আসলেই বৌদি মায়ের কোনো বিকল্প নেই। কিন্তু কিছু কিছু ছেলে বিয়ের পর মায়ের একেবারেই খোঁজ খবর রাখে না,এমনকি ভরণপোষণের দায়িত্ব নেয় না। আমি মনে করি তাদের মতো অভাগা সন্তান পৃথিবীতে আর কেউ নেই। কারণ তারা মায়ের সেবা যত্ন করার সুযোগ পেয়েও হাতছাড়া করছে। যাদের মা নেই তারা বুঝে মা কি জিনিস। যাইহোক মা দিবসে আন্টির সাথে খুব ভালো সময় কাটিয়েছেন। আন্টিকে দেখেই বুঝা যাচ্ছে কতোটা খুশি হয়েছে। আন্টির এই হাসিমুখটা যাতে সবসময় দেখতে পারি,সেই কামনা করছি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।