নাটক রিভিউ-লাভ সেমিস্টার|
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। বাংলা নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে নাটক দেখি। নাটক দেখলে অনেকটা মানসিক প্রশান্তি আসে। যখন কোন কিছুতে মন বসে না বা কিছুই করতে ভালো লাগে না তখন আমি নাটক দেখার চেষ্টা করি। জানিনা আপনাদের ক্ষেত্রেও এমন হয় কিনা। তবে আমি আমার খারাপ লাগার সময়গুলোতেই নাটক দেখার চেষ্টা করি। এতে করে মন খারাপ একেবারেই ভালো হয়ে যায়। আর সময়টাও কেটে যায়। তাই আজকে আমি আমার দেখা একটি দারুন বাংলা নাটকের রিভিউ আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আর এই নাটকটির নাম ছিল "লাভ সেমিস্টার"।
নাম | লাভ সেমিস্টার |
---|---|
প্রযোজক | এস কে আহামেদ আলী পাপ্পু |
পরিচালনা | প্রবীর রায় চৌধুরী |
অভিনয়ে | ফারহান আহমেদ জোভান,নাজনীন নাহার নীহা, শাহেদুল আলম, অনিন্দিতা মিমি। |
দৈর্ঘ্য | ১ ঘন্টা ১০ মিনিট |
মুক্তির তারিখ | ২২ এপ্রিল ২০২৩ |
ধরন | ড্রামা |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
চরিত্রেঃ
- ফারহান আহমেদ জোভান-শুভ
- নাজনীন নাহার নীহা-পুষ্প
নাটকের শুরুতেই ইউনিভার্সিটির ক্যাম্পাসের কিছু তরুন ছেলেদের দেখতে পাই। তারা তাদের শিক্ষা জীবনের শেষ পর্যায়ে এসেছে। এমন সময় নাটকের নায়ক চলে আসে এবং সে জানায় সে আরো কিছুদিন এই ইউনিভার্সিটি থাকবে। আর ভালো ফলাফলের জন্য আবারো এক্সাম দেবে। এভাবে কিছুক্ষণ সময় বন্ধুদের খুনসুটি চলতে থাকে। এরপর সে আবার ইউনিভার্সিটিতে আসা যাওয়া শুরু করে। তার নাম ছিল শুভ। সে পড়াশোনায় অনেক ভালো ছিল। কিন্তু তার মনেও ধীরে ধীরে ভালোলাগার সৃষ্টি হয়। পুষ্প নামের একটি মেয়েকে সে মনে মনে পছন্দ করতে শুরু করে। পুষ্পকে ঘিরে তার মনে নানান রকমের কল্পনা তৈরি হয়। আড়াল থেকে পুষ্পকে দেখে শুভ। ধীরে ধীরে পুষ্পের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়।
শুভ সব সময় চেষ্টা করতো তাদের গ্রুপের কাজগুলো ভালোভাবে করার জন্য। সেই সাথে পুষ্পর সাথেও তার বেশ বন্ধুত্ব হয়েছে। পুষ্পও শুভ কে ভালো বন্ধু হিসেবে গ্রহণ করেছে। শুভ মনে মনে পুষ্পকে ভালোবাসে। কিন্তু কখনো বলতে পারেনি। যদি তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এই কথা ভেবে পুষ্পকে সে ভালোবাসার কথাটি বলতে পারেনি। এরপর হঠাৎ করে তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি চলে আসে। সে তার মামার পুরনো একটি সিম কার্ড থেকে পুষ্পকে মেসেজ পাঠায়। দারুন দারুন কবিতা লিখে পুষ্পকে পাঠায়। কবিতা গুলো পড়ে পুষ্প মুগ্ধ হয়। এরপর অচেনা সেই নাম্বারের মাধ্যমে তাদের কথার আদান-প্রদান হয়। এভাবেই তাদের মাঝে সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়। পুষ্প ধীরে ধীরে সেই অচেনা মানুষটির প্রেমে পড়ে। এরপর পুষ্প দেখা করতে চায়।
কিন্তু শুভ পুষ্পর সাথে দেখা করতে চায় না। কারণ শুভ বুঝতে পারছিল পুষ্প যদি সত্যিটা জানতে পারে তাহলে হয়তো তার থেকে দূরে সরে যাবে। একদিন বাধ্য হয়ে শুভ পুষ্পর সাথে দেখা করতে রাজি হয়। কিন্তু শেষ পর্যায়ে পুষ্প এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও শুভ তার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পায় না। পুষ্প খুবই মন খারাপ করে চলে যায়। এভাবে কেটে যায় আরো কিছুদিন। শুভ তবুও নিজের ভালোবাসার কথা পুষ্পকে বলতে পারেনি। এবার ইউনিভার্সিটির রিইউনিয়নের আয়োজন করা হয়। সেই অচেনা নাম্বার থেকে পুষ্পর নাম্বারে এসএমএস আসে। যদি সে তাকে দেখতে চায় তাহলে যেন সেই প্রোগ্রামে আসে। আর সে সেখানে আসবে।
