সম্পর্কের তিক্ততা|| আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আজ আমি আমার অভিব্যক্তি থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের এই মানব জীবন বড়ই বিচিত্র রকমের। আমরা আমাদের এই জীবনের সাথে অনেক প্রিয় সম্পর্ক জড়িয়ে রাখি। কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোর মাঝে হঠাৎ করেই তিক্ততা চলে আসে। তাই আমি সম্পর্কের তিক্ততা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


সম্পর্কের তিক্ততা:

people-g4209e8843_1920.jpg

Source


আমাদের এই ক্ষুদ্র জীবন সম্পর্কের বেড়াজালে নিজেকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। হয়তো সেই সম্পর্ক গুলো অনেক মধুর, না হয়তো তিক্ততার আবরণে সম্পর্ক গুলো আজ বড় ফ্যাকাসে হয়ে গেছে। যখন সম্পর্কের মাঝে বোঝাপড়া থাকে তখন হয়তো সেই সম্পর্ক গুলো দিনে দিনে আরও বেশি রঙিন হয়। কিন্তু যখন একটি সম্পর্কের মাঝে তিক্ততা চলে আসে তখন সেই সম্পর্ক ধীরে ধীরে অনেক বেশি ফ্যাকাশে হয়ে যায়। হয়তো সেটা শুধুমাত্র আমাদের নিজেদের ব্যক্তিগত মানসিকতার কারণেই। হয়তো আমরা সেই সম্পর্ক গুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই বা নিজেকে আড়াল করতে চাই। এই পৃথিবীতে প্রত্যেকটি সম্পর্ক যেমন মধুর তেমনি এমন কিছু সম্পর্ক রয়েছে যেগুলোর মাঝে যখন তিক্ততার কালো ছায়ায় ঢেকে যায় তখন আর হাজার চেষ্টা করলেও সেই সম্পর্ক গুলোর তিক্ততা কাটিয়ে ওঠা যায় না। হয়তো এটাই আমাদের জীবনের নিয়তি।


girl-gb7e1451ee_1920.jpg

Source


ক্ষুদ্র এই মানব জীবনে সময় যেমন বদলে যায় তেমনি সময়ের সাথে সাথে সম্পর্ক গুলো বদলে যায়। সময় বড় অভিমানী। সময় যেমন নিজেকে পাল্টে ফেলে তেমনি সম্পর্কের রংগুলোও সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলে। অভিমানী সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা নিজেদেরকে হয়তো বদলানোর চেষ্টা করি। আমরা সেই সম্পর্ক গুলোকে আঁকড়ে ধরে হয়তোবা ভালো থাকতে চাই। কিন্তু জীবনের প্রিয় সম্পর্ক গুলোর মাঝে যখন তিক্ততার কালোছায়া আষ্টেপৃষ্ঠে ঘিরে ফেলে তখন হয়তো সেই সম্পর্কটা আর আগের মতো মধু থাকে না। তবুও আমরা সেই আশায় বুক বাঁধি হয়তো কোনদিন সম্পর্কের সেই মধুরতা আবারো ফিরে পাবো। কিন্তু এটা শুধুই আমাদের আশায় বুক বাঁধা। যদি সম্পর্ক গুলো একবার ফ্যাকাশে হয়ে যায় সেই সম্পর্কের মাঝে আর কখনো সাতরাঙা রংধনু ফুটে ওঠে না। হয়তোবা ক্ষনিকের ভালোলাগা তৈরি হয়। হয়তোবা ক্ষণিকের জন্য সাতরাঙা রংধনুর দেখা মেলে। কিন্তু সময় যখন আবারোও গভীর হয়ে যায় তখন আবারোও সেই তিক্ততা জানান দেয় আমি এসে গেছি। হয়তো এটাই আমাদের জীবনের সম্পর্কের শেষ পরিণতি।


