RE: পুরনো দিনের সুখ স্মৃতি রোমন্থন করা।
মাঝে মধ্যে পুরনো স্মৃতি গুলো মনে পরলে সত্যিই খুব ভালো লাগে। মাঝে মধ্যে একা একাও হাসি। আসলে বন্ধু বান্ধব ছাড়া জীবন চলে না। কারণ বন্ধু বান্ধব না থাকলে জীবনে অনেক কিছুই মিস হয়ে যায়। বন্ধু বান্ধব অনেক বেশি না থাকলেও অন্তত কয়েকজন থাকতে হয়। আপনার মতো আমারও নদী খুব পছন্দ ভাইয়া। আমার মনে আছে ২০১৫ সালে আমরা প্রায় ১৫/১৬ জন বন্ধু ট্রলার ভাড়া করে শীতলক্ষ্যা নদী থেকে যাত্রা শুরু করে টঙ্গী এজতেমায় গিয়েছিলাম। কয়েক ঘন্টা ট্রলারে ছিলাম এবং আমরা পিকনিক করে ছিলাম। বিরিয়ানি রান্না করে খাওয়া সহ অনেক কিছুই খেয়েছিলাম। আর ক্রিকেট খেলার কথা কি বলবো, একসময় সারাদিন ক্রিকেট খেলতাম স্কুল ফাঁকি দিয়েও। আর আম্মুর হাতে মাইরও খেতাম। যখন একটু বড় হলাম অনেক দূরে গিয়ে টুর্নামেন্ট খেলতাম। এমনকি যখন দক্ষিণ কোরিয়াতে ছিলাম রবিবারে অফ ডে তে অনেক দূরে গিয়ে টুর্নামেন্ট খেলতাম। আসলেই আগের দিন গুলো অনেক ভালো ছিল। সেই সোনালী দিন গুলো সত্যিই খুব মিস করি। মাঝে মধ্যে মনে হয় যদি সেই দিনে ফিরে যেতে পারতাম। যাইহোক আপনার পোস্ট পড়ে কিছুক্ষণের জন্য পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিলাম। এককথায় খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।