আর্ট-জোসনা রাত ও নদীর পাড়ের সৌন্দর্য পেইন্টিং||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। অসুস্থতার কারণে কয়েকদিন থেকে তেমন কিছুই তৈরি করা হচ্ছে না। তাইতো ভাবলাম কষ্ট করে হলেও একটি পেইন্টিং করব। সেই ভাবনা থেকে সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। তবে এই পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


জোসনা রাত ও নদীর পাড়ের সৌন্দর্য পেইন্টিং:

IMG_20230710_144350.jpg
Device-OPPO-A15


জোসনা রাত ও নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য দেখলে অনেক ভালো লাগে। জোসনা রাতে নদীর পাড়ের সৌন্দর্য আরো বেড়ে যায়। সেই সৌন্দর্যকে হয়তো রং তুলির ছোঁয়ায় তুলে ধরা সম্ভব নয় তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় জোসনা রাত ও নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আসলে জোসনা রাতের সেই সৌন্দর্য সবার মাঝে তুলে ধরতে আমার বেশ ভালো লেগেছে। জানিনা কতটুকু পেরেছি তবুও চেষ্টা করেছি রং তুলির ছোঁয়ায় সুন্দর একটি চিত্র অঙ্কন করে সবার মাঝে উপস্থাপন করার জন্য। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20230710135655.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230710135825.jpg
Device-OPPO-A15
IMG20230710135918.jpg
Device-OPPO-A15


জোসনা রাত ও নদীর পাড়ের সৌন্দর্য পেইন্টিং করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর হালকা ভাবে আকাশী রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230710140145.jpg
Device-OPPO-A15


এবার হালকাভাবে সাদা রঙের মিশ্রণ দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে রাতের আকাশ এবং জোসনা রাত দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20230710140202.jpg
Device-OPPO-A15
IMG20230710140246.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে নিচের দিকে আরেকটু গাঢ় রং করার চেষ্টা করেছি এবং নীল রঙের ছোঁয়ায় নদীর দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230710140425.jpg
Device-OPPO-A15
IMG20230710140538.jpg
Device-OPPO-A15


সম্পূর্ণ অংশে সুন্দর করে রং করা হয়ে গেলে এবার নদীর অপর প্রান্তের দূর দূরান্তের গ্রাম গুলো অঙ্কন করার চেষ্টা করেছি। জোসনার আলোয় দূর দূরান্তের অঞ্চল গুলো দেখা যাচ্ছে এরকম একটি প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230710140626.jpg
Device-OPPO-A15
IMG20230710140745.jpg
Device-OPPO-A15


এবার এই সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য সুন্দর করে একটি চাঁদ অংকন করার চেষ্টা করেছি। যাতে করে চাঁদনী রাতের এই চাঁদ দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230710140858.jpg
Device-OPPO-A15
IMG20230710141015.jpg
Device-OPPO-A15


চাঁদ অংকন করা হয়ে গেলে এবার সুন্দর করে নিচের দিকে নদীর পাড়ের অংশ কালো রং করে দিয়েছি। এরপর কিছু গাছ অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে নদীর পাড়ের সৌন্দর্য আরো বেড়ে যায় এবং দেখতে ভালো লাগে।


ধাপ-৭

IMG20230710141226.jpg
Device-OPPO-A15
IMG20230710141404.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে গাছের পাতাগুলো সুন্দর এবং আকর্ষণীয় করার চেষ্টা করেছি এবং চারপাশের পরিবেশ সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230710142230.jpg
Device-OPPO-A15
IMG20230710142339.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে গাছের পাতায় চারপাশের অংশ সুন্দর করার চেষ্টা করেছি। যাতে করে এই পেইন্টিং দেখতে আরো বেশি ভালো লাগে। এরপর নিচের দিকে হালকা ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি। এভাবেই এই পেইন্টিং করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230711_110954.jpg
Device-OPPO-A15


জোসনা রাত ও নদীর পাড়ের সৌন্দর্য সবার মাঝে তুলে ধরার জন্য এই সুন্দর পেইন্টিং করার চেষ্টা করেছি। যাতে করে পেইন্টিং এর সৌন্দর্য সবার কাছে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়। আসলে মাঝে মাঝে ইচ্ছে করে পেইন্টিং করার। আবার অনেক সময় ইচ্ছে থাকলেও বসে বসে পেইন্টিং করতে পারিনা। তবুও অনেক কষ্ট করে এই পেইন্টিং করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 last year 

জোসনা রাতের নদীর পাড়ের সৌন্দর্য আর্ট করলেন।আর্টটি দেখে ভীষণ ভালো লাগলো। আপনি রঙ তুলির ছোঁয়ায় রাতের সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ হয়েছে আপনার আর্ট।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আমি চেষ্টা করেছি জোসনা রাতের সৌন্দর্য এবং নদীর পাড়ের সৌন্দর্য তুলে ধরার। চেষ্টা করেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবার মাঝে উপস্থাপন করার। রং তুলির ছোঁয়ায় আর্ট করতে ভালো লাগে। তাই কিছু করার চেষ্টা করেছি।

 last year 

জোসনা রাত ও নদী পাড়ের দারুন একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। রাতের বেলায় এই ধরনের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে।

