DIY-পোস্টার রং দিয়ে গ্রাম্য বধূর পেইন্টিং||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পোস্টার রং দিয়ে আমি একটি পেইন্টিং তৈরি করেছি। আমি পোস্টার রং দিয়ে গ্রাম্য বধূর পেইন্টিং তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনার পেইন্টিং আপনাদের আছে ভালো লাগবে।


❤️পোস্টার রং দিয়ে গ্রাম্য বধূর পেইন্টিং:❤️

IMG20220125192834.jpg
Device-OPPO-A15


দীর্ঘ 13 বছর পর আজ আমি পোস্টার রং দিয়ে পেইন্টিং করলাম। সময়ের সাথে সাথে আমাদের প্রিয় কাজ গুলো হারিয়ে যায়। আমি ছোটবেলায় পেইন্টিং করতে খুবই পছন্দ করতাম। কিন্তু সময়ের সাথে ও জীবনের ব্যস্ততার কারণে সব শখের কাজগুলো অগোচরে হারিয়ে গেছে। আজ আবার সেই পুরনো ইচ্ছে গুলোকে ধরে রাখতে পোস্টার রং দিয়ে গ্রাম্য বধূর একটি পেইন্টিং করলাম। হয়তো কিছু কিছু কাজ রয়েছে যেগুলো না করলে দক্ষতা থাকে না। আমি জানিনা আমার এই পেইন্টিংটি কেমন হয়েছে তবে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে তৈরি করার। দীর্ঘদিন পর পোস্টার রং দিয়ে পেইন্টিং করতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছে। হয়তো সেই স্মৃতি গুলো আর কখনো ফিরে আসবে না। কিন্তু সেই স্মৃতির আনন্দঘন মুহূর্ত গুলো আবার ফিরিয়ে নিয়ে আসতে আবার শুরু করলাম পোস্টার রং দিয়ে পেইন্টিং। আশা করছি আমার এই পেইন্টিং এর মাধ্যমে একটি গ্রাম্য বধূর অপরূপ সৌন্দর্য তুলে ধরতে সক্ষম হয়েছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পেন্সিল।
৩. পোস্টার রং।
৪. রাবার।
৫. তুলি ও কটনবার।
৬. পানি।
৭. কালো কলম।

IMG20220125182633.jpg
Device-OPPO-A15


পোস্টার রং দিয়ে গ্রাম্য বধূর পেইন্টিং তৈরির ধাপসমূহ:


❤️ধাপ-১❤️

IMG20220125183219.jpg
Device-OPPO-A15
IMG20220125183357.jpg
Device-OPPO-A15


পোস্টার রং দিয়ে গ্রাম্য বধূর পেইন্টিং করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি। এরপর আমি গ্রাম্য বধূর চিত্র পেন্সিল দিয়ে অঙ্কন করার জন্য প্রথমে মুখ অঙ্কন করেছি।


❤️ধাপ-২❤️

IMG20220125183803.jpg
Device-OPPO-A15
IMG20220125183929.jpg
Device-OPPO-A15


এবার আমি ধীরে ধীরে গ্রাম্য বধূর পেইন্টিং অঙ্কন করার জন্য প্রথমে গ্রাম্য বধূর চিত্রটি পেন্সিল দিয়ে সুন্দর করে অঙ্কন করে নিয়েছি।


❤️ধাপ-৩❤️

IMG20220125184205.jpg
Device-OPPO-A15
IMG20220125184506.jpg
Device-OPPO-A15
IMG20220125184518.jpg
Device-OPPO-A15


এবার আমি ছোট ছোট কয়েকটি লতানো গাছ অঙ্কন করেছি। এই ছোট ছোট লতানো গাছ গুলো আমার পেইন্টিং এর সৌন্দর্য বৃদ্ধি করবে।


❤️ধাপ-৪❤️

IMG20220125184632.jpg
Device-OPPO-A15
IMG20220125184731.jpg
Device-OPPO-A15


এবার আমি লাল রং নিয়েছি। আমি আমার অঙ্কিত গ্রাম্য বধূরকে সুন্দর করে সাজাতে তার শাড়ীর অংশে লাল রঙের ব্যবহার করেছি।


❤️ধাপ-৫❤️

IMG20220125185009.jpg
Device-OPPO-A15
IMG20220125185232.jpg
Device-OPPO-A15


আমি খুব ধীরে ধীরে এবং সাবধানতার সাথে শাড়ীর সম্পূর্ণ অংশ লাল রং ব্যবহার করেছি। এরপর আমি গাছের ফুল গুলো অনেক সুন্দর করে তুলতে লাল রঙের ব্যবহার করেছি।


❤️ধাপ-৬❤️

IMG20220125185440.jpg
Device-OPPO-A15
IMG20220125185733.jpg
Device-OPPO-A15
IMG20220125190049.jpg
Device-OPPO-A15


এবার আমি গাছের পাতাগুলোতে সবুজ রঙের ব্যবহার করেছি। সবুজ রঙের ব্যবহার করার ফলে গাছের পাতাগুলো দেখতে সুন্দর হয়েছে।


❤️ধাপ-৭❤️

IMG20220125190310.jpg
Device-OPPO-A15
IMG20220125190528.jpg
Device-OPPO-A15


এবার আমি গ্রাম্য বধূর শাড়ীর অন্যান্য অংশে সুন্দর করে তোলার জন্য নীল রঙের ব্যবহার করেছি। নীল রঙের ব্যবহার করার ফলে দেখতে সুন্দর লাগছে।


