হাইতির ব্যাপারে আগেও অনেক শুনেছি। দেশটি আসলে খুব দরিদ্র। তবে এতোটা দরিদ্র সেটা জানা ছিল না। দাদা আপনার পোস্ট পড়ে হাইতির সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলাম। আমরা কত খাবার অপচয় পর্যন্ত করি। আর তারা খেতেই পায় না। মাটির তৈরি কেক এবং বিস্কুট খেয়ে বেঁচে আছে। আসলে ভাবতেই অবাক লাগছে। মনে হচ্ছে আদি যুগের কোনো গল্প পড়ছি। সত্যিই সেখানকার মানুষদের কথা ভেবে খুব খারাপ লাগলো। যাইহোক হাইতি সম্পর্কে এতো সুন্দর ধারণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।