpg
Device-OPPO-A15
IMG20211201220216.jpg
Device-OPPO-A15



এবার গরুটির অন্যান্য রং ফুটিয়ে তোলার জন্য গোল গোল দাগ করে নিয়েছি। এরপর সেই অংশে মান্ডালা অঙ্কন করার চেষ্টা করেছি।



🐄ধাপ-৯🐄

IMG20211201221216.jpg
Device-OPPO-A15
IMG20211201221808.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ অংশে মান্ডালা অঙ্কন করার চেষ্টা করেছি ও গরুটিকে নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি।



🐄শেষ ধাপ🐄

IMG20211201224711.jpg
Device-OPPO-A15



এবার আমি গরুটির মাথার অংশ ও কানের দিকের অংশ সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর গরুর লেজ আরো সুন্দর করার জন্য ধীরে ধীরে মান্ডালা অঙ্কন করেছি।



🐄উপস্থাপনা:🐄

IMG20211201225110.jpg
Device-OPPO-A15



দাদার দেখানো পদ্ধতি অনুযায়ী আমি একটি গরুর চিত্র তৈরি করে তারপরে মান্ডালা অঙ্কন করেছি। জানিনা কতটা ভালো হয়েছে দেখতে তবে আমি চেষ্টা করেছি ভালোভাবে উপস্থাপন করার। বেশি বেশি করে প্র্যাকটিস করলে অবশ্যই ভালো অঙ্কন করা যায় এই কথাটা একদম ঠিক। তাই আমিও আমার জীবনে প্রথম গরুর চিত্র অঙ্কন করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।



❣️আমার পোস্টটি পরিদর্শন করার জন্য সকলকে ধন্যবাদ।❣️

Sort:  
 2 years ago 

আপনার গরুর মান্ডালা আর্ট টি দারুন হয়েছে।দেখতে খুব সুন্দর লাগছে।আর মনে হচ্ছে আর্ট টি করতে অনেক সময় লেগেছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

জি আপু এই আর্টটি করতে অনেক সময় লেগেছে। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

গত কয়েক দিনে গাভীর চিত্র প্রদর্শনী দেখতে পেলাম। তার মধ্যে আপনার ম্যান্ডালা আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর উপস্থাপন এর মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ। 😍😍

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া দারুন একটি মন্তব্য করার জন্য।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

এই পেইন্টিংটি দেখতে খুব সুন্দর, আপনি বাটিক বাটিকের রঙে রঙ দেন।

 2 years ago (edited)
  • ওয়াও গরুটির ম্যান্ডেলার আর্ট টি দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আপনি এতো সুন্দর করে আর্ট তৈরি করতে পারেন, আপনার আর্ট টি আসলেই প্রশংসার যোগ্য। অনেক সুন্দর এবং গুছিয়ে আমাদের মাঝে গরুর আর্ট কি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া রইল আপনার জন্য।
 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপু ইতিপূর্বে আপনার যতগুলি ম্যান্ডেলার আর্ট দেখেছি আমার সবগুলোই ভাল লেগেছে ।আজ গরুর ম্যান্ডেলা আর সত্যিই অসাধারণ হয়েছে এবং আপনি সবসময় ইউনিক কিছু নিয়ে কাজ করেন যা আমার বেশ ভালো লাগে ।আপনার সৃজনীশক্তি প্রশংসা করার ক্ষমতা হয়তো বা আমার নেই। তবে আমি আপনাকে মুগ্ধ হয়ে যাই প্রতিনিয়ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গরুর ম্যান্ডেলা করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপু আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

কয়দিন থেকে প্রায় গরু অঙ্কনের পোস্ট দেখতেছি। আপনারটাও ভাল ছিল।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি ভালোভাবে আর্ট করার।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63464.16
ETH 3111.33
USDT 1.00
SBD 3.98