জীবনসঙ্গী|| আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে।।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। লেখালেখি করতে আমার ভালো লাগে। মনের অগোচরে লুকানো কথা আমার লেখায় ব্যক্ত করতে আমি খুবই আনন্দ পাই। তেমনি আজ আমি আমার মনের অগোচরে জমানো কিছু কথা আমার লেখনীতে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আমার লেখা কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে।


জীবনসঙ্গী:

old-couple-g6dc68539d_1920.jpg

Source


আজকের এই বিষয়বস্তু নিয়ে লিখতে গিয়ে আমার সর্বপ্রথম একটি কথাই মনে হয়েছে আমি তোমার ভালোবাসার জীবনসঙ্গী হতে চাই অভ্যাস হতে চাই না। আমি অভ্যাস বললাম এই কারণেই হয়তো আমরা আমাদের জীবন সঙ্গীদেরকে আমাদের অভ্যাসে পরিণত করে ফেলেছি। যাকে ছাড়া আমাদের একটি মুহূর্তও চলে না। প্রতিটি কাজে হয়তো তার শূন্যতা অনুভব করি। কাজের ক্ষেত্রে আমরা যদি আমাদের জীবনসঙ্গীর শূন্যতা অনুভব না করে আমাদের হৃদয়ের মাঝে শূন্যতা অনুভব করি তবেই আমাদের সম্পর্ক গুলো আরো বেশি মধুর হবে। তাই আমি এই কথাটি বললাম। আমি তোমার ভালোবাসার জীবনসঙ্গী হতে চাই অভ্যাস হতে চাই না। জীবনসঙ্গী এই শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। কিন্তু আমাদের জীবনে একজন ভালো জীবনসঙ্গীর কতটা প্রয়োজন তা শুধু নিঃসঙ্গ জীবনেই উপলব্ধি করা যায়। আমাদের এই মানব জীবন তখনই সুখের হয় যখন একজন ভালো জীবনসঙ্গী দুটি হাত বাড়ায়। জীবনের সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নিয়ে ভালো থাকার নামই হচ্ছে জীবন। আর এই সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রত্যেকেরই একজন ভালো জীবনসঙ্গী দরকার। এ পৃথিবীতে প্রত্যেকটি মানুষ প্রত্যাশা করে একজন ভালো জীবনসঙ্গী। একজন ছেলে যেমন চায় একজন ভালো জীবন সঙ্গিনী তেমনি একজন মেয়ে সবসময় চায় সেই ভরসার দুটি হাত। এই জীবন একাকিত্বের মায়াজালে ক্ষতবিক্ষত হয়ে দুঃখের সাগরে হারিয়ে যায়। সে একাকিত্বের জীবন থেকে মুক্তি পেতে ভালো জীবনসঙ্গী সকলের প্রত্যাশা করে। হয়তো একজন ভালো জীবনসঙ্গীর সংজ্ঞা আমার জানা নেই তবে আমার মনে হয় যে হাতে হাত রেখে শান্তির নিশ্বাস ফেলা যায়, যে হাতে হাত রেখে ভরসা করা যায় সেই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ জীবনসঙ্গী।


