Diy-আমার করা একটি আর্ট ও ক্যালিগ্রাফি|🖌️|[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ভিন্ন ধরনের আর্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি যুদ্ধকে কেন্দ্র করে আমার একটি আর্ট ও ক্যালিগ্রাফি করেছি। যুদ্ধের ভয়াবহতা আমাদের পরিবারের ওপর কতটা প্রভাব ফেলে তারই একটি চিত্র আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আমার আর্ট ও ক্যালিগ্রাফি আপনাদের ভালো লাগবে।


আমার করা একটি আর্ট ও ক্যালিগ্রাফি:

IMG_20220302_160039.jpg
Device-OPPO-A15
IMG_20220302_151016.jpg
Device-OPPO-A15


একজন সৈনিক তার দেশকে ভালোবাসে দেশের মায়ায় নিজের সর্বস্ব উজাড় করে দেয়। পরিবার-পরিজনদের দূরে রেখে দেশ রক্ষায় নিজেকে নিয়োজিত করে। আমার বাবাও একজন সৈনিক ছিলেন। সেজন্য আমিও গর্ববোধ করি। তেমনি যারা দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এরকম সৈনিকদের প্রতি আমরা সব সময় শ্রদ্ধা জানাই। যুদ্ধে তারাই নিজের জীবন উৎসর্গ করে তারাই এগিয়ে আসে। আমরা তাদের উপর ভরসা করে নিশ্চিন্তে ঘুমাই। যারা দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত করেছেন ও দেশকে রক্ষায় নিজের জীবনকে বাজি রেখেছেন তারাই আমাদের দেশের বীর সৈনিক। বর্তমানে যেহেতু ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি আমাদের মর্মাহত করেছে তাই আমি আমার মনের আবেগ থেকে একটি চিত্র ও ক্যালিগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।

IMG20220302140126.jpg
Device-OPPO-A15


আমার করা একটি আর্ট ও ক্যালিগ্রাফি তৈরির ধাপসমূহ:


🖌️ধাপ-১

IMG20220302140511.jpg
Device-OPPO-A15
IMG20220302140835.jpg
Device-OPPO-A15


যুদ্ধের ভয়াবহতার কথা মাথায় রেখে আমি একটি সুন্দর আর্ট ও ক্যালিগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই জন্য আমি প্রথমে একটি সাদা কাগজ নিয়েছি। এরপর যুদ্ধ জয় করে ফেরা সৈনকের চিত্র অংকন করার চেষ্টা করেছি।


🖌️ধাপ-২

IMG20220302141056.jpg
Device-OPPO-A15
IMG20220302141215.jpg
Device-OPPO-A15


যুদ্ধ জয় করে ফেরা সৈনিকের সবচেয়ে আপনজন হলো তার পরিবার। এবার এই যুদ্ধে জয় করা সৈনিক যখন তার পরিবারের কাছে ফিরেছে তখন সে খু্বই আহত। তাই তার পরিবারের একটি প্রিয় মানুষ তার সন্তানের চিত্র অংকন করেছি।


🖌️ধাপ-৩

IMG20220302141342.jpg
Device-OPPO-A15

IMG20220302141411.jpg
Device-OPPO-A15


এবার আমি মেয়েটির কল্পনায় তার বাবার হাতে তার জন্য আনা উপহার ও বেলুন অংকন করেছি। কিন্তু সেই অবুঝ মেয়েটি জানতো না তার বাবার সেই হাত আর নেই। যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিয়েছে তার বাবার সেই হাত।


🖌️ধাপ-৪

IMG20220302142144.jpg
Device-OPPO-A15
IMG20220302142248.jpg
Device-OPPO-A15
IMG20220302142429.jpg
Device-OPPO-A15


এবার আমি বীর সৈনিকের চিত্র অংকন করার জন্য সুন্দর করে রং দিয়েছি। রঙের মাঝে আমি সৈনিকের পোশাক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


🖌️ধাপ-৫

IMG20220302142708.jpg
Device-OPPO-A15
IMG20220302143008.jpg
Device-OPPO-A15


এভাবে আমি ধিরে ধিরে আরো কিছু অংশে রঙের ব্যবহার করে চিত্রটি সুন্দর করেছি। এরপর বেল্ট ও মাথার চুলের অংশ কালো রং দিয়েছি।


🖌️ধাপ-৬

IMG20220302143139.jpg
Device-OPPO-A15
IMG20220302143150.jpg
Device-OPPO-A15
IMG20220302143541.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আরো কিছু অংশে রঙ দিয়ে চিত্রটি ভালো ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।


🖌️ধাপ-৭

IMG20220302143911.jpg
Device-OPPO-A15
IMG20220302144227.jpg
Device-OPPO-A15

এবার আমি মেয়েটির জামা সুন্দর করার জন্য লাল রং দিয়েছি। লাল জামা পড়ে বাবার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা এই মেয়েটিকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি।


🖌️ধাপ-৮

IMG20220302144348.jpg
Device-OPPO-A15
IMG20220302144554.jpg
Device-OPPO-A15


এবার আমি বেলুন গুলো সুন্দর ভাবে অংকন করেছি। মেয়েটির কল্পনায় সেই বেলুনগুলো ও রং-বেরংয়ের বেলুন তৈরি করেছি। এবার যুদ্ধ থেকে ফেরা সৈনিকের ক্ষতবিক্ষত হাত থেকে ঝরে যাওয়া রক্তের ফোঁটা অংকন করেছি।


