DIY-ক্লে দিয়ে সিম্পল একটি ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে ওয়ালমেট তৈরি করতে অনেক ভালো লাগে। তবে কি ধরনের ওয়ালমেট তৈরি করবো এটা ভাবতে গিয়ে সময় চলে যায়। হঠাৎ করে বসে পড়লাম কাগজ নিয়ে। এরপর যখন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে বসলাম তখন আর পারছিলাম না। অবশেষে বসে পড়লাম ক্লে নিয়ে। অবশেষে সুন্দর করে ক্লে দিয়ে সিম্পল একটি ওয়ালমেট তৈরি করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


ক্লে দিয়ে সিম্পল একটি ওয়ালমেট তৈরি:

IMG_20241111_183619.jpg
Device-OPPO-A15


ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই সময় পেলে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি। প্রথমে কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার প্রস্তুতি নিয়েছিলাম। এরপর যখন কোনভাবেই নতুন কোন আইডিয়া মাথায় আসছিল না হঠাৎ করে মনে হল ক্লে দিয়ে কোন কিছু করি। কাগজ এবং ক্লে ব্যবহার করে সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করেছি। যেহেতু উপকরণের ছবি আগে তোলা হয়েছে তাই ক্লে উপকরণে দিতে পারিনি। আসলে অনেক সময় পরিকল্পনা একরকম থাকে আর বাস্তবে অন্য কিছু তৈরি করা হয়ে যায়। এবার আমার তৈরি করা ওয়ালমেট ঠিক সেরকমই হয়েছে। তবে সিম্পল হোলেও দেখতে ভালোই লাগছিল। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. ক্লে।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20241111155427.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241111155530.jpg
Device-OPPO-A15
IMG20241111155813.jpg
Device-OPPO-A15


ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে একটি সাদা কাগজ নিয়েছি। এরপর উপরের অংশে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি আর আঠা লাগিয়েছি।


ধাপ-২

IMG20241111160223.jpg
Device-OPPO-A15
IMG20241111160343.jpg
Device-OPPO-A15


এবার উপরের ডিজাইন টা করার জন্য হালকা গোলাপি রঙের ক্লে নিয়েছি। এরপর হালকা বেগুনি রংয়ের ক্লে নিয়েছি।


ধাপ-৩

IMG20241111160417.jpg
Device-OPPO-A15
IMG20241111160515.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে ডিজাইনগুলো করে নেওয়ার চেষ্টা করেছি। আর আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20241111160719.jpg
Device-OPPO-A15
IMG20241111161007.jpg
Device-OPPO-A15


এবার সবুজ রঙের ক্লে ব্যবহার করেছি। আর ডিজাইনটা সুন্দর করেছি। ফুলের ফাঁকে ফাঁকে পাতা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20241111161437.jpg
Device-OPPO-A15
IMG20241111161553.jpg
Device-OPPO-A15


সবগুলো ডিজাইন করা হয়ে গেলে এবার মাঝের অংশে সুন্দর একটি লেখা লিখেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20241111162112.jpg
Device-OPPO-A15
IMG20241111162158.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেটের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য এক পাশে ফুল তৈরির চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20241111162247.jpg
Device-OPPO-A15
IMG20241111162438.jpg
Device-OPPO-A15


এবার ফুলের সাথে কিছু পাতা তৈরি করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG_20241111_174935.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে ডিজাইনগুলো করে নিয়েছি। আর ওয়ালমেট আরো সুন্দর করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20241111_183554.jpg
Device-OPPO-A15


মাঝে মাঝে নতুন নতুন ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি। আর কোন কিছু চিন্তা-ভাবনা ছাড়াই যখন নতুন কিছু তৈরি করি তখন অনেক ভালো লাগে। সম্পূর্ণ অংশ যখন তৈরি হয়ে যায় তখন সাজিয়ে রাখতে ভালো লাগে। আমি মাঝে মাঝেই ওয়ালমেট তৈরি করি। জানিনা আজকের ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে। চেষ্টা করেছি সিম্পল একটি ওয়ালমেট তৈরি করার। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 days ago 

