জেনারেল রাইটিং- সম্পর্ক||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি নিজের মনের কিছু কথা আপনাদের মাঝে লেখনীর মাধ্যমে প্রকাশ করতে চলে এসেছি। জানিনা আমার লেখাগুলো আপনাদের কাছে কেমন লাগে। তবে লেখালেখি করতে আমার ভালো লাগে। মাঝে মাঝে চেষ্টা করি ভিন্ন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। আশা করছি আমার আজকের লেখাটিও আপনাদের ভালো লাগবে।


সম্পর্ক:

IMG_20230618_121056.jpg


সম্পর্ক নামক শব্দটি কয়েকটি শব্দের মাঝে সীমাবদ্ধ থাকলেও এর বন্ধন অনেক গভীর। ছোট থেকে আমরা পরিবার পেয়েছি। পরিবারের মানুষগুলোকে আপন করে পেয়েছি। তাদের সাথে একটি সম্পর্ক তৈরি হয়েছে। হঠাৎ করে যখন সময়ের সাথে সাথে আমরা বড় হয়ে যাই তখন কেন জানি আপন মানুষ গুলোর মাঝে সম্পর্কের বাঁধন হালকা হয়ে যায়। যখন নিজেকে অন্য একটি পরিবারের সাথে আমরা জড়িয়ে ফেলি। তখন নিজের আপন মানুষ, নিজের কাছের মানুষগুলো নাকি পর হয়ে যায়। নতুন একটি পরিবারের মানুষকে আমরা আপন করে নিতে চাইলেও পারি না। এমনকি তারাও কখনো ভালোবেসে আপন করে নেয় না। আর তাদের কাছ থেকে শুনতে হয় আমার সেই পরিবার নাকি এখন আমার পর। হায়রে জীবন জীবনের বাস্তবতা বোধয় বড় নিষ্ঠুর।


যে পরিবার আমাদেরকে আদর দিয়েছে ভালোবাসা দিয়েছে স্নেহ দিয়েছে সেই পরিবার নাকি একদিন আমাদেরকে অন্য এক বিনি সুতার বাঁধনে বেঁধে দেয়। হয়তো অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে নতুন পরিবার পেয়ে যাই আমরা। কিন্তু সেই স্বপ্নগুলো সময়ের সাথে সাথে ধোঁয়ায় ভরে ওঠে। হয়তো সেই ধোঁয়াশার অন্ধকারে একটি মেয়ের জীবন তিলে তিলে শেষ হয়ে যায়। তখন বারবার চিৎকার করে বলতে ইচ্ছে করে এটাই কি নারী জীবন? কেন নিজের পরিবার ছেড়ে অন্য একটি পরিবারে আসতে হয়? কেনই বা তাদেরকে আপন করে নিতে হয়? সেই নতুন পরিবারের মানুষগুলো কি কখনো আমাদেরকে আপন করে নিয়েছে? বারবার চিৎকার করে বলতে ইচ্ছে করে আমারও তো ইচ্ছে ছিল নিজের পরিবারের পাশে থাকার। কিন্তু এই সমাজ, সংসার আমাকে ঠেলে দিয়েছে নতুন একটি পরিবারে। আর নিজের বেড়ে ওঠা, নিজের শৈশব, আর ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে আসতে বাধ্য করেছে।


সম্পর্কের মায়াজাল বড় বেশি কঠিন। সেই সম্পর্কের মায়াজালে জড়িয়ে যখন আহত হৃদয়ে নিয়ে ফিরতে হয় তখন নিজেকে বড় শূন্য মনে হয়। মনে হয় যেন এ জীবন একেবারেই বৃথা। না পেলাম নিজের পরিবার না পেলাম অন্য কাউকে আপন করতে। নারী জীবনের অপূর্ণতা যেন আরো বেশি বেড়ে যায়। মিছে মায়ার সংসারে কেউ আপন হয় না। কাউকে আপন করে নিতে গেলে বারবার শুনতে হয় কথার আঘাত। যেই মানুষটি নিজের পরিবার ছেড়ে এসেছে, নিজের আপন মানুষগুলোকে ছেড়ে এসেছে, সেই মানুষটিকে যখন সবাই অবহেলা করে তখন বিষন্নতায় ভরে ওঠে হৃদয়। মনে হয় যেন সম্পর্কের মায়াজাল ছিন্ন করে দূরে কোথাও যদি পালিয়ে যেতে পারতাম তাহলে হয়তো জীবনটা হাফ ছেড়ে বাঁচতে পারতো। হয়তো একটু প্রাণ খুলে শ্বাস নিতে পারতো।


