নাটক রিভিউ-রাত বাকি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। কয়েকদিন থেকে ভাবছিলাম এই নাটকটি দেখবো। কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। গতকাল রাতে যখন ঘুম আসছিল না তখন ভাবলাম নাটক দেখা যাক। সেই ভাবনা থেকে এই নাটকটি দেখেছি আর এই নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি।


IMG_20240805_133256.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামরাত বাকি
পরিচালনামুরসালিন শুভ
সম্পাদনাহিমেল সাহা
প্রধান সহকারীএবি মামুন
অভিনয়েসাবিলা নূর, ফরহাদ মিলন ও আরো অনেকে
দৈর্ঘ্য৪০ মিনিট
মুক্তির তারিখ২৬ জুন ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • সাবিলা নূর(শায়লা)
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2024-08-05-00-12-00-47.jpg
Screenshot_2024-08-05-00-13-10-94.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই দেখতে পাই শায়লা নামের একজন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য বের হয়েছে। পথের মধ্যে তিনি মারামারি দেখে খুবই বিরক্ত হন। এরপর হসপিটালে যাওয়ার পর সেই আক্রান্ত লোকগুলোকে হসপিটালে আনা হয় এবং তাদেরকে সেবা প্রদান করা হয়। এভাবেই কেটে যায় বেশ কিছু সময়। এরপর হঠাৎ করেই একটি প্রেগন্যান্ট পেসেন্টকে সেখানে আনা হয়। সাথে তার পরিবারও ছিল। দ্রুত শায়লা ম্যাডামকে ডাকা হয় এবং তিনি রোগী দেখেন। এরপর রোগীর কাছ থেকে জানতে পারেন তার কয়েকদিন আগে থেকেই ব্যথা শুরু হয়েছে। আর বাচ্চার নাড়াচাড়া খুবই কম অনুভব করছে। এছাড়া এর আগে কখনো ডক্টর দেখায়নি। এই কথা শুনে শায়লা খুবই রেগে যায়। কারণ সে ভাবতে পারেনি মানুষ এরকমটাও হতে পারে।


Screenshot_2024-08-05-00-14-48-73.jpg
Screenshot_2024-08-05-00-14-53-71.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


তখন বাহিরে গিয়ে শায়লা বলেন রোগীর অবস্থা খুবই খারাপ খুব দ্রুত সিজার করতে হবে। এই কথা শুনে পরিবার একদম রাজি হচ্ছিল না। রোগীর শাশুড়ি একদমই রাজি হচ্ছিল না। অবশেষে বোঝানোর পর রোগীর স্বামী রাজি হয় সিজার করতে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় রোগীকে। রোগীর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে শায়লার এবং সবকিছুই ইজি করার চেষ্টা করে। একদিকে রোগীকে রেডি করার চেষ্টা করছিলাম অন্যদিকে সব কিছু সাভাবিক করার চেষ্টা করছিল। সবকিছু করতে অনেকটা সময় কেটে যায়। অন্যদিকে রোগীর পরিবারের মানুষগুলো অস্থির হয়ে পরে আর বারবার জানতে চায় এখনো ডেলিভারি হচ্ছে না কেন।


Screenshot_2024-08-05-00-22-51-84.jpg
Screenshot_2024-08-05-00-25-17-19.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


সব কাজ ভালোভাবেই চলছিল। সিজার করার পর শায়লার চোখে মুখে অদ্ভুত এক ভয় কাজ করছিল। সেই সাথে তার সহকারীও বিষয়টি দেখে ভয় পেয়েছিল। শায়লা বলে আমাদের হাতে কিছুই নেই। আমরা কিছুই করতে পারবো না। শায়লাকে খুবই চিন্তিত মনে হয়। কোন কিছু প্রকাশ না করেই শায়লা অপারেশন থিয়েটার থেকে বের হয়ে যায়। আর নিজের চেম্বারে যায়। তবে শায়লাকে দেখে খুবই অস্থির মনে হচ্ছিল। আর তার ভিতরে অনেক ভয় কাজ করছিল। শায়লা কি করবে কিছুই ভেবে পাচ্ছিলোনা। এরপর শায়লা নিজেকে শান্ত করে অপারেশন থিয়েটারে যায় এবং সেখানে যাওয়ার পর রোগীকে বলে আমরা আপনার পেটে মৃত বাচ্চা পেয়েছি। এটা শুনে রোগী খুবই কষ্ট পায় আর বলে তার শাশুড়ি তাকে দিয়ে অনেক ভারি ভারি কাজ করিয়েছে। তাই তার এই অবস্থা হয়েছে। এসব শুনে শায়লা আরো রেগে যায়।