❤️ধাপ-৮❤️

IMG20220125190716.jpg
Device-OPPO-A15
IMG20220125191059.jpg
Device-OPPO-A15


এবার আমি আমার পেইন্টিংটি আরো বেশি সুন্দর করে তোলার জন্য হলুদ রঙের পোস্টার রং নিয়েছি। এবার হলুদ রং ব্যবহার করেছি।


❤️ধাপ-৯❤️

IMG20220125191212.jpg
Device-OPPO-A15
IMG20220125191324.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আমি আমার পেইন্টিংটি সুন্দর করে তোলার জন্য বিভিন্ন অংশে হলুদ রঙের ব্যবহার করে আরো বেশি সুন্দর করে তুলেছি।


❤️শেষ ধাপ❤️

IMG20220125191932.jpg
Device-OPPO-A15
IMG20220125192332.jpg
Device-OPPO-A15


আমার পেইন্টিংটি দেখতে অনেক বেশী সুন্দর করার জন্য আরও কিছু অংশের কাজ করেছি এবং গাছের সামনের একটি দেয়ালের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। এরপর আমি হালকা হলুদ রং নিয়ে একটি অন্য রকম রং এর সৃষ্টি করে সম্পূর্ণ অংশ হালকাভাবে অঙ্কন করেছি।


❤️উপস্থাপনা:❤️

IMG20220125192854.jpg
Device-OPPO-A15
IMG20220125193802.jpg
Device-OPPO-A15


পোস্টার রং দিয়ে গ্রাম্য বধূর পেইন্টিং তৈরি করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। যদিও আমি দীর্ঘদিন পর পোস্টার রং ব্যবহার করে এই পেইন্টিংটি করেছি। আমি জানিনা আমার পেইন্টিংটি কেমন হয়েছে। তবে আমি চেষ্টা করেছি আমার পেইন্টিং এর মাধ্যমে গ্রাম্য বধূর অপরূপ সৌন্দর্য সকলের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করছি পোস্টার রং দিয়ে গ্রাম্য বধূর পেইন্টিং সকলের কাছে ভালো লাগবে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

দীর্ঘদিন পর এমন আর্ট নিশ্চয়ই ভালো হয়েছে।গ্রামবাংলার বধূর সাজ চমৎকার হয়েছে।তবে,বধূর মুখের অংশটায় আরেকটু কাজ করতেই পারতেন।তাহলে হয়তো আরো বেশি ফুটে উঠতো।ধন্যবাদ, আমন্ত্রন ও ভালবাসা রইলো।

 2 years ago 

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করেছি আমার অঙ্কন চিত্রটি সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপনার চেস্টায় এটি দারুন হয়েছে।আমন্ত্রন ও ভালবাসা রইলো।

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

অনেক সুন্দর ছিল আপু।পোস্টার রং দিয়ে গ্রাম্য বধুর পেইন্টিং এককথায় অসাধারণ ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

দারুন একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনাদের সুন্দর মন্তব্য ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গ্রাম্য বধুর খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপনি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন তার কারণ হলো তিনি বলেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

অনেক সুন্দর হয়েছে আপু পোস্টার রং দিয়ে গ্রাম্য বধূর পেইন্টিং । আপনার পেইন্টিং বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে । যাইহোক আপনি অনেক চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তাহলে কোন গ্রাম বাংলার বধূর অনেক সুন্দর একটা পেইন্টিং করলেন আপনি। সত্যি পেইন্টিং টা দেখতে অসাধারণ দেখাচ্ছে। চারপাশে ফুলের গাছ গুলো দেখতে তো খুবই আকর্ষণীয় দেখাচ্ছেন। সত্যিই অনেক সুন্দর ভাবে আপনি পেইন্টিংটা অংকন করলেন। আসলেই পেন্টিং টা টা খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

  • গ্রামের নতুন বধু র পেইন্টিংটি খুব চমৎকার লেগেছে। আপনার তো পেইন্টিং এর অভিজ্ঞতা খুব ভালো হয়েছে। আমি নিজেও আস্তে আস্তে পেইন্টিং করা শিখতেছি। কিন্তু মেয়েগুলো কে আমি এখনো ভালোভাবে আঁকতে পারিনা, আমাকে আমার স্ত্রী সহযোগিতা করে মেয়েগুলোর ছবি আঁকার সময়। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

অসাধারণ একটি পেইন্টিং করলেন আপু। একেবারে অসাধারণ লেগেছে আমার কাছে গ্রাম্য বধূটিকে। দেখতে একেবারে গ্রামের বধূরা দেখতে যেরকম হয় ওই রকম হয়েছে। এরকম একটি অঙ্কন করলেন ভাবাই যায় না। আমার কাছে অনেক বেশি ভাল লেগেছে আপনার আজকের পেইন্টিং। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পোস্টার রং দিয়ে অসাধারণ একটা চিত্র এঁকেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্রাম্য বধূ দেখতে অনেক ভালো লাগতেছে। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 
  • পোস্টার রং দিয়ে গ্রামের বধুর পেইন্টিংটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে এই পেইন্টিংটি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

সুন্দর অঙ্কন করেছেন গায়ের বধূ কে। রং তুলির ব্যবহার ঠিক ঠাক। এমন দৃশ্য কিন্তু গ্রামে গেলে দেখা যায় এখনও। ধন্যবাদ আপু । ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42