নারী জীবন বড়ই অদ্ভুত। তাদের নিজের কোন ঠিকানা নেই। জীবনের বাস্তবতা আর সম্পর্কের মায়াজাল নারী জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। হয়তো নারী কখনো কারো মেয়ে, কখনো কারো মা, এভাবেই হয়তো কেটে যাচ্ছে জীবন। নারী জীবনের সাথে জড়িয়ে আছে অনেক সম্পর্ক। হয়তো সেই সম্পর্ক ছিন্ন করে মুক্ত আকাশে উড়তে ইচ্ছে করে। মন চায় জীবনটাকে অদৃশ্য সেই কারাগার থেকে মুক্তি দিতে। মন চায় দূর আকাশে কোথাও হারিয়ে যেতে। বারবার ইচ্ছে করে জীবন থেকে পরিত্রাণ পেতে। হয়তো মাঝে মাঝে ইচ্ছে করে সব সম্পর্কের পিছুটান পেছনে ফেলে ওই দূর আকাশে পাড়ি জমাতে। হায়রে জীবন কখনো নারীকে আপন করে নিতে পারল না কেউ। কখনো নারী কারো আপন হলো না। শুধু মাত্র এক মিছে সম্পর্কের মায়ায় বেঁধে রাখল তাকে।


সম্পর্ক শব্দটি ছোট হলেও সম্পর্কের সেই গভীরতা হয়তো আমরা খুব একটা উপলব্ধি করতে পারি না। একটি মানুষের জীবন বড়ই অদ্ভুত। যখন তখন রূপ বদলায়। হয়তো জীবনটাও বদলে যায়। জানিনা আমার লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তবুও আমার এলোমেলো চিন্তাধারা থেকে কিছু কথা লেখার চেষ্টা করেছি।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  

Hello, friend!

This post has been upvoted and manual selected by the Steemgoon curation team.

Thank you for sharing content and contributing to the STEEM blockchain.


We are an active witness on STEEM, thank you in advance for your support.

If you vote for us as a witness, you will get daily steem rewards and free upvote to your post.

 2 years ago 

আসলে আপনি ঠিকই বলেছেন, সম্পর্ক নামক শব্দটি কয়েকটি শব্দের মাঝে সীমাবদ্ধ থাকলেও এর বন্ধন অনেক গভীর। আসলে সম্পর্কের মায়াজাল অনেক বেশি কঠিন। আসলে একটা মেয়ে চায় নিজের পরিবারের পাশে থাকতে। কিন্তু সমাজ তাদেরকে থাকতে দেয় না তাদেরকে চলে যেতে হয় অন্য একটা পরিবারে। সেখানে গিয়ে সকল সম্পর্ক নতুন ভাবে তৈরি করে তাদের জীবন যাপন করতে হয়। কিন্তু সেই মানুষগুলো কি তাদেরকে আপন করে নেয়?? এটাতো ভাবা কষ্টদায়ক। আসলেই প্রত্যেকটা মানুষের জীবন অনেক অদ্ভুত। আর যখন তখন এর রূপ বদলায়। সেই সাথে জীবনের ও পরিবর্তন ঘটে অনেকবার। আপনার জেনারেল রাইটিং পোস্ট ভালো লাগলো পড়ে আমার কাছে।

 2 years ago 

অন্য একটি পরিবারকে আমরা যেমন আপন করে নেই তারা কিন্তু আমাদেরকে মন থেকে আপন করে নিতে পারে না। তাই তো সবসময় অবহেলার অদৃশ্য ছায়া লেগেই থাকে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। সত্যি আপু নারী জীবন বড়ই অদ্ভুত। নারীদের নিজের কোন ঠিকানা নেই। নারীরা হলো অনেকের খেলার পাত্র।কিন্তু আমাদের এই সমাজ থেকে বেরিয়ে রুখে দাঁড়াতে হবে। যদি ও আমাদের সমাজ নারীদের স্বাধীন ভাবে বাঁচতে দেয় না তারপরে এই পথ থেকে আমাদের মুক্ত পাওয়ার উপায় খুঁজতে হবে।আর আপু আমরা সবাই রুখে দাঁড়ালে হয়তো আমরা একটু ভালো ভাবে বাঁচতে পারব।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 2 years ago 

আমার পোস্ট পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি কিছু কথা লিখে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সত্যি আপু মাঝে মাঝে আমরা সবাই নিরুপায় হয়ে যাই।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে মা জাতির প্রতি আমার যেন আরো মমতা বেড়ে গেল কারণ আমি কখনোই মা জাতিকে ছোট দৃষ্টিতে দেখিনা। তবে ঘুনে ধরা সমাজ অনেক সময় অনেক দিক থেকে সুনজরে তাকে দেখে না বরঞ্চ অবহেলার দৃষ্টিতে রাখে। হয়তো সমাজে সুন্দর সম্পর্ক গড়ে তুলে দিতে পারে পরিবারের সুন্দর সম্পর্ক বন্ধন তৈরি করতে পারে কিন্তু অনেক সময় সেটা হয় না। দেখা যায় একজন মেয়ে মানুষের ইচ্ছা আসা-আকাঙ্ক্ষা অতি খেলার পাত্রের মত নষ্ট হয়ে যায়। তারপরে আমি চাইবো আমার মা জাতি যেন নিজের সম্মান মর্যাদা প্রত্যেকটা স্থান থেকে পাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112077.58
ETH 4308.83
SBD 0.84