You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার (সিজন ১: পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ4 months ago

দাদা কারাগার ওয়েব সিরিজের তৃতীয় পর্বের রিভিউ পড়ে বেশ রহস্যময় লাগছে। সত্যি বলতে এই পর্বের রিভিউ সবচেয়ে বেশি উপভোগ করেছি। হ্যাঁ দাদা যারা বোবা কালা তাদের আলাদা কিছু সাইন রয়েছে বুঝানোর জন্য। আমাদের মহল্লায় একটি পরিবার রয়েছে এবং সেই পরিবারের সাত ভাই বোবা। তো তাদের কিছু কিছু সাইন এখন অনেকেই বুঝতে পারে। যদিও তারা যখন বিশেষ সাইনগুলো ব্যবহার করে আমাকে কিছু বললে, আমি কিছুই বুঝি না। যাইহোক তার লেখা অনুযায়ী অবশেষে একজন আসামি তাহলে দুটি কথা বুঝতে পেরেছে। আসলেই তো এটা কিভাবে সম্ভব ২৫০ বছর আগে মীরজাফরকে খুন করে, সে জেল খাটছে। একজন মানুষ ২৫০ বছর কিভাবে বাঁচতে পারে। এটা এক কথায় অসম্ভব একটি ব্যাপার। তবে তাসনিয়া ফারিন যেহেতু মোটামুটি কিছু কিছু সাইন বুঝে, তাহলে হয়তোবা সামনে আরো কিছু তথ্য বের করতে পারবে। ওয়েব সিরিজটি একেবারে জমে উঠেছে দাদা। আশা করি পরবর্তী পর্বে আরো অনেক রহস্যের উদঘাটন হবে এবং আমরাও অনেক কিছু জানতে পারবো। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা। যাইহোক এতো চমৎকার একটি ওয়েব সিরিজের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65200.45
ETH 3535.76
USDT 1.00
SBD 2.45