friendship-g0df6442ed_1920.jpg

Source


একজন ভালো জীবনসঙ্গী হচ্ছে ভরসা করার মতো দুটি হাত। ভরসা করার হাতের বড় অভাব। চারপাশে হাত বাড়ালে হয়তো অনেক হাতের হিংস্র থাবা লক্ষ্য করা যায়। সেই হাজার হাতের ভিড়ে ভরসা করার মতো হাত খুবই কম পাওয়া যায়। সুখে দুঃখে আনন্দে উল্লাসে সকলেই চায় সেই ভরসার হাত। আমার মনে হয় একজন ভালো জীবনসঙ্গী শুধু আমাদের অভ্যাস হতে পারে না। একজন ভালো সঙ্গী অভ্যাস থেকে বেরিয়ে এসে আমাদের ভালো বন্ধুও হতে পারে। আমরা আমাদের ব্যস্ততার এই জীবনে জীবনসঙ্গীকে কখনোই অভ্যাসে পরিণত করতে পারিনা। আমরা যদি আমাদের জীবনসঙ্গীকে আমাদের জীবনের বন্ধু ভাবি তাহলে জীবন আরো সুন্দর হবে। এই পৃথিবীর বুকে হাজারো মানুষ আছে তবে প্রীয়জন শুধু একজনই হয়। সেই প্রিয় জন হলো আমাদের জীবনসঙ্গী। যে আমাদের চলার পথের সাথী ও আমাদের ভালো বন্ধু। ভালোবাসায় সিক্ত হয়ে যখন দুটি হৃদয় একসাথে পথ চলতে শুরু করে তখন সেই পথ চলার মাঝে রয়েছে অনাবিল আনন্দ। একজন ভালো জীবনসঙ্গী পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। হয়তো প্রত্যেকটি মানুষের জীবনে তার জীবনসঙ্গী রয়েছে। তবে একজন ভালো জীবনসঙ্গী কজন রয়েছে তা হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর।


couple-g488ff185e_1920.jpg

Source

মনের লুকানো কথা গুলো মনের অগোচরে যার কাছে মন খুলে বলা যায় সেই হচ্ছে জীবনসঙ্গী। মনে লুকানো দুঃখগুলো যার কাছে শেয়ার করা যায় সেই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। আসলে আমরা যদি আমাদের জীবনসঙ্গীকে আমাদের প্রকৃত বন্ধু ভাবি তাহলে হয়তো আমাদের জীবনের একাকীত্ব দূর হয়ে যাবে। মনের হতাশা থেকে আমরা বের হতে পারব। সুস্থ জীবনের জন্য প্রয়োজন একজন ভালো বন্ধু। সেই বন্ধু যদি হয় আমাদের জীবনসঙ্গী তাহলে এই জীবন আরো মধুর হয়। আসলে বাস্তব দিক থেকে দেখতে গেলে প্রত্যেকটি সম্পর্কের মাঝে ভালবাসার বড় অভাব রয়েছে। কারণ আমাদের মাঝে বোঝাপড়ার অভাব রয়েছে। একে অন্যের প্রতি ভালো বোঝাপড়া না থাকলে কখনই জীবনে ভালো থাকা যায় না। যদি দুটি হৃদয়ের মাঝে মনের মিল খুঁজে পাওয়া যায় তাহলে চলার পথ আরো বেশি সুন্দর হয়। আসলে আমরা যেমন প্রত্যেকটি মানুষ আলাদা তেমনি আমাদের চিন্তা ধারা গুলোও আলাদা। হয়তো কারো কাছে যেটা ভালো লাগার অন্যের কাছে সেটা মন খারাপের কারণও হতে পারে। সবকিছুকে মানিয়ে নিয়ে আমরা যদি ভালো থাকতে চাই তাহলে আমাদের এই জীবন আরো বেশি সুন্দর হবে। আর আমাদের এই ক্ষুদ্র জীবনে ভালো থাকার একমাত্র উপায় হল ভালো জীবনসঙ্গী নির্বাচন।