eye-g0b48d4edf_1920.jpg

Source

আমাদের এই ক্ষুদ্র জীবনে হয়তো সেই ছোট ছোট সম্পর্কগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। হয়তো সেই সম্পর্ক গুলোর মাঝে নিজের অস্তিত্ব খুঁজতে চাই। কিন্তু সত্যি সেই সম্পর্ক গুলো কি কখনোই আঁকড়ে ধরে বাঁচার মতো অবলম্বন তৈরি হয়েছে কিনা তা আমরা আজও বুঝতে পারিনা। যে সম্পর্কের মাঝে বিশ্বাস নামক সুখ পাখিটা নেই সেই সম্পর্ক কখনোই মধুর হতে পারে না। কারণ অবিশ্বাসের কালোছায়া সম্পর্কের তিক্ততাকে আরো বেশি বাড়িয়ে দেয়। অবিশ্বাসের সেই কালো ছায়া ও অবহেলা সম্পর্কের মধুরতাকে ধীরেধীরে তিক্ততায় পরিণত করে। তবুও আমরা ভালো থাকতে চাই। চেষ্টা করি ভালো থাকার। হয়তো চেষ্টা করি নিজের মতো করেই ভালো থাকার। কারণ আমরা নিজেকে ভালোবাসতে চাই। এই পৃথিবীতে আমরা যদি নিজেকে ভালোবাসতে পারি তবেই ভালো থাকতে পারবো। হাজারো তিক্ততা যখন চারপাশে ভিড় করে তখন যদি সব কিছুকে আড়াল করতে নিজের অনুভূতি গুলোকে নিজের মতো করে সাজাতে চাই। হয়তো সেদিন সেই তিক্ততা এসেও জানান দিবে আমি আজ ব্যর্থ। কারণ নিজেকে গুটিয়ে নেওয়ার মাঝেই অনেক বেশি প্রশান্তি রয়েছে। বারবার ক্ষতবিক্ষত হওয়ার থেকে হয়তোবা নিজেকে আড়ালে লুকিয়ে রাখাই অনেক বেশি বুদ্ধিমানের কাজ। কারণ সম্পর্কের তিক্ততার মাঝে ভালো থাকার বৃথা চেষ্টা ও স্বপ্ন দেখা মরীচিকার মত।


fantasy-g203ef36ab_1920.jpg

Source

সময়ের সাথে সাথে যেমন আমরা নিজেকে পরিবর্তন করে ফেলেছি তেমনি আমাদের মানসিকতাও পরিবর্তন হয়ে গেছে। তাই হয়তো সম্পর্ক গুলোর মাঝেও তিক্ততা চলে এসেছে। হয়তোবা একটু খানি অবহেলা ধীরে ধীরে অবহেলার চাদরে নিজেকে ঢেকে রেখেছে। ছোট ছোট অবহেলা গুলো জমা হতে হতে যখন পাহাড় সমান হয়ে যায়। তখন নিজের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো সেই পাহাড়ের চাপায় চিরতরে হারিয়ে যায়। পাহাড়ের বিশালতার কাছে হয়তো সেই অনুভূতি গুলো আজ খুবই ক্ষুদ্র। তিক্ততার পাহাড়ের চাপায় নিজের ভেতরে লুকানো ভালোবাসার অনুভূতি গুলো হাড়িয়ে যায়। হয়তো সেই তিক্ততার বিশালতার কাছে হার মেনেছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র আবেগে গড়া ভালোবাসা। এরই মাঝে হয়তো সম্পর্কের মাঝে তিক্ততা চলে এসেছে। হয়তো সেই সম্পর্কের তিক্ততা আমাদের আবেগের মাঝে মিশে গিয়ে তিক্ততায় ভরিয়ে দিয়েছে সেই সম্পর্কের বেড়াজাল।


girl-gef9e40fca_1920.jpg

Source

সম্পর্কের তিক্ততার মাঝে নতুন করে নিজেকে সাজানো যেন আজকাল বড়ই বেমানান লাগে। কারণ বিষাক্ত সেই তিক্ততা নিজেকে এতটাই বেমানান করে ফেলেছে যে হাজারো রঙিন স্বপ্ন গুলো দিয়ে আর সম্পর্কের তিক্ততা এড়ানো যায়না। হয়তো কোনো সম্পর্ক বেঁধে রাখা যায়। কিন্তু সেই সম্পর্কের মাঝে মধুরতা ও রঙিন স্বপ্নগুলো তখন আর ডানা মেলে উড়তে চায় না। নিজের স্বপ্ন গুলো যখন ওই সম্পর্কের তিক্ততার মাঝে হারিয়ে যায় তখন আর নতুন করে স্বপ্ন দেখতে সাধ জাগে না। হয়তো আর এই মন পাখির মত ডানা মেলে উড়ে যাওয়ার স্বপ্ন দেখেনা। কারণ সম্পর্কের সেই মধুরতা তিক্ততার কালো ছায়ায় নিজেকে মিশিয়ে ফেলেছে। হয়তো নতুন করে স্বপ্ন দেখা আজ বড্ড বেশি বেমানান। হয়তো নতুন করে স্বপ্ন সাজানো আজ মরীচিকা। তবুও আমরা মরীচিকার পিছে ছুটে ছুটে নিজেকে ভালো রাখতে চাই। জানি ভালো রাখতে পারবোনা। তবুও আমরা ছুটে চলে যাই সেই সম্পর্কের তিক্ততার মাঝে। অতীতটাকে দূরে সরিয়ে সম্পর্ক গুলোকে আরো বেশি রঙিন করতে চাই। কিন্তু সেটা শুধুই মরীচিকা।


