কিছু কিছু মানুষের আক্কেল জ্ঞান দেখলে আসলেই অবাক হয়ে যাই। দুনিয়ার মধ্যে এতো জায়গা থাকতে রাস্তার মধ্যে সরিষা শুঁকানোর দরকার কি ছিলো সেটাই বুঝলাম না। আসলে তারা রাস্তা ঘাট গুলোকে একান্ত নিজের মনে করে। তাই তাদেরকে কিছু বলতে গেলেও জ্বালা। যাইহোক পরবর্তীতে বাইক নিয়ে বের হলে আরও সতর্কতা অবলম্বন করবেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো।
হ্যাঁ ভাই, একদম সচেতন ও সতর্ক থাকার কোন বিকল্প নেই।