 last year 

জোসনা রাত ও নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে এই পেইন্টিং ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপনি তো অনেক বেশি মনোমুগ্ধকর একটা পেইন্টিং নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন আপু। কি বলবো ইচ্ছে করছে এভাবেই পেইন্টিংটার দিকে তাকিয়ে থাকতে। এরকম দৃশ্য আমার অনেক বেশি পছন্দের। আর সরাসরি যদি এরকম একটা দৃশ্যের মাঝে থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। কালার কম্বিনেশন টা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে কি বলবো। খুব ভালো ছিল উপস্থাপনাও।

 last year 

ভাইয়া আমি চেষ্টা করেছি প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার জন্য আর এই দৃশ্যটি আপনার ভালো লেগেছে এবং কালার কম্বিনেশন ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি মনোমুগ্ধ করে একটি পেইন্টিং শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। জোসনা রাত ও নদীর পাড়ে সুন্দর পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের দৃশ্যগুলো আমার খুব পছন্দ। পাহাড়গুলো দেওয়াতে বেশি আকর্ষণীয় লাগছে। কালার কম্বিনেশন খুবই ভালো হয়েছে। মনোমুগ্ধকর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আমার করা পেইন্টিং এর সৌন্দর্য আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। জোসনা রাত ও নদীর পাড়ের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। দূরের পাহাড় গুলো আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

জ্যোৎস্না রাতে নদীর পাড় বলেন বা সমুদ্রের পাড় বলেন সৌন্দর্য অনেকটা এরকমই হয় দেখতে। বিশ্বাস করেন আপু প্রথমে দেখে মনে হচ্ছিল না যে এটা হাতে আঁকা হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আপনার হাতের কাজ সত্যিই অসাধারণ।

 last year 

জোসনা রাত এবং নদীর পাড় দেখতে সত্যি ভালো লাগে। তাইতো আমি জোসনা রাত এবং নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। আপনার সুন্দর মতামত পড়ে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ।আসলে অসুস্থ থাকলে কোন কাজ করেই আনন্দ পাওয়া যায় না । তার পরেও আপনি অসুস্থ অবস্থায় চমৎকার একটি আর্ট করে আমাদের সামনে উপস্থাপন করেছেন যেটি দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো । জোসনা রাত ও নদীর পাড়ের সৌন্দর্য রংতুলির মাধ্যমে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন দেখে বেশ ভালো লাগলো । ধন্যবাদ।

 last year 

আপু আমি অসুস্থতার মাঝেও কাজ করার চেষ্টা করছি। আসলে এতদিন থেকে অসুস্থ তাই আর বসে থাকতে পারছি না। একটু একটু করে কাজ করার চেষ্টা করছি। যদিও অনেক কষ্ট হচ্ছে। দোয়া করবেন আপু আমার জন্য।

 last year 

জোসনা রাত ও নদীর পাড়ের সৌন্দর্যের ফুটিয়ে তুলতে আপনি বেশ সুন্দর করে পেইন্টিংটি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে।ধাপগুলোর উপস্থাপনাও বেশ গুছিয়ে করেছেন। অনেক ধন্যবাদ আপু পেইন্টিংটি শেয়ার করার জন্য।

 last year 

জোসনা রাত এবং নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। তাই তো এই পেইন্টিং করার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

জোসনা রাতে নদীর পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে জোসনা রাত ও নদীর পাড়ের সৌন্দর্য পেইন্টিং করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার অনেকদিন হলো পেইন্টিং করা হয় না। ঠিক সেভাবে সময় হয়ে উঠছে না পেইন্টিং করার।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া জোসনা রাতে নদীর পাড়ে বসে থাকতে অনেক ভালো লাগে। সেই সাথে নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনার মতামতের জন্য।

 last year 

জোসনা রাত ও নদীর পাড়ের অপরূপ সৌন্দর্যের পেইন্টিং দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক সুন্দর একটা দৃশ্যের পেইন্টিং ছিল এটা বলতে হয়। সামনে ছোট বড় করে গাছগুলো দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে। এরকম পেইন্টিং গুলো করতে আমি খুব পছন্দ করি। তেমনি আমার কাছে দেখতেও খুব ভালো লাগে। উপস্থাপনার মাধ্যমে সবার মাঝে এই পেইন্টিং করার পদ্ধতি শেয়ার করলেন দেখে ভালো লেগেছে।

 last year 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আপু আপনিও কিন্তু দারুন পেইন্টিং করেন। আপনার পেইন্টিং গুলো দেখে আমি সবসময় মুগ্ধ হই। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

জোসনা রাতে নদীর পানি দেখতে অনেক ভালো লাগে। যদি পূর্ণিমা রাত হয় তাহলে পূর্ণিমা রাতের আলো নদীর পানিতে পড়লে অনেক চকচক করে দেখতে। আপনি অসাধারণ একটি আর্ট করলেন জোসনা রাত নিয়ে নদীর পাড়ের দৃশ্য নিয়ে অসাধারণ ভালো লেগেছে দেখতে।

 last year 

ঠিক বলেছেন আপু রাতে নদীর পানি দেখতে অনেক ভালো লাগে। আর নদীর পাড়ের সৌন্দর্য আরো বেড়ে যায়। সেই সাথে প্রকৃতি সেজে ওঠে নতুন ভাবে। তাইতো আমি চেষ্টা করেছি এই দৃশ্য তুলে ধরার জন্য। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 86983.34
ETH 3345.59
USDT 1.00
SBD 2.84