provision-gc181f8868_1920.jpg

Source

আমাদের বাবা-মা আমাদেরকে বড় করেছেন। তারা আমাদের যেমন ভালোবাসেন তেমনি আমরাও তাদেরকে অনেক ভালোবাসি। তাদের সাথে আমাদের যে স্নেহের বন্ধন তৈরি হয়েছে তা সারা জীবন থাকবে। কিন্তু একজন ভালোবাসার মানুষ জীবনে এলেও হঠাৎ করে আবার হারিয়ে যায়। সেই বন্ধন কেন চিরস্থায়ী হয় না এটাই বুঝে পাইনা। হয়তো আমাদের ভালোবাসার মাঝে অনেক খামতি থাকে। জীবনের সেই প্রিয় মানুষকে হয়তো চিনতে আমাদের ভুল হয়ে যায়। যখন এক ভুল সম্পর্ক আমাদের জীবনকে জড়িয়ে ফেলে তখন জীবনে চলার পথ বড়োই কঠিন হয়ে যায়। একটি ভুল সম্পর্ক ও ভুল সিদ্ধান্ত সারা জীবন মানুষকে কষ্ট দিয়ে যায়। তাই ভালো জীবনসঙ্গী নির্বাচন করতে হলে অবশ্যই ভালোভাবে বোঝাপড়া করা উচিত। ভালো বোঝাপড়ার মাঝেই ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায়। আমাদের এই ক্ষুদ্র জীবনে একাকিত্বের সেই কালো অধ্যায় দূর করতে প্রত্যেককেই কোনো না কোনো সময়ে তার সঙ্গীকে বেছে নিতে হয়। হয়তো এর পেছনের গল্প আমাদের অজানা থাকে। নতুন ভাবে নতুন রূপে শুরু হয় আমাদের পথ চলা। আর যার সাথে জীবনের বাকিটা পথ চলা শুরু হয় সে জীবনসঙ্গী যদি আমাদের মনকে বুঝতে না পারে তাহলে সারাজীবন ধুকে ধুকে মরতে হয়। দুজনের পথ চলা এক করতে হলে দু'জনকেই হয়তো অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কিন্তু সে ক্ষেত্রে যদি দুজনের মানসিকতা এক না হয় তাহলে সারা জীবন সেই গ্লানি বয়ে বেড়াতে হয়।


few-g6f2695e08_1920.jpg

Source

ভালোবাসা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত। ভালবাসলে সবকিছুই সহজে পাওয়া যায়। তেমনি ভালোবাসা দিয়ে প্রিয় মানুষটিকে আগলে রাখার মাঝে অনেক বেশি সুখ রয়েছে। আসলে একাকীত্বই ভালোবাসাকে আরো বেশি বাড়িয়ে দেয়। যখন কোন মানুষ একাকীত্বে ভোগে তখন তার প্রিয় মানুষের কথা বেশি মনে পড়ে। কারণ তার শূন্যতা ঘিরে রাখে চারপাশ। এই শূন্য জীবনে ভালোবাসার মানুষটিকে পেতে চায় এই ব্যাকুলতা পূর্ণ মন। ভালোবাসার ব্যাকুলতা চায় তাকে জীবনসঙ্গী হিসেবে। কারণ একজন ভালো জীবনসঙ্গী হচ্ছে আমাদের আগামীর পথ চলার সাথী। একজন ভালো জীবনসঙ্গী যেমন আমাদের ভালোবাসা তেমনি একজন জীবনসঙ্গী আমাদের বন্ধু। হৃদয়ের ব্যাকুলতা ও মনের অগোচরে লুকানো কথা গুলো শুধুমাত্র তাকেই ব্যক্ত করা যায়। জীবনের এই পথ চলায় শুধু প্রয়োজন সেই ভালোবাসার জীবনসঙ্গীকে।


marriage-g41e5fb466_1920.jpg

Source

আমাদের এই ক্ষুদ্র মানব জীবনে প্রয়োজন সেই বিশ্বস্ত জীবনসঙ্গী। যাকে ভরসা করে সারাটি জীবন পথ চলা যায়। যার মাঝে খুঁজে নেওয়া যায় জীবনের সব সুখ গুলো। হয়তো সময়ের ব্যাবধান মানুষকে বদলে দেয়। কিন্তু সম্পর্ক গুলো ঠিক করার দায়িত্ব আমাদের সকলের। সম্পর্কের সেই গোলক ধাঁধা হয়তো আমি বুঝিনা তবে এতোটুকুই উপলব্ধি করতে পারি ভালোবাসা দিয়ে সব কিছুকে আগলে রাখাই হচ্ছে ভালোথাকা । সবার জীবনে যেন তাদের শ্রেষ্ঠ জীবনসঙ্গী আসে এবং জীবনের পথ চলা আরো সুন্দর হয় এই কামনা করছি। আশা করছি আমার এই লেখাগুলো সকলের কাছে ভালো লেগেছে।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 2 years ago 

