Diy-রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার বেশ ভালো লাগে। তাই আজকে আমি সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করে আপনাদের মাঝে চলে এসেছি।


রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি:

CM_20220731200541237.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। ফুলের তোড়াটি দেখতে অনেক সুন্দর লাগছে। কালো ও হলুদ রঙের সমন্বয়ে এই ফুলের তোড়াটি বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের তোড়াটি আরো বেশি সুন্দর ভাবে উপস্থাপন করার। মাঝে মাঝে ভিন্ন কিছু তৈরি করতে ভালো লাগে। তাই তৈরি করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ফুলের তোড়া তৈরি করেছি এবং এই ফুলের তোড়া তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. কাঁচি।
৩. আঠা।

IMG20220731192600.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20220731192857.jpg
Device-OPPO-A15
IMG20220731193019.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরির জন্য প্রথমে কালো রঙের কাগজটি নিয়েছি। এরপর ফুলের তোড়ার নিচের দিকের অংশ তৈরি করার জন্য হালকাভাবে কাগজটি ভাঁজ করে নিয়েছি।


ধাপ-২

IMG20220731193140.jpg
Device-OPPO-A15
IMG20220731193327.jpg
Device-OPPO-A15


এবার কাগজটি আঠা দিয়ে আটকে দিয়েছি। যাতে করে ফুলের তোড়াটি দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20220731193535.jpg
Device-OPPO-A15
IMG_20220731_195858.jpg
Device-OPPO-A15


এবার হলুদ রঙের কাগজ কেটে নিয়েছি। কাগজটি কাটা হয়ে গেলে মাঝামাঝি অংশে ভাঁজ করেছি।


ধাপ-৪

IMG20220731193659.jpg
Device-OPPO-A15
IMG20220731193720.jpg
Device-OPPO-A15


আরো কয়েকটি ভাঁজ করেছি। যাতে করে ফুল তৈরিতে সুবিধা হয় এবং কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয়।


ধাপ-৫

IMG20220731194001.jpg
Device-OPPO-A15
IMG20220731194019.jpg
Device-OPPO-A15


এবার কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। যাতে করে এই ফুলটি দেখতে ভালো লাগে। কাটা হয়ে গেলে কাগজটি খুলে নিয়েছি এবং সুন্দরভাবে একটি ফুল তৈরি হয়েছে।


ধাপ-৬

IMG20220731194333.jpg
Device-OPPO-A15
IMG20220731194356.jpg
Device-OPPO-A15


এবার একটি কালো কাগজ নিয়েছি এবং একই পদ্ধতিতে ফুল তৈরি করে নিয়েছি।


ধাপ-৭

IMG20220731194520.jpg
Device-OPPO-A15
IMG20220731194552.jpg
Device-OPPO-A15


এভাবে সবগুলো ফুল সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি। এরপর একটির উপর আরেকটি বসানোর জন্য আঠা নিয়েছি।


ধাপ-৮

IMG20220731194605.jpg
Device-OPPO-A15
IMG20220731194629.jpg
Device-OPPO-A15


এবার আঠার উপর অন্য একটি ফুল বসিয়ে একটির সাথে আরেকটি আটকে দিয়েছি। এভাবে সুন্দর একটি ফুল তৈরি করে নিয়েছি।


ধাপ-৯

IMG20220731194827.jpg
Device-OPPO-A15


ফুলের তোড়া তৈরি করার জন্য তোড়ার আকৃতি অনুযায়ী তৈরি করে রাখা কাগজটি এবং ফুলটি একত্রে জয়েন করার জন্য আঠা লাগিয়েছি।


ধাপ-১০

IMG20220731194951.jpg
Device-OPPO-A15
IMG_20220731_200046.jpg
Device-OPPO-A15


তোড়াটি দেখতে সুন্দর করার জন্য হলুদ কাগজ চিকন করে কেটে নিয়েছি। এরপর হলুদ কাগজটি ভাঁজ করে নিচের দিকে লাগানোর চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20220731_201030.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করা হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপন করেছি। রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। তাইতো আমি এই সুন্দর একটি ফুলের তোড়া তৈরির পদ্ধতি উপস্থাপন করেছি। আপনারা চাইলে আপনারাও তৈরি করতে পারেন।


আমার পোস্ট পরিদর্শনের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Sort:  
 2 years ago 

ওয়াও আপু রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ফুলের তোড়া তৈরি করেছেন। অনেক দিন আগে আমি এরকম ফুলের তোড়া তৈরি করেছি আপু। দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

খুবই দারুণভাবে আপনি ফুলের তোরা তৈরি করেছেন। ভীষণ ভালো লাগলো পোস্টটি দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব ইচ্ছে চমৎকারভাবে উপস্থাপন করেছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য

 2 years ago 

আমার তৈরি করা ফুলে তোর আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের তোড়া বানিয়েছেন। ফুলের তোড়া টি দেখতে বেশ সুন্দর লাগছে। এবং ফুলের তোড়ার উপরের ফুলটি অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। এটা আপনি আপনার প্রিয়জনকে গিফট করতে পারবেন।

 2 years ago 

আমার তৈরি করা ফুলের তোড়াটি আপনার পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে এটা জেনে আমি অনেক খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ফুলের তোড়াটি খুবই চমৎকার হয়েছে ।আমার কাছে তো বেশ ভালো লাগছে দেখতে ।কালার কম্বিনেশন টা খুব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি ফুলের তোড়াটি সুন্দরভাবে সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তাই কালার কম্বিনেশনটা ভিন্ন ধরনের করার চেষ্টা করেছি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের তোড়া বানিয়েছেন। আপনার ফুলের তোড়া বানানোর উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া বানানোর পদ্ধতি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাদের মন্তব্য গুলো আমাকে উৎসাহ যোগায় নতুন কিছু তৈরির জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করেছেন। এরকম ফুলের তোড়া দেখতে বেশ ভালো লাগে। আমিও এইরকম ফুলের তোড়া একবার তৈরি করেছিলাম। আপনার পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

এই ফুলের তোরা আপনি একবার তৈরি করেছেন জেনে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে ফুলের তোরা দেখতে অনেক সুন্দর লাগে। তাই সবাই চেষ্টা করে। মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে একটা ফুলের তোড়া তৈরি করেছেন। রঙিন কাগজের কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল আপু। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুলের তোড়া তৈরি করেছেন আর এই ফুলের তোড়া তৈরি করার প্রতিটি প্রসেস ছবি সব এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যা আপনার পোস্টটিকে অনেক প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে তুলেছে। সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি ফুলের তোড়া তৈরীর সম্পূর্ণ পদ্ধতি উপস্থাপন করার জন্য। আমার এই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার ফুলের তোড়া টি খুবি সুন্দর হয়েছে এবং কালার কম্বিনেশন টা খুবই ভালো ছিল শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি দেখে অনেক ভালো লাগলো। ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। সাথে চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45