ব্যর্থতা থেকে সফলতার জন্ম||আমার বাংলা ব্লগ [10%shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি @monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। লেখালিখি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার অবসর সময়ে লেখালেখি করতে পছন্দ করি। আমি আমাদের বাস্তব জীবনের কথাগুলো সবসময় লেখার চেষ্টা করি। জীবন ও কথা একে অন্যের পরিপূরক। জীবনের চলার পথ থেকেই কথার জন্ম হয়। তাই জীবনের অগোছালো কথাগুলো আমি আমার নিজের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করি। তেমনি আজ "আমি ব্যর্থতা থেকে সফলতার জন্ম" এই বিষয়বস্তুর উপর কিছু কথা লিখতে যাচ্ছি। আশা করছি আমার লেখাগুলো আপনাদের ভালো লাগবে।



ব্যর্থতা থেকে সফলতার জন্ম:

man-g312741516_1920.jpg

Source



ব্যর্থতা হচ্ছে সফলতার অনুপ্রেরণা।আমাদের জীবনের ব্যর্থতাকে কাজে লাগিয়ে আমরা সব সময় সফলতার পথে এগিয়ে যাই। জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই ব্যর্থতার স্মৃতিগুলো মনে করতে হবে। কারণ ব্যর্থতা থেকে সফলতার সূচনা হয়। একেকটি সফল জীবনের পেছনে একেকটি ব্যর্থতার গল্প রয়েছে। সফলতা সবাই দেখতে পারে কিন্তু সেই ব্যর্থ জীবনের কথাগুলো সফলতার পেছনে চাপা পরে যায়। নিজেদের জীবনকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে হলে ব্যর্থতাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে। আমরা যদি আমাদের ব্যর্থতাকে আমাদের ভাগ্যের কারণ বলি সেটা সবচেয়ে বড় ভুল হবে। কারণ ব্যর্থতা থেকে আমরা যদি শিক্ষা লাভ করি তাহলে আমাদের জীবনের পরবর্তী সময়গুলো সফলতায় ভরে উঠবে। ভাগ্য কখনো নির্ধারিত নয়। আমরা আমাদের নিজের ভাগ্য যদি নিজেরা নির্ধারণ না করতে পারি তাহলে কখনো সফলতা আমাদের কাছে ধরা দিবেনা। নিজের ব্যর্থতার গ্লানি মুছে ফেলে সফলতার পথে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য।



boy-gff42f4db8_1920.jpg

Source



আমরা যদি সফল মানুষ গুলোর দিকে তাকাই তাহলে তাদের ব্যর্থতাকে উপলব্ধি করতে পারবোনা। কারণ তারা তাদের সফলতা দিয়ে ব্যর্থতাকে মুছে ফেলেছে। আমরা শুধু সফলতাকে দেখতে পাচ্ছি। সেই সফলতার পিছনে হাজার হাজার শ্রম এসব আমাদের চোখে পরছে না। কারণ আমরা সফলতাকে ভালোবাসি। সফলতার পিছনে লুকানো গল্পগুলো আমাদের কাছে অজানাই থেকে যায়। পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও জীবনে সফল হয়েছে। নিজের জীবনের উপলব্ধি থেকে নিজেকে বুঝতে শিখেছে। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ যে যার মত। সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব করে পাঠিয়েছেন। আমাদের মেধা ও শক্তি সকলের একই। কিন্তু আমরা কখনই নিজের মেধাকে কাজে লাগাতে চাই না। শুধুমাত্র সফল হতে চাই। আমাদের এই সমাজের এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদের ব্যর্থতাকে জয় করে আবার ঘুরে দাঁড়িয়েছে। ব্যর্থতা জীবনের একটি অংশ। আমরা যদি সেই ব্যর্থতাকে কেন্দ্র করে নিজের বাকিটা জীবন তিলে তিলে শেষ করে দেই তাহলে এটাই হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ ভুল। আমরা যদি সেই ব্যর্থতাকে জয় করে ঘুরে দাঁড়াই তাহলেই আমরা সফলতার মুখ দেখবো। আমার কাছে মনে হয় ব্যর্থতাই সফলতার জন্ম দেয়।



