DIY-রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। বিশেষ করে ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। যখনই সময় পাই তখনই নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। তাইতো আজকে আমি কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি এবং ওয়ালমেট তৈরির পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20240428_204647.jpg
Device-OPPO-A15


কাগজ কেটে কেটে ফুল, লতাপাতা এসব কিছু তৈরি করতে আমার বেশ ভালো লাগে। আর নিজের তৈরি করা ওয়ালমেট যদি ঘরে সাজিয়ে রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে নতুন নতুন ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তবে সময়ের অভাবে অনেক কিছুই তৈরি করা হয় না। আজকে যেহেতু হাতে কিছুটা সময় ছিল তাইতো রঙিন কাগজ নিয়ে বসে পড়েছিলাম। আর রঙিন কাগজের তৈরি ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. সাদা রং।
৫. কাঁচি।

IMG20240428172936.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240428173128.jpg
Device-OPPO-A15
IMG20240428173143.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি সুন্দরভাবে কাগজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240428173159.jpg
Device-OPPO-A15
IMG20240428173224.jpg
Device-OPPO-A15


এবার আবারও ভাঁজ করেছি। আর সুন্দর করে কেটে ফুল তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20240428173308.jpg
Device-OPPO-A15
IMG20240428173442.jpg
Device-OPPO-A15


একই পদ্ধতিতে আরো কিছু ছোট বড় বিভিন্ন সাইজের ফুল তৈরি করেছি। যাতে করে ওয়ালমেট তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৪

IMG20240428173759.jpg
Device-OPPO-A15
IMG20240428173849.jpg
Device-OPPO-A15


ফুলগুলো তৈরি করা হয়ে গেলে এবার কালো রঙের কাগজ দিয়েছি কিছু ডালপালা তৈরি করার জন্য। কিছু কাগজ চিকন করে কেটে নিয়েছি।


ধাপ-৫

IMG20240428173856.jpg
Device-OPPO-A15
IMG20240428173931.jpg
Device-OPPO-A15


এবার কাগজগুলো ছোট বড় বিভিন্ন সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে ডালপালা তৈরি করতে সুবিধা হয়। এবার নিচের দিকের ফুলদানির মত অংশ তৈরি করার জন্য কালো এবং আকাশী রংয়ের কাগজ কেটে নিয়েছি।


ধাপ-৬

IMG20240428174034.jpg
Device-OPPO-A15
IMG20240428174135.jpg
Device-OPPO-A15


এবার কিছু পাতা তৈরি করার চেষ্টা করেছি। ছোট ছোট কিছু পাতা তৈরি করে নিয়েছি।


ধাপ-৭

IMG20240428174207.jpg
Device-OPPO-A15
IMG20240428174240.jpg
Device-OPPO-A15


এবার একটি সাদা কাগজ নিয়েছি। এরপর কিছু ডালপালা সুন্দর করে সাইজ করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20240428174406.jpg
Device-OPPO-A15
IMG20240428174456.jpg
Device-OPPO-A15


এবার আঠা দিয়ে নিচের দিকের অংশে কাগজটি লাগিয়ে নিয়েছি। এরপর উপরে আর একটি কাগজ লাগিয়েছি। এবার ধীরে ধীরে সবগুলো অংশ আঠা দিয়ে আটকে নিয়েছি।


ধাপ-৯

IMG20240428174542.jpg
Device-OPPO-A15
IMG20240428174600.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে পাতাগুলো আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। এরপর ফুলগুলো লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20240428_195419.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের আকাশী রঙের কাগজটি খুলে নিয়েছি। কারণ কালোর উপরে সেই কাগজটি দেখতে ভালো লাগছিল না। এরপর সাদা রংয়ের ব্যবহার করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20240428_192119.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য আমি সুন্দরভাবে কাগজ এবং অন্যান্য উপকরণ ব্যবহার করেছি। এরপর সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। আর যখন ওয়ালমেট তৈরি করার পর দেখতে ভালো হয় তখন আমার আরো বেশি ভালো লাগে। এই ধরনের কাজগুলো করতে আমি অনেক পছন্দ করি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ওয়ালমেট তৈরিতে সবুজ রঙের কাগজের ভাঁজ করে ফুল তৈরি করে নেওয়াটা আমার কাছে সবকিছু বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার ভালো লাগে। তাই তো এই সুন্দর ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

বাহ আপু এতো ব্যস্ত থাকার পরেও আমাদের মাঝে এতো সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা হলো এমন ওয়ালমেট গুলো ঘরে সাজালে ঘরের সুন্দর আর দুই গুণ বাড়িয়ে দেয়৷ অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 months ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 4 months ago 