🖌️ধাপ-৯

IMG20220302144724.jpg
Device-OPPO-A15
IMG20220302144937.jpg
Device-OPPO-A15


এবার আমি আমার মনের আবেগ দিয়ে ক্যালিগ্রাফি করার চেষ্টা করেছি। এজন্য আমি প্রথমে লেখাগুলো পেন্সিল দিয়ে লিখে নিয়েছি। যেহেতু এটি আমার প্রথম ক্যালিগ্রাফি তাই আমি পেন্সিল দিয়ে হালকা করে লিখে নিয়েছি। এরপর লাল রং দিয়ে লেখার চেষ্টা করেছি।


🖌️ধাপ-১০

IMG20220302144941.jpg
Device-OPPO-A15
IMG20220302145324.jpg
Device-OPPO-A15


যুদ্ধের ভয়াবহতা ও রক্তে মাখা যুদ্ধের চিত্র উপস্থাপন করার জন্য আমি লাল রং দিয়ে ও আমার মনের আবেগ দিয়ে লেখা কিছু কথা উপস্থাপন করেছি।


🖌️শেষ ধাপ

IMG20220302145514.jpg
Device-OPPO-A15


এই চিত্রটি আরো বেশি সুন্দর করার জন্য আরও কিছু অংশের কাজগুলো শেষ করার মাধ্যমে আবারও ক্যালিগ্রাফির কাজ পুরোপুরি ভাবে শেষ করেছি।


🖌️উপস্থাপনা:

IMG_20220302_155959.jpg
Device-OPPO-A15
IMG20220302145713.jpg
Device-OPPO-A15


আমার করা একটি আর্ট ও ক্যালিগ্রাফি পুরোপুরি ভাবে শেষ হয়ে গেলে আমি সকলের মাঝে উপস্থাপন করেছি। আমরা সকলেই চাই যুদ্ধ বন্ধ হোক। যুদ্ধের ভয়াবহতা যেন আর কোন প্রিয় মানুষের ক্ষতি না করে এই কামনা করি। যুদ্ধ যেন কোন বীর সৈনিকের রক্ত না ঝরায় এই কামনা করি। সবশেষে একটি কথাই বলতে চাই আমরা যুদ্ধ চাই না শান্তি চাই।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 3 years ago 
আপনার করা একটি আর্ট ও ক্যালিগ্রাফিটি অসাধারণ হয়েছে এবং আপনার সাথে আমি সহমত পোষণ করছি যুদ্ধ কখনো শান্তি আনে না তাই আমরা কোন যুদ্ধ চাইনা আমরা চাই শান্তি আমরা চাই সম্প্রীতি আমরা চাই ভালোবাসা আমরা চাই বিশ্বাস আমরা চাই আশা এবং বিশ্বস্ত তা এবং লেগে থেকে সফল হওয়া ♥♥
 3 years ago 
খুবই চমৎকার মিনিংফুল একটি চিত্র পেইন্টিং করেছেন। এই চিত্রটি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আমার প্রতিবেশী এক ভাই মিশনে গিয়ে তার হাত হারাইছে। আসলে যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না। আপু আপনাকে অনেক ধন্যবাদ।
 3 years ago 

একদম ঠিক যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ আমাদের জন্য কখনোই শান্তি বয়ে আনে না। খুব অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার ক্যালিগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে। আসলেই আমরা যুদ্ধ চাই না শান্তি চাই। একটি যুদ্ধ মানেই একটি দেশ একটি জাতি জন্য ব্যাপক ক্ষতি।যার প্রভাব সারা বিশ্বের মানুষের ওপর পড়ে । ভালো ছিল তো ধন্যবাদ।

 3 years ago 

আপনার করা আর্ট এবং ক্যালিওগ্রাফি অনেক সুন্দর হয়েছে। একদম ঠিক বলেছেন যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধ আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন করে। ওকে অনেক সুন্দর ভাবে চিত্রের মাধ্যমে দেখিয়েছেন। আপু আজকে অংকন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুস্থ সুন্দর নিরাপদ আবাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য যুদ্ধ কাম্য নয়। আপনার ক্যালিগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব চমৎকারভাবে অত্যন্ত দক্ষতার সাথে আর্টিস্টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপু আপনার আজকের আর্ট ও ক্যালিগ্রাফিটি দুর্দান্ত হয়েছে, খুবই সময় সাময়িক একটি পোস্ট করেছেন। আপনি ঠিকই বলেছেন আমরা সকলেই যুদ্ধ নয় শান্তি চাই। খুবই সুন্দর ভাবে বিষয়টি আপনি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বাস্তবমুখী একটি ড্রইং করেছেন আপু। সেই সাথে আপনি যে বার্তা দিয়েছেন সেটি অসাধারণ ছিল। আপনার ড্রইং এর মূল কনসেপ্ট টি দেখে আসলে কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

দারুন সমসাময়িক একটি বিষয় তুলে ধরেছেন আপনার অঙ্কন এ খুব ভালো লাগলো আপু দেখে।আর লেখা গুলো সত্যিই সুন্দর ছিলো।আর আমিও আপনার সাথে বলতে চাই যুদ্ধ নয় শান্তি চাই।

 3 years ago 

আপনার করা আর্ট ও ক্যালিগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের আর্ট ও ক্যালিগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33