অনেকদিন পর বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা, টুকিটাকি কেনাকাটা এবং খাওয়া-দাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। কিছুদিন আগে আমার একজন বন্ধু আমাকে ফোন করে বললো আমি ফ্রী আছি কিনা,আমি বললাম মোটামুটি ফ্রী আছি। তারপর সে বললো তার নাকি টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে সেজন্য আমাকে সাথে যাওয়ার জন্য। সে আমাকে দুপুর ২টার দিকে ফোন করে। আমি তখন দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। সে বললো নারায়ণগঞ্জ চাষাড়া যাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে যাব কারণ আমার এই বন্ধু কেনাকাটা করতে কোথাও গেলে আমাকে ছাড়া যাবে না।তাই কি আর করার তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম তেমন একটা ইচ্ছা না থাকা সত্ত্বেও।
20221016_133604.jpg

20221016_133530.jpg

20221016_133525.jpg লোকেশন - শীতলক্ষ্যা নদী, বন্দর, নারায়ণগঞ্জ

এর মধ্যে আরেকজন বন্ধুকে ফোন করে রেডি হতে বললাম। কেননা কোথাও গেলে ৩/৪ জন না হলে আমার কাছে তেমন ভালো লাগে না। এমনিতে আমি ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করি কিন্তু ইদানীং ব্যস্ততার জন্য খুব একটা সময় পাইনা ঘোরাফেরা করার জন্য। তারমধ্যে নতুন বিয়ে করেছি অর্ধাঙ্গিনীকেও একটু সময় দিতে হয়। যাইহোক দুপুর ২.৩০মিনিটের দিকে বাসা থেকে বের হলাম নারায়ণগঞ্জ চাষাড়ার উদ্দেশ্যে। আমাদের এখান থেকে ৩০ মিনিটের মত সময় লাগে সেখানে যেতে। কিন্তু শীতলক্ষ্যা নদী পার হয়ে যেতে হয় নৌকা বা ট্রলার দিয়ে। তো আমরা তিনজন প্রথমে অটোতে করে বন্দর খেয়াঘাটে চলে গেলাম। তারপর ট্রলারে উঠলাম শীতলক্ষ্যা নদী পার হওয়ার জন্য। এরমধ্যে দুয়েকটি ছবি তুলে নিলাম। নদী পার হয়ে রিকশা নিয়ে আমরা সরাসরি চাষাড়াতে চলে গেলাম।
IMG20220709214511.jpg লোকেশন - মেহেদি মার্ট, চাষাড়া,নারায়ণগঞ্জ

প্রথমে আমরা গেলাম মার্ক টাওয়ার শপিং মলে। সেখান থেকে আমার ফ্রেন্ড টি-শার্ট এবং জিন্স প্যান্ট কিনলো। চাষাড়াতে আমরা কেনাকাটা করলে বেশিরভাগ সময় মার্ক টাওয়ার থেকেই কিনে থাকি,কেননা এই শপিংমলে খুব ভালো এবং কোয়ালিটি সম্পন্ন জিনিসপত্র পাওয়া যায়। তারপর চলে গেলাম মেহেদি মার্টে কিছু কসমেটিক্স এবং সেনসোডাইন টুথপেস্ট কেনার জন্য। এখানে বলে রাখি এই মার্টে বাহির থেকে ইমপোর্ট করা সব অরিজিনাল জিনিসপত্র পাওয়া যায়। দামটা যদিও একটু বেশি এবং ওরা ৫ পার্সেন্ট ভ্যাট অ্যাড করে থাকে প্রোডাক্টস এর সাথে। এই মার্টটি হচ্ছে দোতলা বিশিষ্ট। নিচতলাতে গ্রোসারি আইটেম,শাকসবজি, মাছ-মাংস পাওয়া যায় ও দোতলাতে বিউটি এন্ড কসমেটিক্স টাইপের জিনিসপত্র পাওয়া যায়। আমি এখান থেকে বিউটি এন্ড কসমেটিক্স টাইপের অনেক কিছু ব্যবহার করেছি, কোয়ালিটি আসলেই ভীষণ ভালো। কেনাকাটা শেষ করে বিল পে করে সেখান থেকে বের হয়ে গেলাম।
20220709_220039.jpg লোকেশন - লুৎফা টাওয়ার, চাষাড়া, নারায়ণগঞ্জ

এরমধ্যে আরেকজন বন্ধু বলল ও নাকি সানগ্লাস কিনবে। তারপর চলে গেলাম সানগ্লাস কিনার জন্য লুৎফা টাওয়ার এর নিচতলার একটি দোকানে এবং সেখান থেকে সে একটি সানগ্লাস কিনলো। এরই মধ্যে বিকেল হয়ে গেছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করে হালকা পাতলা সবারই ক্ষুধা পেয়েছে। তারপর চলে গেলাম সুগন্ধা রেস্টুরেন্টে বিকেলের নাস্তা করার জন্য। সুগন্ধা রেস্টুরেন্টের খাবারের মান খুবই ভালো। আমরা প্রথমে রুমালি রুটি এবং খাসির কড়াই গোশত অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার চলে আসলো এবং আমরা খাওয়া শুরু করলাম। খাসির কড়াই গোশত এক কথায় অসাধারণ হয়েছে অনেক সুন্দর ঘ্রাণ আসছিলো।
20220709_210533.jpg

