জেনারেল রাইটিং পোস্ট || বর্তমান জগতে রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই পোস্টের টপিক হচ্ছে,বর্তমান জগতে রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই। কথাটি সবক্ষেত্রে প্রযোজ্য না হলেও,বর্তমান যুগে বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য। আগে শুনতাম রক্তের সম্পর্ক কখনোই ছিন্ন হয় না। কিন্তু বর্তমানে স্বার্থের কারণে অহরহ রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। যদিও এটা মোটেই উচিত নয়। যাইহোক আমাদের পাশের মহল্লার এক পরিবারে ৩ ভাই রয়েছে। তিন ভাই বিবাহিত এবং তাদের সবারই সন্তান রয়েছে। ৩ ভাই বিয়ে করার আগে, তাদের সম্পর্ক খুবই ভালো ছিলো। কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক এতটাই খারাপ যে,আমার মনে হয় কেউ কাউকে খুন করতেও দ্বিধাবোধ করবে না।
আর ৩ ভাইয়ের মধ্যে ফাটল ধরিয়েছে তাদের স্ত্রীরা। যদিও ৩ ভাইয়ের স্ত্রীর কথা বললে ভুল হবে। কারণ দুই ভাইয়ের স্ত্রী নাকি ভালোই,কিন্তু এক ভাইয়ের স্ত্রী নাকি একেবারে জঘন্য এবং তার জন্যই নাকি সংসারে এতো অশান্তির সৃষ্টি। যদিও ৩ ভাই আলাদা থাকে একই বাড়িতে। কিন্তু তবুও ছোটখাটো বিষয় নিয়ে প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগেই থাকে। এতে করে মহল্লার মানুষজন প্রতিনিয়ত সমালোচনা করে থাকে তাদেরকে নিয়ে। আবার কিছু কিছু মানুষ আফসোস করে,এতো সুন্দর একটি পরিবার তাদের চোখের সামনে ধ্বংস হয়ে গিয়েছে বলে। তাদের ৩ ভাইয়ের মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে বলে,তাদের কোনো কথাই শোনে না তারা। আসলে প্রতিটি মা বাবা চায়, তাদের সন্তানেরা একসাথে মিলেমিশে বসবাস করুক।
কিন্তু মা বাবার চোখের সামনে যদি সন্তানেরা এমন অশান্তি করে,তখন প্রতিটি মা বাবারই কষ্ট লাগবে। কিন্তু সন্তানেরা সেটা বুঝতে চায় না। আসলে সবার মধ্যে একতা থাকলে কিন্তু শক্তি বাড়ে। এতে করে বিভিন্ন ধরনের ঝামেলার সমাধান করা যায় খুব সহজেই। তাছাড়া একে অপরের পাশে থাকলে,বিভিন্নভাবে মানসিক প্রশান্তিও পাওয়া যায়। আসলে সবাই মিলেমিশে থাকতে হলে অবশ্যই সেক্রিফাইস করতে হয়। কারণ সেক্রিফাইস করলে যেকোনো সম্পর্ক এমনিতেই সুন্দর থাকে। কিন্তু বর্তমান জগতে আমরা একেবারেই ছাড় দিতে চাই না কাউকে। সবাই নিজেরটা ষোলআনা বুঝে। আর সেজন্যই মূলত সম্পর্কের মধ্যে ফাটল ধরছে। আসলে পৃথিবীতে রক্তের বাঁধন হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এই লেখা গুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১৪.৯.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1967129333069451739?t=SfiIsMgjbq5OjHN05wtPqA&s=19
https://x.com/mohin3242127/status/1967130999894274113?t=CPPwwk6XuESk7C8wzQgqXw&s=19
X-promotion