কয়েকটি ফুল এবং গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।

আজকে আমি আপনাদের সামনে, আরো একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। গতকালকে আমি ব্যক্তিগত কাজে, আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। বন্ধুর বাসা আমার বাসার কাছেই, হেটে গেলে ১০ মিনিট লাগে। ব্যস্ততার কারণে আগের মতো বন্ধুদের সাথে, এখন আর তেমন আড্ডা দেওয়া হয় না। একটা সময় এই বন্ধুর বাসায় গিয়ে, আমরা কয়েকজন বন্ধু প্রায়ই আড্ডা দিতাম। তো অনেকদিন পর সেখানে গিয়ে খুব ভালো লাগলো। আমার ব্যক্তিগত কাজ সম্পন্ন করার পর,বন্ধুর সাথে একটু আড্ডা দিলাম। তারপর সে আমাকে নিয়ে গেল তার বাগান দেখাতে। অনেকদিন আসা হয়না তাই জানতাম না যে,বন্ধু বাসায় ছোট বাগান করেছে। সেই বাগান আমাকে দেখাতে নিয়ে গেল। দেখলাম যে সে তার বাগানে কয়েক ধরনের ফুল এবং কিছু সবজি চাষ করেছে। আমার কাছে খুব ভালো লাগলো তার বাগান দেখে। তারপর ভাবলাম যে, আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ফটোগ্রাফি করি। তারপর আমি কিছু ফটোগ্রাফি করলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

ফটোগ্রাফি-১

20221202_102628.jpg

এটা তো গোলাপ ফুল, সেটা আমরা সবাই জানি। কিন্তু গোলাপের অনেক জাত রয়েছে। এই গোলাপকে চায়না গোলাপ বলা হয়। শুনেছি এটি নাকি চীনের সিচুয়ান প্রদেশের স্থানীয় উদ্ভিদ প্রজাতি, সেজন্য এই গোলাপকে চীন গোলাপ বা চায়না গোলাপ বলা হয়ে থাকে। যেকোন গোলাপ ফুল আমার ভীষণ পছন্দ,তাই গোলাপের ফটোগ্রাফি করার লোভ সামলাতে পারি নাই।

ফটোগ্রাফি-২

20221202_102345.jpg

এই ফুলটিকে সন্ধ্যামালতী বা সন্ধ্যামণি ফুল বলা হয়ে থাকে। এই ফুল বিভিন্ন রংয়ের হয়ে থাকে। সাধারণত এই ফুল বসতবাড়ি সাজানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই ফুলটি দেখে আমার কাছে ভালো লেগেছে, তাই ফটোগ্রাফি করে নিয়েছি।

ফটোগ্রাফি-৩

20221202_183221.jpg

এই ফুলটির নাম আমার জানা নেই, এই ফুল এর আগে আমি কখনো দেখিনি। শুনেছি এই ফুল নাকি ভারতে প্রচুর পরিমানে দেখা যায়। এটি নাকি এক ধরনের ভেষজ উদ্ভিদ। এই গাছে এক ধরনের ফল হয়,আর সেটা দিয়ে নাকি ঔষধ তৈরি করা হয়।

ফটোগ্রাফি-৪

20221202_183137.jpg

20221202_183153.jpg

এটা হচ্ছে করলা ফুল, দেখতে অনেকটা কুমড়ো ফুলের মতো লাগে। গাছে একটি করলা হয়েছিল, আর করলাটি দেখতেও খুব সুন্দর লাগছিল। আমরা জানি যে করলা মানব দেহের জন্য, অনেক উপকারী একটি সবজি। করলা আমরা ভাজি করে এবং বিভিন্ন ভাবে রান্না করে খেয়ে থাকি।

ফটোগ্রাফি-৫

20221119_165022.jpg

এটা হচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ এখন তেমন একটা দেখা যায় না। ছোটবেলা লজ্জাবতী গাছ দেখলেই স্পর্শ করতাম,আর সাথে সাথেই চুপসে যেত। কিন্তু এই ডিজিটাল যুগে লজ্জাবতী গাছে স্পর্শ করলেও,চুপসে যেতে অনেক সময় লাগে। তার মানে লজ্জাবতী গাছেরও লজ্জা কমে গিয়েছে।

ফটোগ্রাফি-৬

20221119_164805.jpg

এটা হচ্ছে উষনি শাক, তবে অঞ্চলভেদে নামের তারতম্য রয়েছে। এই শাক বাড়ির আশেপাশে এবং খালি জায়গায় দেখা যায়। এই শাক রান্না করে খেলে, শরীরের বিভিন্ন ধরনের ব্যাথা দূর হয়। এই হলুদ ফুলের রস দাঁত ব্যাথা কমাতে সাহায্য করে।

