আপনার মত আমার ওয়াইফও কাবেরী মেহেদী খুব পছন্দ করে। কয়েকদিন আগে আমাকে দুইটা কাবেরী মেহেদী আনতে বলেছিল। আমি খুঁজতে খুঁজতে অবশেষে কসমেটিকসের দোকানে কাবেরী মেহেদী পেয়েছিলাম। আমার ওয়াইফের কাছেও কাবেরী মেহেদীর কালারটা নাকি ন্যাচারাল লাগে। যাইহোক সামনে ঈদ আর এই সময়ে আপনি চমৎকার একটি মেহেদী ডিজাইন করেছেন। হাতের মধ্যে মেহেদী ডিজাইনটি দেখতে বেশ সুন্দর লাগছে। আশা করি ঈদ উপলক্ষে অনেকেই তাদের হাতে এই মেহেদী ডিজাইনটি করতে পারবে। যাইহোক এত সুন্দর একটি মেহেদী ডিজাইন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কাছেও কাবেরী মেহেদি খুবই ভালো লাগে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।