Screenshot_2024-08-05-00-25-54-72.jpg
Screenshot_2024-08-05-00-32-05-29.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এবার শায়লা বাইরে চলে যায়। রোগীর পরিবারের মানুষ সবাই যখন কাছে আসে তখন শায়লা জানায় আপনারা অনেক দেরি করে ফেলেছেন। আরো দুদিন আগে আনা উচিত ছিল। আপনাদের বাচ্চা পেটের মধ্যে মারা গিয়েছে। এটা শুনে রোগীর স্বামী এবং শাশুড়ি চিৎকার শুরু করে আর বলে আপনি আমার বাচ্চাকে মেরে ফেলেছেন। শায়লা বুঝতে পারে খুবই গন্ডগোল হতে চলেছে। শায়লা বলে এটার জন্য আপনারাই দায়ী। কারণ আপনারা গর্ভবতী মাকে দিয়ে অনেক পরিশ্রম করিয়েছেন। আর ভারী কাজ করিয়েছেন না। শায়লার কোন কথা তাদের ভালো লাগছিল না। তারা শায়লাকে মারতে যাওয়ার জন্য তেড়ে আসছিল।


Screenshot_2024-08-05-00-35-36-96.jpg
Screenshot_2024-08-05-00-36-04-83.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


অন্যদিকে খবর আসে রোগীর অবস্থা খুবই খারাপ। আর রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছিল। শায়লা আপ্রাণ চেষ্টা করছিলেন রোগীকে বাঁচানোর। একদিকে রোগীর এই খারাপ অবস্থা অন্যদিকে রোগীর পরিবারের লোকজন গ্রামের লোকজনকে নিয়ে এসেছে। সবাইকে বলেছে শায়লা তার সন্তানকে মেরে ফেলেছে। চারপাশে অনেক গন্ডগোল শুরু হয়ে যায়। আর গ্রামের মানুষ হসপিটালে চলে আসে। কোন উপায় না পেয়ে শায়লা পুলিশকে কল করে এবং সবকিছু বলে। পুলিশ আসছে কিছুটা দেরি হয়ে যায়। অন্যদিকে শায়লা আপ্রাণ চেষ্টা করে রোগীকে বাঁচায়। এমন সময় তালা ভেঙে সবাই ভেতরে প্রবেশ করে শায়লার উপর আক্রমণ করে। শেষের দিকে শুধু শায়লার চিৎকার শোনা যাচ্ছিল। সম্ভবত লোক গুলো শায়লাকে মেরে ফেলেছে। এখানেই নাটকটি শেষ হয়ে যায়।


Screenshot_2024-08-05-00-36-25-67.jpg
Screenshot_2024-08-05-00-36-27-29.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


এই নাটকের গল্পটি সত্যি অসাধারণ ছিল। একজন গর্ভবতী মায়ের প্রতি অবহেলা তুলে ধরা হয়েছে। পরিবারের অবহেলার কারণেই গর্ভবতী মায়ের জীবনে ঝুঁকি নেমে এসেছিল। আর সন্তান মারা গিয়েছিল। কিন্তু পরিবারের লোকগুলো সেটা মানছিল না। উল্টো একজন স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণ করে এবং শেষ পর্যায়ে হয়তো তাকে মেরে ফেলে। সেই দৃশ্য আর দেখানো হয় না। হয়তো এরকম অনেক ঘটনাই আমাদের সমাজে লক্ষ্য করা যায়। গর্ভবতী মায়ের প্রতি সবসময় যত্নশীল হওয়া উচিত। অন্যকে দোষারোপ করার আগে নিজের দোষ গুলো দেখা উচিত। এই নাটকটি খুবই শিক্ষনীয় ছিল। তবে শেষের অংশটাতে খুবই কষ্ট লেগেছে।


ব্যক্তিগত রেটিং:

