যখন আপনি বোবা প্রাণীর প্রতি যত্নশীল হবেন, তখন দেখবেন আপনার ভেতর থেকে আধ্যাত্মিক প্রশান্তি কাজ করবে।
একেবারে যথার্থ বলেছেন ভাই। এটা আমিও বেশ কয়েকবার প্রমাণ পেয়েছি। হীরা আপুর পোস্ট পড়েই জানতে পেরেছিলাম আপনাদের বাড়ির বড় গেটের সামনে একটি কুকুর নাকি বসে থাকে। শায়ান নাকি তার নাম দিয়েছে ডগি। আসলে কুকুর কখনো বেঈমানী করে না। তাই কুকুরের প্রতি যত্নশীল হওয়া উচিত আমাদের। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাই এটা সত্য, শায়ান ওকে ডগি বলেই ডাকে।