বাহ্! বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ছোট ছোট চিংড়ি দিয়ে পেঁপে ভাজি করলে কিংবা বড় মাছ দিয়ে পেঁপে রান্না করলে খেতে দারুণ লাগে। তাছাড়া পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে অসংখ্যবার খেয়েছি। খেতে সত্যিই খুব সুস্বাদু লাগে। তাছাড়া কাঁচা পেঁপে সালাদ হিসেবে প্রায়ই খাওয়া হয় আমার। পেঁপে এবং লাউ বরাবরই আমার ভীষণ পছন্দের সবজি। কারণ এই দুটি সবজি ঠান্ডা জাতীয়। খাওয়ার পরে শরীরের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। যাইহোক ছোট কাঁকড়া দিয়ে পেঁপের ঘন্ট রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। যদিও এই রেসিপিটা আমার কখনো খাওয়া হয়নি। রেসিপির কালারটাও চমৎকার এসেছে দাদা। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি দিয়ে এই রেসিপিটা খেতে খুবই ইয়াম্মি লাগবে। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।