ক্লে দিয়ে তৈরি ওয়ালমেটি বেশ সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ওয়ালমেট তৈরি করেছেন ও আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য

 2 days ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য।

 3 days ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে ক্লে দিয়ে সিম্পল একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোষ্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে নিজের দক্ষতার মাধ্যমে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 days ago 

ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। এই ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। আর প্রতিটি ধাপ তুলে ধরেছি ভাইয়া।

 3 days ago 

সিম্পল হলেও ডিজাইনটা অনেক সুন্দর। সত্যি আপু ক্লের তৈরি জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার ওয়ালমেট চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে ।

 2 days ago 

সিম্পল একটি ডিজাইন করেছি যাতে করে দেখতে অনেক ভালো লাগে। মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 days ago 

এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন আপু আপনি আবার বলতেছেন সিম্পল। আমার কাছে তো বেশ গর্জিয়াস মনে হল। যেহেতু আপনি সাদা কাগজে প্রথমে কালার লেখা আর্ট করলেন। এরপরে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ডিজাইন করে নিলেন। ওয়ালমেট এর ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে।

 2 days ago 

আপু আমি চেষ্টা করেছি সিম্পলের মাঝেও সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো।

 3 days ago 

বেশি দারুন হয়েছে আপনার মেন্ডেলা। অনেক সুন্দর ভাবি আপনি মেন্ডেলা তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। খুব খুশি হলাম এত সুন্দর ভাবে মেন্ডেলা তৈরি করতে দেখে। কথা বলতে গেলে অসাধারণ হয়েছে। তবে এই উপাদানটা দিয়ে তৈরি করার জন্য বেশি ভালো লাগলো।

 2 days ago 

ভাইয়া আমি একটি ওয়ালমেট তৈরি করেছি। আপনি একটু ভালোভাবে পোস্ট দেখবেন ভাইয়া।

 3 days ago 

আমি এই সমস্ত দক্ষতাগুলোকে প্রশংসা করি। ক্লে এর ব্যবহারটা কয়েক মাস ধরে একটু বেশি লক্ষ্য করছি। এর আগে কিন্তু এর ব্যবহারটা তেমন একটা ছিল না। তবে অনেকেই সুন্দর সুন্দর গায়ে পোস্ট তৈরি করছে, দেখতে ভালো লাগে। আপনার ওয়ালমেট টাও কিন্তু অসাধারণ হয়েছে আপু।

 2 days ago 

মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি আপু। আমার পোস্ট আপনার কাছে ভালো লাগে এটা জেনে খুবই ভালো লাগলো।

 2 days ago 

ক্লে কিছু বানালে দেখতে বেশ চমৎকার সুন্দর লাগে।আপনি দারুণ করে ক্লে দিয়ে একটি সিম্পল ওয়ালমেট বানিয়েছেন। দারুণ লাগছে দেখতে।ধাপে ধাপে ওয়ালমেট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 days ago 

ক্লে দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। আমি সুন্দরভাবে এই ওয়ালমেট তৈরি করেছি আর পদ্ধতি তুলে ধরেছি।

 3 days ago 

ক্লে দিয়ে সিম্পল একটি ওয়ালমেট তৈরি করার সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এমন জিনিস ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে।

 2 days ago 

ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 days ago 

যদি ঘরে ঢুকতেই এমন একটা ওয়ালমেট চোখে পড়ে তাহলে বেশ অন‍্যরকম একটা অনূভুতি হবে। ক্লে দিয়ে চমৎকার তৈরি করেছেন ওয়ালমেট টা ভাই। সবমিলিয়ে দারুণ লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 days ago 

আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভীষণ খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.031
BTC 90574.88
ETH 3192.52
USDT 1.00
SBD 2.90