girl-gf28473fd7_1920.jpg

Source


হৃদয়ের কোনে জামা কথা ও আবেগ গুলো যখন চাপা পড়ে যায় তখন আর আবেগ প্রকাশ করার ভাষা হারিয়ে যায়। যখন আবেগের কথা গুলোকে তিক্ততা আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। তখন তিক্ততার সেই নীল রং জীবনকে তার রঙে রাঙিয়ে ফেলে। হয়তো সেই নীল রং বড় বিষাক্ত। বিষাক্ত এই রংয়ের মাঝে রঙ বেরঙের স্বপ্নগুলো যেন শুধুই মরীচিকা। তবুও আমরা ভালো থাকতে চাই। সবকিছু মিলিয়ে ভালো থাকতে চাই। আমরা ভালো থাকার বৃথা চেষ্টায় নিজেকে মাতিয়ে রেখেছি। সম্পর্কের তিক্ততার মাঝেই আমরা বেঁচে থাকতে চাই।


আশা করছি আমি আমার মনের অনুভূতি থেকে লেখা কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আমার লেখা কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

হয়তো সেই তিক্ততার বিশালতার কাছে হার মেনেছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র আবেগে গড়া ভালোবাসা। এরই মাঝে হয়তো সম্পর্কের মাঝে তিক্ততা চলে এসেছে।

আসলেই মাঝে মাঝেই সম্পর্কে তিক্ততা চলে আসে সেটা পারিপার্শ্বিক বিভিন্ন কারণে। তবুও চেষ্টা জারি রাখতেই হবে মিষ্টতা ফিরিয়ে আনার এবং সঠিক জীবন‌যাপন করার জন্য 💌
ভীষণ ভালো লিখনী ছিল ♥️

 2 years ago 
আসলে সম্পর্কগুলো কেন যেন এমন হয়ে যায় কখনো অনেক মধুময় কখনো আবার তিক্ততায় ভরা।আসলেই জীবনের সম্পর্কে যখন তিক্ত সম্পর্ক তৈরি হয় তখন জীবনটা অনেক বিষাদ ময় হয়ে ওঠে।তবে কোনো না কোনো সময় এই তিক্ততাকে দূরে ঠেলে আমাদের ভালো থাকতে হয় ভালো থাকতে চাই সকলেই ভালো থাকুক এটাই প্রত্যাশা।♥♥
 2 years ago 

ক্ষুদ্র এই মানব জীবনে সময় যেমন বদলে যায় তেমনি সময়ের সাথে সাথে সম্পর্ক গুলো বদলে যায়। সময় বড় অভিমানী

এই কথাটা একদম ঠিক বলেছেন আপু। সবকিছুরই একটা ভালো দিক এবং খারাপ দিক রয়েছে তেমনি ভাবে সম্পর্ক এর মধ্যে এই বিষয়টা বিদ্যমান আমরা সব মিলিয়ে ভালো এবং খারাপ নিয়েই বাঁচতে চাই এটাই আমাদের জীবন । ধন্যবাদ আপু আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

তিক্ততার সম্পর্ক কখনোই টিকে না এবং এই সম্পর্ক মধ্যে কখনো মাধুর্যতা এবং কোমলতা ও ভালোবাসা কিছুই থাকে না। এজন্য তিক্ততা ছেড়ে মানুষকে অনেক সময় দেখা যায় বন্ধুত্বসুলভ চলতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রত্যেকটা জিনিসের ভাল এবং মন্দ দুটো দিক থাকে। প্রত্যেকটা খেলা শেষে জয়-পরাজয় নিশ্চিত।
আমাদের জীবন দশায় আমরা অনেক সময়ই ছোটখাটো বিষয় উপর নজর না দিয়ে এগিয়ে চলার কারণে তিক্ততা বিষণ্নতায় ভুগতে হয় সর্বশেষ।
সুন্দর একটি পোস্ট করেছেন ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56890.04
ETH 2356.22
USDT 1.00
SBD 2.39