জীবনসঙ্গী শিরোনাম দিয়ে আপনি চমৎকার একটি গল্প বলেছেন। যে হাতে হাত রাখা যায় তারচেয়ে বিশ্বস্ত আর কি হতে পারে। বেঁচে থাকার জন্য একজন বিশ্বস্ত জীবনসঙ্গী খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বস্ত জীবন সঙ্গী ছাড়া কখনই জীবনের পূর্ণতা আসে না। তবে ক্ষুদ্র জীবনের সঙ্গী বাছাই করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সঠিক চিন্তা ধারায় সুন্দর জীবন সঙ্গী হোক সকলের এমনটাই প্রত্যাশা।

  • জ্ঞানগর্ভ মূলক এমন সুন্দর লেখনি আমাদের নতুন করে ভাবিয়ে তুলবে। ধন্যবাদ শ্রদ্ধেয়।
 2 years ago 

আপনার সুন্দর একটি মতামত পোষণ করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই জীবনে একজন বিশ্বস্ত জীবনসঙ্গী খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতামতের জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

একজন সফল জীবন সঙ্গী একটি সুন্দর জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখতে হয় আপনি তার সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এটি বাস্তব জীবনে ভালো কাজ দেবে। জ্ঞানগর্ভ মূলক এমন তথ্য সত্যিই চমৎকার।

  • আপনাকে আমন্ত্রণ জানানো হল।
 2 years ago 

জীবনসঙ্গী শিরোনামে আপনি বেশ কিছু মজার আপনার পোষ্টটি পড়ে আমার খুব ভালো লেগেছে। আপনি ঠিক বলেছেন কারো জীবনে ভালোবাসার সঙ্গী হয়ে থাকাটা সৌভাগ্যের ব্যাপার অভ্যাসে পরিণত নয়। ভালোবাসার মানুষের প্রতি হৃদয়ের যে টান না পাওয়ার যে শূন্যতা এগুলো যদি হৃদয়ে অনুভব করি তাহলে সম্পর্কগুলো অনেক মধুর হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি ঠিক কথাই বলেছেন ভাইয়া ভালোবাসার মানুষের প্রতি যদি হৃদয়ের টান না থাকে তাহলে সম্পর্ক কখনোই মধুর হয় না। একটি সম্পর্ক সুন্দর করতে হলে অবশ্যই এর মাঝে সত্যিকারে ভালোবাসা থাকতে হয়। অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

কিন্তু আমাদের জীবনে একজন ভালো জীবনসঙ্গীর কতটা প্রয়োজন তা শুধু নিঃসঙ্গ জীবনেই উপলব্ধি করা যায়। আমাদের এই মানব জীবন তখনই সুখের হয় যখন একজন ভালো জীবনসঙ্গী দুটি হাত বাড়ায়। জীবনের সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নিয়ে ভালো থাকার নামই হচ্ছে জীবন।

আমি আপনার অনুভূতি এবং লেখার সাথে সহমত পোষন করছি। জীবনসঙ্গী নিয়ে খুব সুন্দর এবং নির্মম কিছু সত্য আপনি উপস্থাপন করেছেন। যদিও আমরা এখন শুধুমাত্র নিজের অপ্রত্যাশীত স্বার্থ নিয়ে বেশী চিন্তা করি। ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো। আসলে আমাদের এই ক্ষুদ্র জীবনে একজন ভালো জীবনসঙ্গীর খুবই প্রয়োজন। আর প্রয়োজন বিশ্বস্ত সেই দুটি হাত। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

একজোড়া জীবন সঙ্গী র মাঝে বিশ্বাস টাই হলো মূল অস্ত্র। বিশ্বাস না থাকলে কখনো কোনো সম্পর্ক টিকতে পারেনা। আপনার টাইটেল কি আমার কাছে অনেক ভাল লেগেছে ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74