তখন বোধহয় সামনে একটা এক্সাম ছিলো। না হলে আমরা এমন স্টুডেন্ট নই যে, অযথা সময়ে এসব খাতা নিয়ে টানাটানি করবো। এসব শুধুমাত্র পরীক্ষার সময় ই সম্ভব,হাহাহা ।
কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে 😂। আপনি কিন্তু দিনদিন ফুড ব্লগার হয়ে যাচ্ছেন আপু হা হা হা। যাইহোক রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটা আসলেই খুব সুন্দর। রেস্টুরেন্টে মানুষ কম থাকলে আমারও খুব ভালো লাগে। কারণ ইচ্ছেমতো ঘুরাঘুরি করে ফটোগ্রাফি করা যায়। তাছাড়া খাবারের ফটোগ্রাফিও ভালোভাবে করা যায়। আর মানুষ থাকলে ফটোগ্রাফি করার সময় এমনভাবে তাকিয়ে থাকে, মনে মনে হয়তো ভাবে জীবনে প্রথম রেস্টুরেন্টে গিয়েছি😂। ওরা তো আর জানে না আমি ব্লগিং করি। যাইহোক বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।