৮/১০

নাটকের লিংক




আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

এই ধরনের কিছু মানুষের জন্যই ডাক্তারদের বদনাম হয়ে থাকে। তারা নিজেদের দোষ গুলো দেখে না, বরং ডাক্তারকে দোষারোপ করতে থাকে। শায়লার কথা জেনে অনেক বেশি খারাপ লাগলো। সে তো নিজের মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে বাচ্চা এবং মাকে বাঁচানোর জন্য কিন্তু পারেনি। অন্যদিকে গ্রামবাসীরা সবাই মিলে শেষ পর্যন্ত তাকেই মেরে ফেলেছে। এটা সত্যি অনেক কষ্টের একটা বিষয় ছিল। এই নাটকটা যদিও দেখা হয়নি, কিন্তু আপনার রিভিউর মাধ্যমে সম্পূর্ণ কাহিনী জেনে নিয়ে ভালো লাগলো।

 2 months ago 

ঠিক বলেছেন আপু অনেক সময় আমরা ডাক্তারদের উপর দোষারোপ করি। কিন্তু সত্য ঘটনা অন্য কিছু থাকে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপু আপনি সাবিলা নূরের খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আমি কিছুদিন ধরে ভাবছিলাম এই নাটক দেখবো কিন্তু সময় বের করতে পারছিলাম না। আপনার এই রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। সব মানুষ সমান নয়, এমন অনেক ঘটনা রয়েছে যারা বাড়ির বউ গর্ভবতী জেনেও অবহেলা করে। তাদের এই অবহেলার জন্য অনেক মেয়ে সন্তান জন্মদানের সময় মারা যায়। যাই হোক বাস্তবধর্মী একটি নাটক রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 months ago 

আমিও বেশ কিছুদিন ভেবেছিলাম এই নাটকটি দেখবো। এরপর সময় করে দেখেছি আপু। নাটকটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। সময় পেলে নাটকটি দেখবেন আপু।

 2 months ago 

দারুন একটি নাটক রিভিউ করেছেন আপু। আপনার রিভিউ করা এই সুন্দর নাটক দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আমি এমনিতেই নাটক পছন্দ করি আর মাঝে মধ্যে যদি ভালোলাগার নাটক সামনে আসে তাহলে আরো বেশি ভালো লাগে। যখন দেখি কেউ নাটক রিভিউ উপস্থাপন করেছে সে নাটকটা এক ঝলক দেখার সুযোগ মিলে। তেমনই চমৎকার ছিল এ নাটক।

 2 months ago 

আমার উপস্থাপন করা নাটক রিভিউ আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চেষ্টা করেছি ভালো লাগার একটি নাটক রিভিউ শেয়ার করার। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনি ঠিক বলছেন আপু। গর্ভবতী মায়েদের প্রতি যত্নশীল হওয়া আমাদের সবার উচিত। আপনি আজকে খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। সাবিলা নূরের অভিনয় গুলো অনেক সুন্দর হয়। আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি। সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আপু।

 2 months ago 

গর্ভবতী মায়েদের প্রতি যত্নশীল হওয়া উচিত। আর এই নাটকটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। সময় পেলে নাটকটি দেখবেন ভাইয়া।

 2 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। আপনার নাটকের কাহিনী পড়ে অনেক ভালো লাগলো। আসলে বাস্তব অর্থে অনেক ফ্যামিলি আছে গর্ভবতী মহিলাদেরকে কষ্ট দেয়। আর লাস্ট পর্যন্ত অন্যজনের উপর দোষ চাপায়। যেমন এই নাটকের নার্সের উপর দোষ চাপিয়েছেন। তবে নাটকটি আমি দেখি নাই।রাত বাকি নাটকটি দেখার চেষ্টা করব।

 2 months ago 

নাটকের কাহিনীটা সত্যিই অসাধারণ ছিল। তবে শেষের দিকে এসে যখন স্বাস্থ্য কর্মীর উপর দোষ চাপানো হয় এটা সত্যি অনেক কষ্ট দিয়েছে।

 2 months ago 

নাটকটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। অনেক আগে নাটকটা দেখেছিলাম। গ্রামের মানুষের বিভিন্ন অযৌক্তিক ধারণাকে তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগলো আপনার নাটক রিভিউ দেখে। খুব সুন্দরভাবে পুরো নাটকটার রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপু।

 2 months ago 

এই নাটকটা আপনি দেখেছিলেন জেনে ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি নাটকটির রিভিউ অনেক সুন্দর করে তুলে ধরার।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67167.55
ETH 2610.59
USDT 1.00
SBD 2.67