alone-g392b4557d_1920.jpg

Source



আমরা যদি আমাদের এই ক্ষুদ্র জীবনে ব্যর্থতাকে জয় করতে না পারি তাহলে কখনই সফলতার মুখ দেখতে পারবোনা। কারণ সময় কখনো কারো জন্য থেমে থাকে না। এই পৃথিবীতে সব কিছুই ফিরিয়ে আনা যায় কিন্তু সময় কখনও নতুন করে ফিরিয়ে আনা যায় না। সময় গেলে সফলতাও অনেক দূরে চলে যায়। আমরা যদি নিজেকে সফল করতে চাই তাহলে আমাদের জীবনের ব্যর্থতা গুলোকে সিঁড়ি হিসাবে কাজে লাগাতে হবে। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফলতার পথে এগোতে হবে। প্রতিটি জীবনে ব্যর্থতার গল্প রয়েছে। সেই ব্যর্থতাকে যারা জয় করে নতুন উদ্যোগে জীবন শুরু করতে পারবে তারাই জীবনে সফলতা অর্জন করতে পারবে। সফলতা আমাদের জীবনের সোনার হরিণ। আমরা যদি সফলতা অর্জন করতে চাই তবে সব সময় ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। আমরা যখন আমাদের নিজের জীবনের ব্যর্থতা গুলোকে সফলতার সিঁড়ি মনে করবো এবং সেই সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করবো তখনই প্রকৃত সফলতা আমাদের জীবনে ধরা দিবে। কারণ আমরা ব্যর্থতাকে হৃদয় দিয়ে অনুভব করতে পারবো। আমরা যদি ব্যর্থতার কষ্ট গুলো হৃদয় দিয়ে অনুভব করতে পারি তাহলে সফলতা অর্জন করার পথে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। যার ভিতর ব্যর্থতার গ্লানি নেই সে কখনো সফলতার প্রকৃত সুখ অনুভব করতে পারে না। সফলতা ব্যর্থতা থেকেই জন্ম হয়। ব্যর্থতা আছে বলেই সফলতার এত কদর। আমাদের জীবনে ব্যর্থতা আছে বলেই আমরা সফলতার পার্থক্য বুঝতে পারি। তাই আমি মনে করি ব্যর্থতা থেকে সফলতার জন্ম।



boy-g2a031ceb5_1920.jpg

Source



আমাদের জীবনের খারাপ সময় গুলোতে কেউ আমাদের পাশে থাকেনা। নিজেকে নিজের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। আর ঠিক তখন যদি আমরা আমাদের বাস্তব জীবন থেকে শিক্ষা লাভ করে ব্যর্থতাকে জয় করতে পারি তবেই আমরা সফল হতে পারবো। সফলতার পিছনে ব্যর্থতার গল্প গুলো লুকিয়ে রয়েছে। এই ব্যর্থতা আমাদের জীবনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। কারণ ব্যর্থতা থেকে আমরা আমাদের বাস্তব জীবনের উপলব্ধি গুলো অনুভব করতে পারি। আমাদের এই বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রেই সকলে সফল হতে চায়। সেই সফলতার চারপাশ ব্যর্থতার গ্লানি দিয়ে ঘেরা। আমরা যদি ব্যর্থতার বেড়াজাল ছিন্ন করে সফলতার দিকে এগিয়ে যাই তবে সফলতা আমাদের জীবনে ধরা দিবে। আমরা যখন ব্যর্থতাকে পিছনে ফেলে সফলতার পথে এগিয়ে যাই তখন আমাদের ইচ্ছাশক্তি আরো দৃঢ় হয়। কারণ আমরা ব্যর্থতার স্বাদ অনুভব করেছি বলেই জীবনের কষ্টের মুহূর্তগুলোকে উপলব্ধি করেছি। ব্যর্থতা জীবনকে পুড়ে পুড়ে খাঁটি করে। আর সেই খাঁটি জীবনে সফলতা খুব সহজেই ধরা দেয়। জীবন বড় কঠিন তার বাস্তবতার কারণে। বাস্তবতার প্রতিটি পদক্ষেপে ব্যর্থতা ঘিরে রয়েছে। আমরা যদি সেই ব্যর্থতাকে পিছনে ফেলে নতুন রূপে নিজেকে তৈরি করতে পারি এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে পারি তবে জীবনে সফল হতে পারবো। তাই আমি মনে করি ব্যর্থতা থেকেই আমাদের জীবনে সফলতার জন্ম হয়।



