You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: পর্ণশবরীর শাপ ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ6 months ago

সেই জঙ্গলটা আসলেই খুব ভয়ঙ্কর। সেই গ্রামের মানুষ সবসময় বেশ ভয়ভীতির মধ্যে থাকে তাহলে। বৈজয়ন্তী নামের মেয়েটি যেহেতু একা একা জঙ্গলে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা বলাই যায়, বৈজয়ন্তী মিসিং এর ব্যাপারে অবশ্যই সীতার হাত রয়েছে। যেভাবেই হোক সীতাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। তাহলে সীতার কাছ থেকে অনেক কিছু জানা যাবে এবং সমস্যার সমাধান করা যাবে। গৌরবের বন্ধুর যতই ইনভেস্ট থাকুক না কেনো বাংলোতে,এই সমস্যার সমাধান না হলে কেউ বাংলোতে আসবে না। তাই সবার উচিত ভাদুড়ী লোকটার কথামতো সবকিছু করা। একমাত্র ভাদুড়ী ই পারবে এই সমস্যার সমাধান বের করতে। তবে খুব দ্রুত সীতাকে খুঁজতে হবে। দাদা গত পর্বের মতো এই পর্বটিও বেশ উপভোগ করলাম। এতো চমৎকার একটি ওয়েব সিরিজের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

জঙ্গলটা ভয়ঙ্কর সবসময় রাতের জন্য, তবে এইসব জঙ্গলে জন্তু জানোয়ারের তেমন হুঙ্কার নেই। এই সমস্যাগুলো তৈরি হয়েছিল সীতাকে তাড়িয়ে দেওয়ার কারণে, সে এই অপমান সহ্য করতে না পেরে নিজের মন্ত্র শক্তিকে জাগ্রত করে দেবীর রুদ্র রূপকে জাগিয়ে দেয় আর তার ফলস্বরূপ পুরো গ্রামবাসী তার অভিশাপে জড়িয়ে পড়েছে।

 6 months ago 

আগামী পর্বে মনে হয় জানতে পারবো সীতাকে খুঁজে বের করা হয়েছে এবং তারপর সব সমস্যার সমাধান হবে। আগামী পর্বের অপেক্ষায় রইলাম দাদা। যাইহোক আমার মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43