নিজের বাগানে নতুন নতুন গাছ অ্যাড করতে সত্যিই খুব ভালো লাগে। গাঁদা ফুল গাছ আমিও গত বছর লাগিয়েছিলাম ছাঁদ বাগানে। কিন্তু গাছটি মরে গিয়েছে বেশ কয়েক মাস পর। যাইহোক ভ্যান গাড়ি থেকে গাঁদা ফুলের গাছ কিনেছেন, জেনে খুব ভালো লাগলো আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গাছ যখন মরে যায় তখন সত্যিই অনেক খারাপ লাগে। আসলে এই গাছগুলো খুব একটা স্থায়ী হয় না। তাই এরকম হয় ভাইয়া।