ইউনিভার্সিটির এই সিস্টেমটা তো দেখছি বেশ অদ্ভুত। অবশ্যই তাদের উচিত ছিলো মিড টার্মেই বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট কিংবা ল্যাব এক্সাম গুলো নিয়ে নেওয়া। তাদের কারণে যে স্টুডেন্টদের উপর প্রচুর চাপ পড়ে, সেটা তারা একেবারেই ভাবে না। ঈদের সময় এতো প্রেসার নিতে মোটেই ভালো লাগে না। কারণ এই সময়টা নিজের মতো করে উপভোগ করতে ইচ্ছে করে। যাইহোক কি আর করবেন, জীবন মানেই প্যারা। সবকিছু মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই আপনাদের। তবুও আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।
একদম,মিডে এসব নিয়ে নিলে সেমিস্টার ব্রেকের ছুটিটাও একটু আরামে কাটানো যায়।