প্রতি সপ্তাহে আপনার আইডিতে ডাই পোস্ট দেখতে পাই। এ সপ্তাহেও আপনার আইডিতে দেখলাম আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এখানে সাদার মধ্যে কালো কালার টা খুব সুন্দর ভাবে ফুটেছে। আসলে এগুলো হলো সৃজনশীল কর্ম। আমাদের সাথে সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

প্রত্যেক সপ্তাহে একটি করে ডাই পোস্ট করার চেষ্টা করি আপু। আর এই সপ্তাহেও সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছি। ধন্যবাদ আপনাকে আপু মন্তব্যের জন্য।

 4 months ago 

এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন আপু নিজের তৈরি করা ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে সেটা দেখতে খুবই সুন্দর দেখায়। আর যেহেতু এটা নিজের তৈরি তাই নিজের মনের মধ্যে অন্য রকমের ভালো লাগা কাজ করে। আপনার তৈরি করা রঙিন কাগজের এই ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লেগেছে।

 4 months ago 

হাতে সময় থাকলে নতুন কিছু তৈরি করতে সত্যি ভালো লাগে। আর নিজের তৈরি করা কোন কিছু দিয়ে ঘর সাজাতেও ভালো লাগে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি দেখতে দারুন লাগছে। তাছাড়া এধরনের রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে কালার কম্বিনেশন ও দারুন ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভাইয়া।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে আমার কাছেও বেশ ভালো লাগে। তবে যে পরিমাণ গরম পড়েছে তাতে কোন কিছু নিয়েই বসা হচ্ছে না ।তবে একটি বিষয় ঠিকই বলেছেন নিজের বানানো জিনিসগুলো ঘরে সাজিয়ে রাখলে বা টাঙিয়ে রাখলে নিজের কাছেই বেশ ভালো লাগে ।আজ আপনি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 months ago 

গরমের পরিমাণ অনেকটাই বেশি। তাই এই কাজগুলো করাও বেশ কঠিন হয়ে পড়েছে। তবুও চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 4 months ago 

একটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে ওয়ালমেট অনেক বেশি ভূমিকা রাখে। আপনার তৈরিকৃত ওয়ালমেট অসম্ভব সুন্দর লাগছে। এটির ডিজাইন এবং কালার কম্বিনেশন আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 4 months ago 

ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে এই ওয়ালমেট গুলো বেশ ভালো লাগে। আমিও সময় পেলে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 4 months ago 

তা ঠিকই বলেছেন ওয়ালমেট গুলো কিন্তু বানাতে ভালোই লাগে আমি অবশ্য কখনো অতটা ওয়ালমেট বানাইনি । তবে আপনারা যখন বানান তখন দেখতে কিন্তু ভালো লাগে । কাগজের তৈরি জিনিসগুলো বানাতেই ভালো লাগে । আর এটাও ঠিক নিজের বানানো জিনিস গুলো টানিয়ে রাখলে মনে হয় ভালো লাগবে বেশি যদিও আমি কখনো টানাইনি । আজ কিন্তু আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন কালার কম্বিনেশন টা ভালো হয়েছে ।

 4 months ago 

কি ওয়ালমেট গুলো বানাতে সত্যি ভালো লাগে। তবে সময়ের অভাবে অনেক সময় বানানো হয় না। আপনিও সময় পেলে বানাতে পারেন আপু।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে আপনি ফুল জাতীয় ওয়ালমেট তৈরি করেছেন। আপনার এই সুন্দর ওয়ালমেট তৈরি করা দেখে আমার অনেক অনেক ভালো লাগলো। এই জাতীয় ওয়ালমেট গুলো নিজের ঘরেও টাঙিয়ে রাখা যায়। খুব সুন্দর হয়েছে আপু আপনার আজকের ওয়ালমেট তৈরি করা।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে এরপর ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি আপু। এই ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে সত্যি অনেক ভালো লাগে।

 4 months ago 

প্রতিদিনের ন্যায় আজকে আপনি রঙিন কাগজ দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন।া আপনারতৈরি করা ফুলের ওয়ালমেট টি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে ধারাবাহিক ভাবে সাজিয়ে গুছিয়ে প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করেছেন।আর এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট দেখলেই আমার অনেক ভালো লাগে।

 4 months ago 

মাঝে মাঝে কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। আর রঙিন কাগজ দিয়ে এই ওয়ালমেট তৈরি করে সবার মাঝে শেয়ার করতে আমারও বেশ ভালো লেগেছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59410.96
ETH 2658.99
USDT 1.00
SBD 2.43