ফটোগ্রাফি-৭

20221119_164742.jpg

এটা আমাদের এলাকায় চুর গাছ নামে পরিচিত। এটা অনেক টক হয়ে থাকে। অনেকে মসুরের ডালের সাথে রান্না করে খায়, আবার অনেকে চাটনি তৈরি করে থাকে। এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ৩.১২.২০২২
স্থানw3w
Sort:  
 2 years ago 

সত্যি ভাইয়া ব্যস্ততার কারণে আমরা হয়তো আমাদের বন্ধু বান্ধবীদের সাথে এখন আর আড্ডা দেওয়ার সময় পাইনা। কিংবা দেখা করারও সময় হয়ে ওঠে না। আসলে ব্যস্ততা আমাদের জীবনের অংশ। যাই হোক ভাইয়া আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো দারুণ লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দরভাবে দক্ষতার সাথে এই ফটোগ্রাফি গুলো করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু,ব্যস্ততা আমাদের জীবনেরই অংশ। ফটোগ্রাফি গুলো আপনার কাছে দারুণ লেগেছে, জেনে খুব ভালো লাগলো। এতো সুন্দর মন্তব্যের জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই ব্যস্ততার কারনে এখন অনেক পুরাতন বন্ধু দের সাথে কথা হয় না দেখা হয় না।অথচ একটা সময় তাদের সাথে কত সময় কাটানো হয়।যাই হোক আপনার বন্ধুর বাগান বেশ সুন্দর। অনেক এবং সবজির সমারোহ। আপনাদের এখানে এটাকে চুর গাছ বলে,আর আমাদের এখানে মেডস বলা হয়ে থাকে।ধন্যবাদ

 2 years ago 

জি আপু ফুল এবং সবজির বাগান ভালোই লেগেছে। ওহ্ আচ্ছা আপনাদের ওখানে মেডস বলা হয়,নতুন নাম জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ব্যস্ততার কারণে এখন আগের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না। আপনার বন্ধুর বাগানের খুব সুন্দর ফুল এবং সবজি ফটোগ্রাফি। দেখতে বেশ সুন্দর লাগছে। আমার কাছে নাম না জানা ফুলটি বেশি ভালো লেগেছে এবং চুর গাছটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু ফুল এবং শাকসবজির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তটা যেন সত্যিই অনেক বেশি রোমাঞ্চকর হয় কিন্তু অনেকটা সময় ব্যস্ত থাকার কারণে তাদের সঙ্গে আর সেই সুন্দর মুহূর্তটা কাটানো হয়ে ওঠেনা। ব্যক্তিগত কাজের জন্য আপনি বন্ধুর বাসায় গিয়েছিলেন এবং সেখানে ব্যক্তিগত কাজ সেরে তার সঙ্গে আড্ডা দিয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো। বন্ধুর বাগানের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের এই যান্ত্রিক জীবনে বন্ধুবান্ধবের সাথে ফোনে কথা হয় এটাই আমার কাছে অনেক বেশি। দেখা সাক্ষাৎ করা আড্ডা দেওয়া তো দূরেরর কথা। তবে যাইহোক ভাই আপনার পোস্টটি অনেক ভালো লাগলো তবে চেষ্টা করবেন একটু ক্লিয়ার ফটোগ্রাফি করার জন্য, ধন্যবাদ।

 2 years ago 

ঠিক আছে ভাইয়া,ইনশাল্লাহ চেষ্টা করবো। ঠিকই বলেছেন আমাদের এই যান্ত্রিক জীবনে, সময় বের করা খুবই কষ্টকর। মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া,অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

 2 years ago 

চেনা অচেনা দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। তিন নম্বরে আপনি যে ফটোগ্রাফি টা শেয়ার করেছেন এটা আমার কাছে মনে হচ্ছে আইরি গাছের ফুলের ফটোগ্রাফি। যদি আমি ভুল না হই তাহলে এটা একটা ডাল জাতীয় উদ্ভিদ।

 2 years ago (edited)

আইরি গাছের ফুল হতে পারে ভাইয়া,আমি সঠিক জানি না। সম্পূর্ণ পোস্টটি পড়ে, সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাস্তবটা অনেক কঠিন স্কুল লাইফে বন্ধুবান্ধবের সাথে কত আড্ডা দিয়েছি কিন্তু এখন সময়ের অভাবে সেগুলার হয়ে থাকে না। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার শেয়ার করা সন্ধ্যা মনি ফুলটি বরাবরই আমার অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর ফটো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই বাস্তবতা অনেক কঠিন। ছাত্রজীবন হচ্ছে মানুষের লাইফের গোল্ডেন টাইম। আপনার মতো আমারও সন্ধ্যামণি ফুল খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69432.76
ETH 2492.61
USDT 1.00
SBD 2.53