20220709_210405.jpg

20220709_212101.jpg

20220709_210430.jpg লোকেশন - সুগন্ধা রেস্টুরেন্ট, চাষাড়া, নারায়ণগঞ্জ

খাসির কড়াই গোশত ১৮০ টাকা প্লেট এবং রুমালি রুটি প্রতি পিস ১০টাকা। এরপর আমরা ডেজার্ট হিসেবে ফিরনি অর্ডার করলাম।ওরা ফিরনি মাটির পাত্রে দিয়ে থাকে ৫০ টাকা করে। তারপর আমরা বিল পে করে সেখান থেকে বের হয়ে গেলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমরা বাসার দিকে রওনা দিলাম। ট্রলার দিয়ে যখন নদী পাড় হচ্ছিলাম অনেক ভিড় ছিল।সেই ভিড়ের মধ্যেই আমি দুয়েকটা ছবি তুলে নিলাম। তারপর বাসায় চলে আসলাম। অনেকদিন পর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করলাম।
20220709_190652.jpg

20220709_190646.jpg লোকেশন - শীতলক্ষ্যা নদী, বন্দর, নারায়ণগঞ্জ

ক্যাটাগরি - ভ্রমণ
ফটোগ্রাফার - @mohinahmed
ক্যামেরা - স্যামসাং গ্যালাক্সি এস ৯ প্লাস
স্থান - নারায়ণগঞ্জ
তারিখ - ১৭.১০.২০২২

বন্ধুরা আজ এই পর্যন্তই, আমার এই ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও ধরিয়ে দিবেন সেই আশা করছি। আপনাদের সাপোর্ট পেলে আবারো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন পোস্টে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 2 years ago 

অনেকদিন পর বন্ধুদের সাথে ভালই ঘোরাফেরা করলেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে। সাথে আবার ভালো খাওয়া দাওয়া করলেন। আসলে মাঝেমধ্যে বন্ধুদের সাথে আড্ডা দিলে মনটা একটু ফ্রেশ হয়। শীতলক্ষ্যা নদী ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগলো। বেশ কয়েক বছর আগে আমিও শীতলক্ষ্যা নদী ভ্রমণ করেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

তাই নাকি আপনিও শীতলক্ষ্যা নদী ভ্রমণ করেছিলেন, তাহলে তো ভালোই হলো অনেকদিন পর সেই শীতলক্ষ্যা নদীর ছবি দেখে স্মৃতিচারণ হয়ে গেলো আপনার। অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য এবং এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 
বন্ধুদের সাথে একসাথে ঘোরাঘুরি করা রেস্টুরেন্টে খাওয়া তাদের সাথে গল্পগুজব আড্ডা দেওয়ার মজাই আলাদা। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বেড়াতে গিয়েছিলেন। আপনারা সেখানে সুগন্ধি রেস্টুরেন্টে খাসি রুমালি রুটি ও ওরা ফিরনি খেয়েছেন। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর একটি দিন আপনার বন্ধুদের সাথে কাটিয়েছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
 2 years ago 

জি ভাই আপনি ঠিকই বলেছেন,বন্ধুদের সাথে ঘোরাঘুরি এবং খাওয়া-দাওয়া সব মিলিয়ে খুব সুন্দর একটি দিন অতিবাহিত করেছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যি বন্ধুদের সাথে এরকম ঘোরাঘুরি খাওয়া-দাওয়া এবং আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। আপনি আপনার ভালো লাগার কিছু মুহূর্ত আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। সত্যি বেশ দারুন দারুন ফটোগ্রাফিও করেছেন দেখছি। এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের এই পোস্ট।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার বন্ধুর সানগ্লাস কেনার সময় দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম লাগছিল 🥰 ঘোরাঘুরি করতে আপনার মত আমারও অনেক ভালো লাগে, ঠিকই বলেছেন ভাই তিন চারজন বন্ধু না হলে ঘুরে তেমন একটা মজা পাওয়া যায় না। ঘোরা ফেরার শেষের দিকে খাওয়া-দাওয়ার অনুভূতিটাও দারুন ছিল, ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই অনেক হ্যান্ডসাম লাগছিল দেখতে আমার বন্ধুকে হাহাহা। অনেক ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন‌। দেখে খুবই ভালো লাগলো। বন্ধুদের সাথে দুষ্টামি খাওয়া-দাওয়া আর ঘুরাঘুরি সব মিলিয়ে দুর্দান্ত সময় অতিবাহিত করেছেন। এমন পরিবেশে বন্ধুদের সাথে সময় কাটানো খুবই ভাগ্যের ব্যাপার‌। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই আসলেই খুব দুর্দান্ত সময় অতিবাহিত করেছি।আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বন্ধুদের সাথে ঘুরাঘুরি এবং আড্ডা দেওয়ার মজায় খুব আলাদা। এক বন্ধুর কথায় চশমা কিনলেন। এরপর রেস্টুরেন্টে গিয়ে খাসির মাংস ও রুটি খেলে। সত্যি বন্ধুদের নিয়ে ঘুরতে সবারই কম বেশি ভালো লাগে। তবে আপনার ফটোগ্রাফি দেখে মনে হয় বন্ধুদের নিয়ে অনেক মজা করলেন। আর অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। খুব সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আড্ডা দেওয়ার মজাই আলাদা। তারপর কেনাকাটা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব মিলিয়ে সত্যিই অনেক মজা করেছি। আপনাকেও অনেক ধন্যবাদ এত কষ্ট করে সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য এবং এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59511.68
ETH 2613.19
USDT 1.00
SBD 2.39