silhouette-gadf587a52_1920.jpg

Source



আমাদের এই ক্ষুদ্র জীবনে সর্বপ্রথম আমাদে মানসিকতাকে পরিবর্তন করতে হবে।আমাদের মানসিকতার পরিবর্তন না হলে আমরা কখনই ব্যর্থতাকে সফলতার সিঁড়ি তৈরি করতে পারবো না। আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র কারণগুলোতে মানসিকভাবে ভেঙে পরি তাহলে কখনই সফলতার মুখ দেখবো না। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যর্থতার গল্প গুলোকে সিঁড়ি তৈরি করে সফলতার পথে এগিয়ে যেতে হবে। আর আমরা যদি সেই ব্যর্থতাকে কাজে লাগাতে না পারি তাহলে ব্যর্থতার অথৈ সাগরে নিজেকে হারিয়ে ফেলবো। তখন সফলতা আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। আমরা যখন সফলতাকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু করে এগিয়ে যাবো তখন ব্যর্থতা গুলো আমাদের অনুপ্রেরণা জোগাবে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা আর ব্যর্থতাকে দোষারোপ করা দুটো একই সমান। ঘুম থেকে উঠলে যেমন স্বপ্ন ভেঙ্গে যায় তেমনি ব্যর্থতাকে ভাগ্যের দোষ মনে করলে সারাজীবন সফলতা অর্জন অপূর্ণই রয়ে যায়। ভাগ্য যেমন আমাদের জীবনের প্রত্যাশা তেমনি পরিশ্রম হল ভাগ্য নির্ধারণের কেন্দ্রবিন্দু। আর ব্যর্থতা হল আমাদের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। ব্যর্থতা হল আমাদের জীবনের পথ প্রদর্শক। কারণ আমরা যদি ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে পারি তবেই সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারবো। ভুল করে মানুষ জীবনে শিক্ষা লাভ করে। আর ভুল থেকে শিক্ষা লাভ করে জীবনে কাজে লাগানো হচ্ছে বুদ্ধিমানের কাজ। সেই ভুলগুলোকে শুধরে নিয়ে নতুন রূপে নিজেকে তৈরি করার মধ্যেই রয়েছে সফলতা।



man-g197bb4aa7_1920.jpg

Source



ব্যর্থতার গল্প গুলো থেকে আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাই। একটি ব্যর্থতার গল্প খুবই ছোট কিন্তু সেই ব্যর্থতাকে জয় করে সফলতার মুখ দেখা এটি অনেক বড় ব্যাপার। কারণ সেই সফলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যর্থতা। ব্যর্থতাকে জয় করে সফলতা অর্জন করতে হয়। সফলতাকে জিতে নিতে হয়। ব্যর্থতা আমাদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করে। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনের নতুন উদ্যমে এগিয়ে যাই। যা আমাদেরকে সফলতা অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়। ব্যর্থতা কে কাজে লাগিয়ে নতুন রূপে নিজেকে তৈরি করতে হবে। এর মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের প্রকৃত সাফল্য। তাই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফলতার দিকে এগোতে হবে।



সবশেষে আমি একটি কথাই বলতে চাই ব্যর্থতা থেকে সফলতার জন্ম। আজ আমরা ব্যর্থতার স্বাদ গ্রহণ করেছি বলেই সফলতার সুখগুলো উপলব্ধি করতে পারছি। ব্যর্থতা আমাদের জীবনে আছে বলেই সফলতার এত মূল্য। আমি আমার লেখনীর মাঝে আমার কিছু চিন্তাধারা উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আমার লেখাগুলো সকলের কাছে ভালো লেগেছে।



ধন্যবাদ সকলকে।

Sort:  
 3 years ago 

এটা আমরা সকলে বইতে পড়েছি । ফেলিওর ইজ দ্যা পিলার অফ সাকসেস। সত্যি ব্যর্থ না হলে কখনো সফল হওয়া সম্ভব নয়। ব্যর্থ না হলে কখনো কোন কিছু শেখা সম্ভব নয় । সুন্দর লিখেছেন ধন্যবাদ।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া ব্যর্থ না হলে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 
" ব্যর্থতা সফলতার চাবিকাঠি "
আমি আমার জীবন নিয়ে কথা বলি। আমি বহুবার ব্যর্থ হয়েছি। যতবার ব্যর্থ হয়েছি ততবার দ্বিগুণ উদ্যমে ছুটে যাই। এখন পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, দেখি উপর ওয়ালা কি করে। যাক আপনার লিখা আর উপস্থাপনা বেশ চমৎকার ছিল। শুভ কামনা রইল আপনার জন্য 🥀
 3 years ago 

ব্যর্থতার মাঝেই সফলতা রয়েছে। আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া ব্যর্থ হলেই নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার স্পৃহা বেড়ে যায়। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago (edited)

আপু অনেক সুন্দর একটি পোষ্ট উপহার দিয়েছেন আপনি। সত্যি আপু ব্যর্থ না হলে জয় অর্জন করা সম্ভব হয় না। আবার কোন বিষয়ে ব্যর্থ না হলে সে বিষয়ে পরিপূর্ণভাবে শেখা যায় না। খুবই সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন ব্যর্থ না হলে সফলতা অর্জন করা সম্ভব হয় না। অনেক সুন্দর একটি কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59944.92
ETH 2307.28
USDT 1.00
SBD 2.48