RE: একটি হরিনের মধুবনী আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক
দাদা আপনার আর্ট গুলো দেখলে চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়। আপনি আসলেই খুব ভালো আর্ট করেন। আর্ট করতে আমারও খুব ভালো লাগে, তবে মধুবনী আর্ট কখনো করা হয়নি। সাধারণত ম্যান্ডেলা আর্ট করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু সময় বেশি লেগে যায়। যাইহোক হরিণের মধুবনী আর্টটি এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। বর্ডারের ডিজাইনটা বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। তাছাড়া হরিণের আকৃতি,শরীরের ডিজাইন এবং কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে দাদা। বড় গাছ এবং ঘাসগুলো দেখতেও দারুণ লাগছে। আপনি সম্পূর্ণ আর্টটি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে করেছেন দাদা। এই আর্টটি দেখে আমার তো এখনই এমন আর্ট করতে ইচ্ছে করছে। যদিও এতো সুন্দর ভাবে করতে পারবো না মনে হচ্ছে। তবুও চেষ্টা করবো এমন আর্ট করার। সবমিলিয়ে আর্টটি ভীষণ ভালো লেগেছে দাদা। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
@mohinahmed, মধুবনী আমারও করা হয় না এই আর্ট গুলো। তবে এই আর্টটা যেহেতু ম্যান্ডেলা আর্ট এর মত, তাই ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করা যাক। হ্যা এটা ঠিক যে ডিজাইন গুলোতে কালার করতে গেলে অনেক সময় লেগে যায়।
হ্যাঁ দাদা আসলেই এই আর্টটি ম্যান্ডেলা আর্টের মতোই। যাইহোক আমার মন্তব্যের এতো সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।