পুষ্প সেই অচেনা মানুষটির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। প্রতিটি প্রহর তার প্রতীক্ষায় কাটাতে থাকে। কিন্তু সেই মানুষটি আসে না। অন্যদিকে শুভ তার সাথে এসে কথা বলে। কিন্তু পুষ্প বারবার যেন সেই মানুষটিকে খুঁজছিল। শুভকে দেখে পুষ্প কিছুটা সময় কথা বললেও মনের মাঝে সেই মানুষটির প্রতীক্ষা যেন থেকেই গিয়েছিল। এরপর পুষ্প মন খারাপ করে নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর হঠাৎ করে তার বান্ধবী তাকে ফোন করে এবং বলে সে ভুল করে তার ব্যাগ রেখে চলে গেছে। তখন পুষ্প শুনতে পায় কেউ একজন সেই কবিতা আবৃতি করছে। তখন অনেকটা অবাক হয়। এরপর আবারও সেখানে চলে যায়। গিয়ে দেখে সেই মানুষটি আর কেউ নয় সে তার বন্ধু শুভ। শুভই তার অচেনা মানুষ। আর শুভ তাকে ভালোবাসতো সেটা পুষ্প কখনো বুঝতে পারেনি। এরপর পুষ্প স্টেজে গিয়ে শুভকে চড় মারে এবং বলে এতদিন কেন সে সামনে আসেনি। তার ভীষণ কষ্ট হয়েছে। পুষ্প মনের কথা গুলো বলতে থাকে। এভাবেই সুন্দর একটি গল্পের সমাপ্তি ঘটে।
নাটকের গল্প যদি ভিন্ন ধরনের হয় তাহলে সেই নাটকটি দেখতে ভালো লাগে। আসলে গল্পের প্লটগুলোতে যখন নতুন কিছু আনার চেষ্টা করে তখন সেই নাটকের মাঝে ভিন্নতা চলে আসে এবং দর্শকদের কাছে ভালো লাগে। সচরাচর বাংলা নাটক গুলোই দেখা হয়। তবে এই গল্পটি আমার কাছে একেবারে ভিন্ন রকমের লেগেছে। একটি মিষ্টি প্রেমের গল্প ছিল। শেষে শুভ এবং পুষ্প তাদের নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে। হয়ত অনেক প্রতীক্ষার পর সেই ভালোবাসা সার্থক হয়েছে। সবমিলিয়ে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি সময় করে এই নাটকটি দেখেন তাহলেই বুঝতে পারবেন নাটকটি কতটা ভালো ছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
আপু আমি প্রচুর নাটক দেখি। নতুন নাটক রিলেজ হওয়ার সাথে সাথেই দেখার চেষ্টা করি। তবে জোভানের নাটক তেমন বেশি দেখি না। আজকে আপনার বর্ণনা আর নাটকের কাহিনীটা অনেক ভাল লেগেছে। সময় পেলে দেখে নিবো। ধন্যবাদ আপু।
একটা সময় আমিও প্রচুর নাটক দেখতাম। কিন্তু এখন আর সেভাবে দেখা হয়না। কেনো জানি দিনে দিনে ব্যাস্ত হয়ে পড়ছি। যাই হোক এই নাটক রিভিউ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
আজ আপনি আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ করে দেখিয়েছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে এ জাতীয় নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। তাই আমিও মাঝেমধ্যে এই সমস্ত নাটক গুলো দেখে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো এই জাতীয় নাটক রিভিউ দেখে।
এই নাটকটি সত্যি দারুন ছিল। তাইতো আমি চেষ্টা করেছি সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য। আপনার মূল্যবান মতামত প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
এবার ঈদে বেশ ভালো ভালো নাটক এসেছে। আমিও বেশ ভালই নাটক দেখছি এখন। তবে এই নাটকটি এখনো দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। পরবর্তীতে দেখার চেষ্টা করবো।আপনার মতো আমারও বাংলা নাটক দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য।
মাঝে মাঝে সময় পেলে নাটক দেখার চেষ্টা করি আপু। এই নাটকটি আমার ভালো লেগেছে। আপনি সময় পেলে দেখতে পারেন। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ইউটিউবে কয়েকবার নাটকটির ক্যাপশন দেখেছি। কিন্তু দেখবো দেখবো ভেবে সময়ের অভাবে আর দেখা হয়নি। তবে আপনার নাটকের রিভিউটি পরে দেখার আগ্রহটি অনেক গুনে বেড়ে গেল। বেশ সুন্দর রিভিউ করেছেন আপু।।
ইউটিউবে এই নাটকটির ক্যাপশন দেখেছেন জেনে ভালো লাগলো। আমিও ইউটিউব থেকে এই নাটকটি দেখেছিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছিল। আপনিও সময় পেলে দেখতে পারেন আপু।
আপু আপনার মতো আমিও নাটক দেখি। সময় সল্পতার জন্য যদিও এখন কম দেখা হয়।এই ঈদে মাত্র ২ টো নাটক দেখেছি।আপনি আজকে নাটকের রিভিউ দিলেন।খুব ভাল লাগলো পড়ে। সময় সুযোগ হলে দেখব আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর এই নাটকটির রিভিউ করার জন্য।
আমিও মাঝে মাঝে নাটক দেখি আপু। আমার কাছে ভালোই লাগে। অবসর সময়গুলোতে নাটক দেখার চেষ্টা করি। সময় পেলে এই নাটকগুলো দেখার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপনার নাটকের রিভিউ পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আপু।লাভ সেমিস্টার নাটকটি সময় করে দেখে নেব।আপনার রিভিউ জাস্ট অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা নাটকের রিভিউ পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু।